নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুধুই নিরাভ

আমি মহাকালের স্রোতে তাকে পেয়েছি, মহাকাল ধরে তাকে আগলে রাখব।

উজ্জ্বল কালো

জন্ম আমার সেইসব জায়গায় যেখানে এখনো মানুষ সূর্যস্নান শেষে ভাবে আমি নিষ্পাপ। এরপরও আমি তোমাদের মাঝে।

উজ্জ্বল কালো › বিস্তারিত পোস্টঃ

একজন রজনীকান্ত এবং কিছু কথা

১২ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ২:৫৭

তামিল ছবির রাজাধিরাজ, ভারতে অভিনেতাদের মধ্যে সর্বাধিক পারিশ্রমিকপ্রাপ্ত (অমিতাভ বচ্চনের ৩গুণ), জ্যাকি চ্যানের পর এশিয়ায় সর্বাধিক পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা রজনীকান্ত। আর তার ছবিগুলোর অ্যাকশনের কথা আর কী বলবো? এক চটকানা মেরে ১০জনকে একসাথে শুইয়ে ফেলা তার কাছে কোন ব্যাপারই না। প্রায় ছবিতেই তিনি একহাতে সমস্ত তামিলনাড়ুর পুলিশফোর্স কে ধরাশয়ী করে ফেলেন।

একের পর এক ব্লকবাস্টার সুপারডুপার হিট ছবি উপহার দেওয়ার পাশাপাশি বর্তমানে তিনি তুমুল আলোড়ন সৃষ্টি করেছেন তার সম্পর্কে প্রচারিত জোকস দিয়ে। এই জোকস এখন এতটাই জনপ্রিয় আজকাল যেখানেই যাবেন, কাউকে না কাউকে অবশ্যই দেখবেন রজনীকান্তকে নিয়ে জোকস বলায় মহাব্যস্ত।

কিছু রজনীকান্ত জোকস

#Rajnikant knows Why This Kolaveri Kolaveri kolaveri di?



# প্রিয় হ্যারি পটার

যদি এইরকম হত যে একটা খোঁড়া ভিলেন কে হারাতে আমার ৮ টা সিনেমা লাগতো আমি তাহলে দর্শকদের টাকা ফেরত দিতাম।

-রজনীকান্ত





# রজনীকান্ত সবাইকে সাবধান করে দিচ্ছে তাকে নিয়ে জোকস বন্ধ করতে...অন্যথায় তিনি ইন্টারনেট বন্ধ করে দিবেন।





# শচীনঃ বোস্ট আমার শক্তির গোপন রহস্য....

বোস্টঃ রজনীকান্ত আমার শক্তির গোপন রহস্য....!!



# রজনীকান্তের বৌ একবার চিল্লায়ে বলতেছে, "তুমি আবার আমাদের বাগানটাকে জুরাসিক পার্কের লোকদের দিয়ে দিয়েছ???তুমি হলিউডের লোকেদের কেন বিশ্বাস কর আমি বুঝিনা...মনে নাই টাইটানিকের লোকেরা তোমার বাথটাবটা এখনো ফেরত দেয়নি!!!!!"



# রজনীকান্ত আসলে ২০ বছর আগেই মারা গেছে। কিন্তু মৃত্যু ভয়ে তাকে এখনো জানাতে পারেনি।



# একদা রজনীকান্ত নামক এক কিংবদন্তী বাস করিতেন। তিনি যখন হেলিকপ্টার এ করে দিল্লী থেকে চেন্নাই যাচ্ছিলেন সুইজারল্যান্ড হয়ে তখন তার টাকার থলেটি পড়ে গিয়েছিল। যে বিল্ডিং এ সেটা পড়েছিল তা আমরা এখন সুইস ব্যাংক নামে চিনি!!!!!



