![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঊড়ছি কেন!!!!!!!!!!!!! কেউ জানেনা!!!!!!!!!!!!
ঘাতক-দালাল নির্মুল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবিরের সভাপতিত্বে আজ রংপুর প্রজন্ম চত্বর টাউন হলের সামনের রাজপথে আজকের আন্দোলনের সূচনা হয়। এর আগে পতাকা মিছিলে সাধারণ মানুষের ঢল নামে। জাতীয় পতাকার অপমানের প্রতিবাদে একেকজন সোচ্চার কন্ঠে স্লোগান দেয় জামাত-শিবিরের বিরুদ্ধে। পতাকা মিছিলের পর সমাবেশে বক্তব্য দেন শাহরিয়ার কবির। এরপর রাজাকারদের ফাসি না হওয়া পর্যন্ত এবং জামাত-শিবির নিষিদ্ধ না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার শপথ করা হয়।
শপথের পর চলে প্রতিবাদী গান আর দীপ্প কন্ঠে স্লোগান। পাশাপাশি শাহবাগের ঘোষণা অনুযায়ী গণ-সাক্ষর কর্মসূচী চালিয়ে যান গণজাগরণ মঞ্চের কর্মীরা।
সন্ধ্যায় জাতীয় সংগীত গাওয়া হয়। এরপর পুরো সমাবেশ চলে যায় মশাল মিছিলে।
মিছিলটি শহরের মূল পয়েন্টগুলি প্রদক্ষিণ করে আবার জাগরণী মঞ্চে এসে শেষ হয়।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৭
নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন:
২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৬
গৃহন্ডুলে বলেছেন: এরকম শান্তিনিকেতনি টাইপ আন্দোলনে কাজ হবে না!
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৩
নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: কি করমু!!! ওরা ত আইল না!!!!
৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৭
সময় সাধন বলেছেন: গত কয়েক দিনের চেয়ে উপস্থিতি বেশি ছিল, তাই ভাল লাগছিল।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৮
নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: হুম
৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৫
আহলান বলেছেন: ভারতের সীল মারা দালাল শাহরিয়ার কবির ..এর কথায় কে কি করবে?
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৮
নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: আপনে ছাগলের কতায় ঘাস খান.।
৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:১৪
চলতে ফিরতে দেখা বলেছেন: ঢলের ঢেলায় তো বণ্যা হয়ে যাচ্ছে, দেশের নদী নালাতো বন্ধ করছে হাসিনার দাদাবাবুরা। বন্যা সাগরে যাবে কোন দিকে দিয়ে চরে আটকে যাবে নাতো?
-নাস্তিক দালাল শাহরিয়ার কবির, জাফর ইকবাল, চিহ্নিত ব্লগারদের বর্জন করুন এবং যেখানে পাবেন সেখানেই প্রতিহত করুন। এবং বুঝিয়ে দিন ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে কি হয়।?
-আর এদের প্রোগ্রাম আগুন ছাড়া হয়না এদের লক্ষ্য সবাইকে হিন্দু বানিয়ে ফেলা। যার সহায়তা করছে সরকার।
-মুরদাত ও ইসলামের কলংক শামীম মোহাম্মদ আফজাল এবং মাসুদুর রহমান এদের যেখানে পাবেন সেখানেই জুতা পেটা করুন। এই মুরদাতগুলো কিছু পাবার লোভে সরকারী চামচামী করে থাকে। ইসলামের বিরোধীতা করে সরাসরি। এবং নিজেদের মত করে ইসলাম বানায়।
-যেখানে উপস্থাপিকা অর্ধেক শরীর বের করে আছে সেখানে এই মুরদাতরা বলে এই মহিলা ইসলামের পোষাক পরে আছে? শয়তানের চরগুলিকে চিনে রাখুন।
৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৫
বিডি ফুল বলেছেন: শাহরিয়ার কবির পলাতক আসামী, ট্রাইবুনালে সে পলাতক আসামী, তাকে পাওয়া মাত্র ট্রাইবুনালে নিয়ে আসার জন্য অনুরোধ রইলো।
৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৮
আমিনুর রহমান বলেছেন: জয় বাংলা!
জয় প্রজন্ম!
©somewhere in net ltd.
১|
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৮
স্বপ্ন পথ বলেছেন: আন্দোলন চলছে চলবে । তবে আরো কঠোর কর্মসূচী দিতে হবে । জয় তারুণ্য ।