![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আগেই সবাইকে ক্লিয়ার করে দেয়া দরকার যে আমি কট্টর আস্তিকও না কিংবা কট্টর নাস্তিকও না। আমি ভাই একজন মানুষ।
শিরোনাম দেখে নিশ্চই এতক্ষণে তথাকথিত নাস্তিকরা আমাকে তুলোধুনো শুরু করে দিয়েছেন। কিন্তু কিছুই করার নেইরে ভাই আমার। আপনাদের এমন ছাগলের তিন নাম্বার বাচ্চা টাইপ আচরণের জন্য একের পর এক হত্যা হচ্ছে আর প্রকৃত হত্যাকারীরা রেহাই পেয়ে যাচ্ছে।
নাজিমুদ্দীন খুন হওয়ার পর আমি তার হত্যার ঘটনাটা প্রথম ফেসবুকে দেখি। এবং বেশিরভাগ স্ট্যাটাস ছিল এমন, আবারো আল্লহু আকবার বইলা মোল্লারা কুপিয়ে মারলো এক মুক্তমনা ব্লগারকে!! সাথে এমন ফেসবুকীয় প্রতিবাদ এখন আমিও করি।
আমি যদি পুলিশের কোন বড় পদে থাকতাম তাহলে খুজে বের করতাম খুন হওয়ার সাথে সাথে এই পোস্ট গুলো কে দিছে? কারণ কাউকেই যেখানে গ্রেফতার করা যায়নি সেখানে কিভাবে সাথে সাথে আপনারা জানেন যে, ইসলামি জঙ্গীরা এটা করছে। নিশ্চই বলবেন, ইসলামী জঙ্গী না হইলে আল্লাহু আকবার কইলো ক্যান? আর কোপাইয়া মারে তো খালি ইসলামি জঙ্গীরা।
আমাকে ঢাকার কোন কোন এলাকার মানুষ চেনে? চেনে না । কেউই চেনে না। এখন আমি রাতের অন্ধকারে কোন এক হিন্ধু ধর্ম বিদ্বেশীকে জয় শ্রী রাম বলে কোপ দিয়ে চলে আসলাম। ব্যাস সাথে সাথে কি সবাই বলবেন, এক হিন্দু উগ্রবাদী কুপিয়ে মুক্তমনাকে হত্যা করেছে। হ্যা তাই বলবেন কারণ আপনাদের চোখ আর কান খোলা জ্ঞ্যান-বুদ্ধি খোলা নাই। আর দাড়ি থাকলেই জঙ্গী হয় না তাহলে রবীন্দ্রনাথ তো বিশাল বড় জঙ্গী ছিল । আর কুপিয়ে হত্যা তো বিশ্বজিত দাসকেও করা হয়েছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে। নিজেকে দাবি তো করেন মুক্তমনা কিন্তু মনটা কোন জায়গায় মুক্ত ভাবছেন একবারও!!
আমার লেখা দেইখা আস্তিকদেরও খুশি হওয়ার দরকার নেই কারণ তাদের আউল ফাউল বক্তব্যের সাথেও আমি একমত না।
তবে মজার বিষয় দিনের শেষে ঐটাই মূল কথা আস্তিক আর নাস্তিক একই গোয়ালের দুই বাছুর।
২| ০৯ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৪
এন.এ.আনসারী বলেছেন: আসলে দাড়িতো অন্যান্য ধর্মাবলম্বীরাও রাখে কিন্তু দোষ হয় শুধু মুসলমানদের
©somewhere in net ltd.
১|
০৯ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:২১
আততায়ী আলতাইয়ার বলেছেন: R8