# ১০০০ বছর পর রোবটরা সিনেমা তৈরি করবে যার নাম হবে “রজনীকান্ত”।



# রজনীকান্ত একবার একটা আপেল এক কামড় খেয়ে ছুঁড়ে ফেলেন যা স্টিভ জবস কুড়িয়ে পেলে তার কোম্পানির নাম দেন “এ্যাপল”।



# ৮ বছর বয়সে রজনীকান্তের গুটিবসন্ত হয়, এর পর পৃথিবী থেকে গুটিবসন্ত বিলুপ্ত হয়ে যায়।



# ২০১২ সালে পৃথিবী ধ্বংস হওয়ার কথা থাকলেও হচ্ছে না, কারণ রজনীকান্ত সম্প্রতি একটি ল্যাপটপ কিনেছেন যার ওয়ারেন্টি ৩ বছর।



# রজনীকান্তের বাসায় কোন পানির লাইন নেই, তিনি হাত তালি দিলে, অক্সিজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে পানি উৎপন্ন করে; সেটা দিয়েই তার চলে।



# রজনীকান্ত যখন প্রথম গাড়ি এক্সিডেন্ট করেন তখন থেকেই গাড়ি রক্ষার জন্য “এয়ার ব্যাগ” আবিষ্কৃত হয়।



# রজনীকান্ত প্যান্ট পড়ার সময় দুই পা একসাথে ঢুকাতে পারেন।



# রজনীকান্তের মোবাইল চার্জের জন্যই ইণ্ডিয়াতে প্রথম পারমাণবিক চুল্লি বসানোর পরিকল্পনা করা হয়।



# একবার এক ফুটবল তারকা রজনীকান্তকে চ্যালেঞ্জ করে বলেছিলেন তিনি আঙুলের উপর দুই ঘন্টা ফুটবল ঘুরাতে পারেন, যা রজনীকান্ত পারবে না; রেগে গিয়ে রজনীকান্ত পৃথিবীর ঘূর্ণন বন্ধ করে দিবেন বলে হুমকি দিয়েছিলেন!



# পথিবীতে আর কখনো সুনামি হবে না, কারণ রজনীকান্ত প্রতিজ্ঞা করেছেন তিনি আর সমুদ্রে লুঙ্গি ধুবেন না।



# রজনীকান্ত একবার তার মানিব্যাগ হারিয়েছিলেন, এর পর-পরই পৃথিবীতে অর্থনৈতিক মন্দা দেখা দেয়।



# যখনই রজনীকান্তের কম্পিউটার হ্যাং করে তখনই মাইক্রোসফট বুঝতে পারে, উইন্ডোজের নতুন ভার্সন ছাড়ার সময় হয়েছে।



# রজনীকান্ত পাঁচটা ভাষায় শীষ বাজাতে পারে।



# রজনীকান্ত ছোটবেলায় বিছানায় হিসু করে দিতেন বলে ধারণা করা হলেও পরে জানা যায় - বিছানা ভয়ে হিসু করে দিতো।



# একদিন রজনীকান্ত রবিবার স্কুল পালিয়েছিলেন, তারপর থেকে ইন্ডিয়াতে রবিবার সরকারী ছুটির দিন।



# রজনীকান্তের ইমেইল এড্রেস হলো: [email protected]



# রজনীকান্ত ড্রইভিং লাইসেন্স পান 37 সেকেন্ড বয়সে।



# নীল আর্মস্ট্রং যখন চাঁদে অবতরন করলেন তিনি ভয় পেয়ে গিয়েছিলেন একটা বোর্ড দেখে, যেখানে লিখা "কোন স্টিকি লাগাবেন না, রজনীকান্তের সম্পত্তি"।



# সূর্য্যগ্রহনের সংজ্ঞাঃ রজনীকান্ত যখন প্রচন্ড রেগে সূর্য্যের দিকে তাকায় তখন সূর্য্য ভয়ে চাঁদের পিছনে লুকায়। এইটাই আমি সূর্য্যগ্রহন বলে জানি।



# রজনীকান্ত কেন চারপাশে চারটা কুয়া সহ ৪ একর জমি কিনেছে?????? কারণ তিনি ক্যারম খেলতে চান!!!!!!



# রজনীকান্ত যখন লাফ দেন তিনি আসলে নিজেকে উপরে উঠান না, পৃথিবীকে ঠেলে নিচের দিকে নিয়ে যান।



# ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ গুরুতর ভাবে আহত হয়ে হাসপাতালে ভর্তি!!! কেন???? কারন রজনীকান্ত তাকে ফেসবুকে POKE করেছিল...



