![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।
[
স্পষ্টভাবেই রাশিয়ার পক্ষ নিলেন ট্রাম্প। মোদি-ট্রাম্প সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সমতার ভিত্তিতে যুদ্ধ বন্ধ করতে হবে। তিনি বললেন, প্রেসিডেন্ট পুতিনের রাশিয়া এটা কখনই মেনে নেবে না যে ইউক্রেন ন্যাটোর অংশ হোক। এটা সবার কাছে ইতিমধ্যেই পরিষ্কার। তিনিও এভাবেই বিষয়টাকে রাখতে চান বলে স্রেফ জানিয়ে দিলেন। রাশিয়া ইউক্রেনের বিশাল ভূমি দখল করে নিয়েছে, কিন্তু তা তাঁর ক্ষমতায় থাকাকালীন হয়নি-- জানিয়ে ট্রাম্প বলেন ওবামা আর বাইডেন রাশিয়াকে এটা করতে দিয়েছে। তিনি বললেন, তিনি এই রক্তপাত (ব্লাডশেড) বন্ধ করতে চান।
.
আমি কিন্তু মাস দুয়েক আগেই বলেছিলাম, ট্রাম্প এসে যুদ্ধ বন্ধ করে দিবেন আর তিনি ক্ষমতায় ফেরার আগেই রাশিয়া যতদূর পারে ইউক্রেনের ভূমি দখল করে নেবে। এখনও নেগোসিয়েশন শুরু হয়নি। কিন্তু সেটা শুরু হওয়ার প্রধান শর্ত দেবেন পুতিন, আর তিনি বলবেন ইউক্রেন ন্যাটোতে যাওয়ার পরিকল্পনা বাদ না দিলে কোনো আলোচনায় তিনি বসবেন না। এরপর আলোচনা শুরু হবে, যার শেষ পরিণতি হবে যেটুকু ভূমি রাশিয়ার দখলে আছে তা রাশিয়ার অধীনে রেখেই যুদ্ধ বন্ধ করে দেওয়া। বাইডেন প্রশাসন আর তাঁর মিত্রদের ফুয়েল জোগানো বন্ধ মানেই আসলে এই যুদ্ধ বন্ধ হয়ে যাওয়া-- এটাও আগেই বলেছিলাম। টাইমলাইন ঘেঁটে মিলিয়ে নিন।
.
প্রথম আলো পত্রিকাটি পড়লে মনে হয় ট্রাম্প আর মোদি লোক দুটি খুবই খারাপ। তাঁরা বরাবরই ডেমোক্র্যাটদের পক্ষে তথা হিলারি ক্লিন্টন/বাইডেন/ডক্টর ইউনূস স্যারদের পক্ষের বলে মনে হয়েছে। কেউই নিরপেক্ষ নয়। তবুও সর্বোচ্চ পঠিত পত্রিকার থেকে নিরপেক্ষতা বজায় রাখা কাম্য। বাইডেন যে যুদ্ধে ফুয়েল জুগিয়েছেন, ট্রাম্প এসে তা বন্ধ করে দিয়ে রক্তপাত থামাতে চাইছেন। যুদ্ধ থেমে গেলে বিশ্বব্যাপী তেল-গ্যাসের দাম কমবে আর খাদ্যশস্য আরও কম দামে পাওয়া যাবে। কেননা ঐ ইউক্রেন-রাশিয়াই পৃথিবীর খাদ্যভাণ্ডার হিসেবে পরিচিত। আর ফিলিস্তিনে রিসোর্ট বানানোর যে কথা ট্রাম্প বলেছেন, তা তিনি বলেছেন ওখানে ফিলিস্তিনিদের অবর্ণনীয় কষ্ট দেখে। ধনী ও শক্তিমান মুসলিম বিশ্ব দায়িত্ব নিয়ে এই ফিলিস্তিনদের জন্য সুন্দর ভবিষ্যৎ গড়ে দিক, এটাই তিনি চেয়েছেন। গাজা যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, তা সরিয়ে সেখানে নতুন অবকাঠামো নির্মাণের সামর্থ্য গাজাবাসীর নেই। তাছাড়া ওখানে শান্তিতে থাকতে পারবে না তারা কোনোদিনই। তাই হয়তো ট্রাম্প এ কথা বলেছেন। মনে রাখতে হবে, ইসরায়েল ফিলিস্তিনের এই করুণ দশা করেছে বাইডেনের আমলেই। ট্রাম্প এসে এই যুদ্ধ থামাতে ও ফিলিস্তিনিদের সুন্দর ভবিষ্যৎ দিতে চাইছেন।
.
তবে সেখানে তাঁর রিসোর্ট নির্মাণের কথা কি তিনি সিরিয়াসলি বলেছেন কিনা আমার জানা নেই। বলে থাকলে তা সমর্থন করতে পারছি না। কেননা সবারই তাঁর পৈতৃক ভূমিতে বসবাসের অধিকার থাকা উচিত। বাংলাদেশের হিন্দুরা যেমন ভারতে পালাতে বাধ্য হয়েছিলো, মিয়ানমারের রোহিঙ্গারা যেমন বাংলাদেশে পালিয়ে এসেছে শান্তির খোঁজে, তেমনি ফিলিস্তিনিদেরকেও শান্তির খোঁজে মুসলিম বিশ্বের সৌদি আরব বা আমিরাতের কোনো দেশে যেতে হয় কিনা বা আদৌ মুসলিম বিশ্ব তাদেরকে জায়গা দেয় কিনা, এখন সেটাই দেখার বিষয়। আর বাংলাদেশের বিষয়ে যা কিছু করার সে দায়িত্ব তিনি মোদির হাতেই ছেড়ে দিলেন। বিনিময়ে এশিয়ায় আমেরিকার হয়ে চীনকে চাপে রাখবে ভারত! (এগুলো সবই আমার ব্যাক্তিগত উপলব্ধি বা মত। এগুলো সত্যি নাও হতে পারে।)
দেব দুলাল গুহ -- দেবু ফরিদী Narendra Modi Donald J. Trump
২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:৩৭
অগ্নিবাবা বলেছেন: শুনলাম আপনারে ধরে রামক্যালানী দেছে? সত্য কি?
৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৮:২৬
কামাল১৮ বলেছেন: সুন্দর বিশ্লেষণ।এমন লেখা আরো চাই।
৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:৩৪
রাজীব নুর বলেছেন: ট্রাম্প, পুতিন আর কিম একই গোয়ালের।
৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:১২
নতুন বলেছেন: স্যার জাতিসংঘের মানবাধিকার সংস্থা জুলাইয়ের হত্যাকান্ডের একটা রিপোট করেছে।
আপনার মতন জ্ঞানী মানুষেরা যদি সেই রিপোর্টের একটা বিশ্লেষন করে লেখা দিতেন সবাই বুঝতে পারতো।
৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:১২
নতুন বলেছেন: Click This Link
©somewhere in net ltd.
১|
১৪ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:১৬
ডার্ক ম্যান বলেছেন: আপনাকে কি আটক করা হয়েছিল??