নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কর্মীরা কমছে, বাচালরা বাড়ছে

আমি শিক্ষানবীশ এবং কর্মী । সবার কাছ থেকেই শিখছি । সারা জীবনই হয়ত শিখে যাব।

নির্লিপ্ত স্বপ্নবাজ

ঊড়ছি কেন!!!!!!!!!!!!! কেউ জানেনা!!!!!!!!!!!!

নির্লিপ্ত স্বপ্নবাজ › বিস্তারিত পোস্টঃ

মূলা ঝুলিয়ে লাভ নাই, কার্যক্রম দেখতে চাই। বাঙ্গালি এত গাধা না, মূলার গন্ধে ভুলে না।

৩১ শে মার্চ, ২০১৩ রাত ১:২৮



খুলনার নির্দলীয় গণমঞ্চ থেকে পুরো শহর জুড়ে আজ মশাল মিছিল করেছে গণমঞ্চের যোদ্ধারা। মিছিলে পুলিশ প্রহরা থাকলেও বারবার সেটা প্রত্যাখ্যান করে স্লোগান দেয়া হয়

পুলিশের প্রহরা

চাই না, বন্ধ কর

লোক দেখানো প্রহরা

চাই না, বন্ধ কর


এছাড়া পুরো মিছিলে কোনভাবেই পুলিশকে সমানে যেতে দেয়া হয়নি।নির্দলীয় গণমঞ্চ এখন পর্যন্ত যে নি্দলীয়ই আছে তা প্রকাশ করা হয়। ২৫ শে মার্চের মধ্যে জামাত-শিবির নিষিদ্ধের কোন ব্যবস্থা না নিয়ে সরকার স্পষ্টভাবে তাদের আতাতের কথা জানিয়ে দিয়েছে আমাদের মধ্যে। আমরা সঙ্ঘতি চাই না। আমরা জামাত-শিবির নিষিদ্ধ দেখতে চাই। সব দলের রাজাকারের ফাসি চাই। আমাদের স্লোগানঃ

এতই যদি সংহতি

রাজাকারের দে ফাসি!

সব দলের সব রাজাকার

এই মূহুর্তে বাংলা ছাড়।


সরকার সংহতির মূলা ঝুলিয়ে আমাদের বোকা বানাতে পারবে না। জামাত-শিবির কেন আল্টিমেটামের মধ্যে নিষিদ্ধ করা হলো না তার জবাব দিতেই হবে। আর কোন আপোষ নাই।

জামাত নিষিদ্ধ করলি না কেন?

প্রশাসন জবাব দে!

যে কোন ধরণের আপোষকারীরা সাবধান। তোমাদেরও ছাড় দেয়া হবে না। আমরা তোমাদের জানিয়ে দিয়েছি আজকের মিছিলে

আ তে আপোষকারী

তুই রাজাকার, তুই রাজাকার।


আমরা আমাদের প্রাণের দাবি নিয়ে লড়ছি আর সরকার সহ সব রাজনৈতিক দল তাদের ভোটের রাজনীতি চালিয়েই যাচ্ছে। কিন্তু সময় এসে গেছে প্রতিবাদের, প্রতিরোধের

ভোট চাওয়ার রাজনীতি

চলবে না, বন্ধ কর।



আর যে মূলা ঝুলানো হচ্ছে তাতে কোন লাভ নাই। আমাদের ধমনীতে শহীদ রুমীর রক্ত বইছে। আমরা আপোষ করি না বলেই রাজপথে স্লোগান দিয়েছি

মূলা ঝুলিয়ে লাভ নাই

কার্যক্রম দেখতে চাই।

বাঙ্গালি এত গাধা না

মূলার গন্ধে ভুলে না।

কোণ হুজুগে লড়ছি না আমরা। একই দেশের মাটিতে এই দেশের স্বাধীনতা বিরোধীদের সাথে বাচতে পারব না আমরা। একই বাতাসের নিঃশ্বাস নিতে আমাদের বাধে। আজ মিছিল শেষে বাপ্পি ভাই বললেন, এতদিন আমাদের মাখন খাওয়া আন্দোলন হইছে। এবার হবে দাবি আদায়ের আন্দোলন।আর এই আন্দোলনে নিশ্চয় আপোষকারী বাদে আমরা সবাই থাকব।দাবি আদায় না হওয়া পর্যন্ত।