# ব্রেকিং নিউজঃ পল অক্টোপাস মারা গেছে... তোমরা কি জান কেন??? কিছু স্টুপিড তাকে জিজ্ঞেস করেছিল রজনীকান্তের মৃত্যু নিয়ে ভবিষ্যৎবানী করতে।



# Rajinikanth got selected in Roadies…Next day during the vote out:

Rajinikanth: I’m sorry Raghu, apka Roadies ka safar yahi khatam hota ha



# রজনীকান্ত কখনো ঘড়ি পড়ে না। তিনি ঠিক করে দেন কখন কত সময় হবে!!!



#Rajinikanth enters the Big Boss house, and next day there is announcement…………

Rajinikanth chahate hai ki Big Boss confession room me aaye.





# রজনীকান্তের নামে একটা রাস্তা ছিল কিন্তু তা চেঞ্জ করা হয়। কারন কেঁউই জীবিতভাবে রজনীকান্ত পার হতে পারতো না।



# রজনীকান্ত যখনি আয়নার দিকে চাইতেন আয়না ভেঙ্গে যেত। কারন আয়না এতো গর্দভ নয় যে সাহস করবে রজনীকান্ত আর রজনীকান্তের মাঝে থাকতে!!!



# যখন গুগলের কোন জিজ্ঞাসা থাকে তার উত্তর রজনীকান্তের কাছে থাকে!!!



# রজনীকান্তের একবার কিডনী পাথর অপারেশন হয়েছিল। সেই পাথরটাই এখন এভারেস্ট নামে পরিচিত!!!



# নকিয়া ফোনসেটের হ্যান্ডশেক করা লোক দুজনকে রজনীকান্ত চিনেন।



# রজনীকান্ত এতোই ফাস্ট যে তিনি পুরা পৃথিবী ঘুরে নিজের মাথার পিছনে নিজেই থাপ্পর দিতে পারেন!!!



#And the Rajnikanth AWARD Goes to…… Oscar!





# টম ক্রুজের আগে রজনীকান্তকে অফার করা হয়েছিল Mission Impossible এ, কিন্তু তিনি তা রিফিউজ করেন কারন সিনেমার নামটা তার কাছে ইনসাল্টিং মনে হয়েছিল।



# রা-ওয়ানঃ রজনীকান্তের এক মিনিটের মুভি যেখানে শাহরুখ ২.৩০ ঘন্টার আমন্ত্রিত অতিথি।





# একদা রজনীকান্তের ছবি জেরক্স মেশিনে দেয়া হয়েছিল ফটোকপির জন্যে... গেজ কি হয়েছিল

.

.

.

তারা জেরক্স মেশিনের দুটো কপি পেয়েছিলেন।





# প্রশ্নপত্র ছিল এইরকম ১৫০ টা প্রশ্নের মধ্যে যে কোন ১০০ টার উত্তর দাও। রজনীকান্ত ১৫০ টারই উত্তর দিয়ে লিখেছিলেন ” Rascalla!, CHECK ANY 100!”





# ড. মার্টিন কপার যখন মোবাইল আবিস্কার করেন তিনি তখন দেখেন "2 Misscalls From RAJNIKAANT"!!!!!



#Ram and Ravan were in serious war. Suddenly Ravan saw a man standing behind Ram.

Ravan: “Chal OK Bye”. Ram: “par kyun?”. Ravan: “Kuch nahi bas bye”. Ram: ” are batao to kya hua?”

Ravan:” Tune choti si baat par rajnikant ko bula liya?”



#Once Rajnikant playing KBC, unfortunately he didnot win any price money bcoz the computer has no Lifeline to ask Question!



#When in kindergarten, Rajnikanth had written an essay on corruption. It is now known as the Jan Lokpal Bill



# যখন সেখানে কোন ইচ্ছা থাকবে

তখন সেখানে কোন একটা উপায় অবশ্যই থাকবে

কিন্তু যেখানে রজনীকান্ত থাকবে

সেখানে কোন উপায়ই থাকবে না

Mind it..!!!



# ছয় বছর বয়সে রজনীকান্ত তার আন্ডারওয়্যারটি ছুঁড়ে ফেলেন যেটি কুড়িয়ে পেয়ে আজকের সুপারম্যান নিজেকে ‘সুপারম্যান’ হিসাবে আবিষ্কার করেন।



#Once Rajnikanth playing cricket in Monsoon season

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

the rain delayed due to the cricket match!!





# রজনীকান্তের মনোপলি খেলা বিশ্ব অর্থনীতি কে প্রভাবান্বিত করে।

MIND IT!!!!



# রজনীকান্ত কম্পাস দিয়ে সরলরেখা আঁকতে পারেন।



# রজনীকান্ত মনযোগ আকর্ষন করে না। মনযোগ তাকে আকর্ষন করে।



# Rajnikanth: "Santa Claus was real until he forgot my present!"



# Rajnikanth will never have a heart attack. His heart isn’t nearly foolish enough to attack him....:)



#Once Rajnikant ordered masala dosa at McDonalds nd they refused him...!!!!?!??!?! from that day you can see McDonald is sitting out of his own restaurant.. ;-)p



# রজনীকান্ত ফেব্রুয়ারির ৩০ তারিখে জন্মান। সেই থেকে ওই তারিখটা অন্য কাউকে না দেবার সিদ্ধান্ত নেয়া হয়।

Yenna rascalla....Mind It.



# আরিয়াভট্ট কোন একদিন রজনীকান্তের ভুলগুলো গুনছিলেন

>

>

>

>

>

>

>

তারপর তিনি শূন্য আবিষ্কার করেন।



# ক্লাস থ্রি তে পড়া অবস্থায় রজনীকান্তের রাফ নোটগুলো কেউ চুরি করে নিয়ে যায়

>

>

>

>

>

এখন নোটগুলান উইকিপিডিয়া নামে পরিচিত



#Rajnikant: sir, how many jokes are based on you?

Rajnikant: 2.

Reporter: sir, only 2??

Rajnikant: yeh, only 2…..other all are facts.



#Rajanikanth showed a boy how to climb up a wall now he is known as PRINCE OF PERSIA!



#In the back of the book of the world record’s …it is always written that all that all the records are held by Rajnikanth…the ones listed are only 2nd place.



#Rajni can turn a toast back into bread.



#On Christmas Santa Claus gets gifts from Rajni.



#one DAY, naasa scientists found something is flying in mars. they become happy and shouts – ‘life on mars, life on mars’! Later they found that Rajnikant was flying a kite on mars from earth…………





# Rajni's Driving License





#



#





#





#





#Rajni's Door lock





#What is your option????





#Why Rajni doesn't have facebook???





#Its true





#Rajni has seen her face





#





#Never overact with Rajni





#





#Why Mumbai cant sleep





#





#







Copy Paste....

মন্তব্য ১৯ টি রেটিং +১৭/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ১২ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:০২

চেনা মুখ বলেছেন: B:-) B:-) B:-) B:-)

২| ১২ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:০৫

রাজীব বলেছেন: =p~ =p~

৩| ১২ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:০৯

হমপগ্র বলেছেন: হা হা হা! :|

৪| ১২ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:১১

েরজা , বলেছেন: =p~ =p~

৫| ১২ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:২০

ফয়সাল ভিভ্‌ বলেছেন: what the fish !! what the bloody hell is it !!!!! B:-) B:-)

৬| ১২ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:৩০

আবুল হাসান নূরী বলেছেন: Rajnikanth killed a terrorist in Pakistan "via Bluetooth".

Rajnikanth can draw a straight line with a compass.


Once Rajnikaant signed a cheque… and the Bank bounced!!

The world is not ending in 2012…. Rajnikant just bought a laptop with 3 yrs warranty!!‌

Rajanikanth opened a college by his name.
Rajanikanth Engineering College of Medical Science for Commerce and Arts.