আগামীকালের নির্দলীয় গণমঞ্চের কর্মসূচীঃ



এবার হবে আসল লড়াই। শুধু নির্দলীয় গণমঞ্চেই আর সীমাবদ্ধ থাকবেনা খুলনার আন্দোলন। এবার আন্দোলন শুধু স্লোগানেই সীমাবদ্ধ থাকবেনা।খুলনার মূল সড়কের নাম রাজাকার খান-এ-সবুরের নাম থেকে পরিবর্তন করে ঐতিহাসিক যশোর রোড় এ রুপান্তর, জামাত-শিবির অতি দ্রুত সময়ের মধ্যে নিষিদ্ধকরণ এবং সকল রাজাকারের দ্রুততম সময়ে ফাসির দাবিতে আগামীকাল রবিবার খুলনা ডিসি অফিসের কার্যালয়ে স্মারকলিপি দেয়া হবে। শুধু স্মারকলিপি দিয়েই ফিরে আসা নয়্ এক দিনের নোটিশে খান-এ সবুর রোডের নাম পরিবর্তনের দাবিতে সকাল ১১ টা থেকে রাত ১২ টা পর্যন্ত ডিসি অফিসের সামনে চলবে অনশন এবং ঘেরাও কর্মসূচী।

খান-এ-সবুরের বেইল নাই

যশোর রোড ফেরত চাই…

আশাকারী আপোষকারী বাদে সবাই আমরা কাল আসব।


জয় বাংলা







মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১:৩৩

ভাল্লুক আকবর বলেছেন: ভাই এটা কি নতুন কোন মঞ্চ? যাই হোক চালাইয়া যান। দেখি কত দূর কি হয়।

৩১ শে মার্চ, ২০১৩ রাত ১:৩৪

নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: আপনি বোধহয় খুলনা সম্পর্কে বেশি কিছু জানেন না। সেক্ষেত্রে আপনার চুপচাপ মূলা খাওয়াই শ্রেয়/

২| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১:৪০

ভাল্লুক আকবর বলেছেন: আপনের এমন উত্তর আশা করসিলাম। আর আমি এমন কিছু বলি নাই যে আমারে মূলা খাইতে হইব তাও আপনের কথা শুইনা। উপরে লিখসেন আমি শিক্ষানবীশ এবং কর্মী । সবার কাছ থেকেই শিখছি । সারা জীবনই হয়ত শিখে যাব। কিন্তু ভাষা ব্যাবহারে ব্যাপারটার প্রমান পাইলাম না।

৩১ শে মার্চ, ২০১৩ রাত ১:৪৭

নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: আপনি আসুন। আমার ব্লগে না আসলে খুশি হব। আপনাকে ভাল লাগছেনা।
আমি মানুষের কাছেই শিখি। ভাল্লুকের কাছে না।
আশা করি আর কোন কমেন্ট করবেন না।

৩| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ২:২২

*কুনোব্যাঙ* বলেছেন: আমরা আমাদের প্রাণের দাবি নিয়ে লড়ছি আর সরকার সহ সব রাজনৈতিক দল তাদের ভোটের রাজনীতি চালিয়েই যাচ্ছে। কিন্তু সময় এসে গেছে প্রতিবাদের, প্রতিরোধের
ভোট চাওয়ার রাজনীতি
চলবে না, বন্ধ কর।

৩১ শে মার্চ, ২০১৩ রাত ২:৪৩

নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: প্রহসনের রাজনীতি
চলবে না, বন্ধ কর

৪| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ২:২৭

বাংলার হাসান বলেছেন: এতই যদি সংহতি
রাজাকারের দে ফাসি!
সব দলের সব রাজাকার
এই মূহুর্তে বাংলা ছাড়।

৩১ শে মার্চ, ২০১৩ রাত ২:৫০

নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: জয় ত আমাদেরই হবে

৫| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ২:৫০

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
সমস্যা হইছে এমন সময় হইছে ব্যাপার গুলো -


পলিটিক্সের কারনে এগুতে পারবে না - কোন দল থেকেই সাপোর্ট পাবেন না আপাতত - (কেউ সরাসরি বিরোধীতা করবে - কেউ হাসি মুখে সমর্থন দিবে কিন্তু কাজের সময় দেখছি বলে ঝুলন্ত পেন্ডুলাম করে রাখবে - কারণ পলিটিক্স )

৩১ শে মার্চ, ২০১৩ রাত ২:৫২

নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: হুম
এজন্য সাধারণ মানুষ যারা আন্দোলন থেকে বিমকখী হয়েছিল তাদেরকে আবার ফিরে আসতে হবে।

৬| ৩১ শে মার্চ, ২০১৩ সকাল ৯:০৪

আল মামুনুর রশিদ বলেছেন: আ তে আপোষকারী
তুই রাজাকার, তুই রাজাকার ei holo sahos. keno bola jai na mo te mokha ho te. . .

৭| ৩১ শে মার্চ, ২০১৩ সকাল ৯:১১

আল মামুনুর রশিদ বলেছেন: sorkerer proti gonojagoron must rini

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.