৭| ১২ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:৩৭

হাসান মাহবুব বলেছেন: হাহা!

৮| ১২ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:৩৭

কুল_কুয়াইট বলেছেন: RAJNIKAANT কে?

৯| ১২ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:৪০

Dee Dee বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১০| ১২ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৪:৩৯

আলামিনস্টাইন বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~
পোস্ট তাড়াতাড়ি ডিলিট মারেন। নাইলে উনি একটা হুঙ্কার দিলে আমগো সবার ব্লগিং জীবন শেষ।

১১| ১২ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৪:৪৬

Observer বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~


YANNA RASCALAA!!!

১২| ১২ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:৫৮

মেমনন বলেছেন: :P :P :P

১৩| ১২ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৪৩

অণুজীব বলেছেন: পেঁয়াজ কাঁটতে যেয়ে চোখে পানি এসেছে ??? রজনীকান্ত সেই পেঁয়াজকে কাঁদাতে পারেন
■ রজনীকান্ত কম্পিউটারের রিসাইকেল বিন ডিলিট করতে পারেন
■ টেলিফোনের তার গলায় পেঁচিয়ে মেরে ফেলার ঘটনা দেখেছেন তো ??? রজনীকান্ত কর্ডলেস টেলিফোন দিয়েই এই কাজ করতে পারেন
■ রজনীকান্ত যেকোন মাছকে পানিতে চুবাতে পারেন
■ রজনীকান্ত কোন রুমে প্রবেশ করলে রুমের সব লাইট জ্বলে ওঠে..... এটাকে অটোমেটিক ব্যাপার ভাববেন না, ব্যাপার হল অন্ধকার রজনীকান্ত এর ভয়ে পালিয়ে যায়
■ একবার একটি গোখরা সাপ রজনীকান এর পায়ে কামড় দিয়েছিলো.... ৫ দিন অবর্ণনীয় কষ্ট ভোগ করার পরে সেই গোখরাটা মারা যায়
■ গ্লোবাল ওয়ার্মিং বলে কিছু নেই..... রজনীকান্ত এর ঠান্ডা লাগছিলো তাই সে সূর্যটাকে গরম করে নিয়েছে
■ প্রত্যেক সফল পুরুষের পিছনে একজন নারী রয়েছেন..... সকল মৃত ব্যক্তির মৃত্যুর পেছনে রয়েছেন: রজনীকান্ত
■ The square root of Rajanikanth is pain. Do not try to square Rajanikanth, the result is death.
■ পাই( ) এর শেষ ডিজিটটি হল রজনীকান্ত কারণ সবকিছুর শেষ হল রজনীকান্ত
■ রজনীকান্তের ক্যালেন্ডারে ৩১শে মার্চের পরের তারিখ ২রা এপ্রিল। কারণ: কেউ রজনীকান্তকে বোকা বানাতে পারবে না
■ রজনীকান্ত একটি পাখি দিয়ে ২টি পাথরকে হত্যা করতে পারেন
■ রজনীকান্ত ১-২-৩-.....-অসীম পর্যন্ত গুণে দেখিয়েছেন: তাও একবার নয়, ২বার
■ রজনীকান্ত কোন আয়নার সামনে দাঁড়ালে আয়না ভেঙ্গে যায়, কারণ কোন কিছুরই ক্ষমতা নাই রজনীকান্ত ও রজনীকান্তের সামনে দাঁড়ায়
■ নিউটনের ৩য় সূত্র মিথ্যা.... কারণ সবকিছুরই সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকার কথা বলা হলেও রজনীকান্তের ঘুষির বিপরীতে কিছু নেই
■ Rajnikant is responsible for China's over-population. He was shooting in Beijing and all women within 1,000 miles became pregnant instantly
■ রজনীকান্ত পুশ-আপ দেয়ার সময় উপরে-নিচে উঠেন না, বরং পৃথিবী নিজে কিছুটা উপর-নিচ হয়ে তাকে পুশ-আপ করায়

এবার আরো কিছু রজনীকান্ত ঘটনা:

■ সামনে ভিলেন ২জন, রজনীকান্তের হাতে পিস্তল এবং সেখানে গুলি মাত্র ১টা...... এখন কি হবে ???
- সে পকেট থেকে একটা ব্লেড বের করলো, ছুড়ে মারলো ভিলেনদের দিকে... এরপর গুলি করলো সেই বুলেট বরাবর.... গুলিটা সেট ব্লেডে লেগে ২ভাগ হয়ে ২ভিলেনকে গুলিবিদ্ধ করলো..... ঢিচ্চাও ( পড়েন: সুবহানআল্লাহ)

■ রজনীকান্তকে ভিলেন ধাওয়া করছে, রজনীকান্তের কাছে কোন গুলি নেই..... এখন কি হবে ???
- রজনীকান্ত ওয়েট করলো ভিলেনটার গুলি করার জন্যে, ভিলেন গুলি করলো। রজনীকান্ত তার পিস্তল বের করলো, বুলেট কেস ওপেন করলো এবং ভিলেনের ছোড়া গুলিটা নিজের বুলেট কেসে লোড করে নিলো...... এরপরেই ঢিচ্চাও করে গুলি করে মারলো সেই ভিলেনকেই ( ওয়াহ, হোয়াট এ শট)

■ রজনীকান্ত দেয়ালের এপাশে দাঁড়িয়ে আছে এবং ভিলেন দেয়ালের অপর পাঁশ দিয়ে পালিয়ে যাচ্ছে। দেয়ালটা এতই বড় যে রজনীকান্ত পার হচ্ছে না। কি হবে এখন ???
- রজনীকান্ত পকেট থেকে ২টা পিস্তল বের করলো, একটা আকাশে উপরে ছুড়ে মারলো এবং আরেকটা পিস্তল দিয়ে সেই পিস্তলের ট্রিগারে গুলি করলো। এরফলে আকাশে ছুড়ে মারা পিস্তলটার গুলি ভিলেনকে যেয়ে লাগলো..... (পড়েন: ইন্নালিল্লাহ)

■ রজনীকান্ত বাইকে করে যাচ্ছে, হঠাৎ তার পিছনে এক ভিলেন উঠে বসে পড়লো। কি হবে এখন ???
- রজনীকান্ত পকেট থেকে পিস্তল বার করলো এবং সামনে গুলি করলো (!!!)..... এরপর বাইকটা চরম স্পিডে চালিয়ে গুলিটার সামনে চলে গেলো এবং বাইক উল্টো ঘুরিয়ে নিলো (মানে এখন রজনীকান্ত সবার সামনে, তার পিছনে ভিলেন, তার পিছনে গুলিটা)...... এরপর সে বাইকটাকে গুলি বরাবর অ্যালাইন করলো এবং গুলিটা এসে ভিলেনকে লাগলো ( পড়েন: আলহামদুলিল্লাহ)

রজনীকান্ত সমগ্র

১৪| ১৩ ই ডিসেম্বর, ২০১১ রাত ১২:১৬

আজিজুল হাকিম শাওন বলেছেন: আপনারা কি ভাবতেসেন এইগুলা জোকস? না।এইগুলা সবই সত্যি।

১৫| ১৩ ই ডিসেম্বর, ২০১১ রাত ১২:১৯

ফয়সাল রকি বলেছেন: জটিল... তবে রজনীকান্তজী এই পোষ্ট পড়লে কী করবেন কে জানে?

১৬| ১৩ ই ডিসেম্বর, ২০১১ ভোর ৪:০৪

তন্ময় ফেরদৌস বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১৭| ১৩ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৩৩

Observer বলেছেন: =p~ =p~

১৮| ০১ লা মে, ২০১৯ রাত ৮:৪১

আর্কিওপটেরিক্স বলেছেন: :D

১৯| ০১ লা মে, ২০১৯ রাত ৯:১০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: চেন্নাইয়ের লোকজন পোকা মাকড় দেখলেও পুজা করে। রজনীকান্ত তো তাদের ভগবান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.