নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বি-দা-য়...!

ভাবে মন অকারণ সারাক্ষণ...যখন বাস্তবতা>আবেগ

সাতিয়া মুনতাহা নিশা

স্বপ্ন দেখতে ভালোবাসি,বাস্তবতাকে সঙ্গী করে...ভালোবাসি আমার দেশকে। ''ভালোবাসা জলের মতো দুহাত যেন ভরে না.................. প্রিয় মুখ তারার মতো দুচোখে গোনা যায় না।'' [email protected]

সাতিয়া মুনতাহা নিশা › বিস্তারিত পোস্টঃ

আমার প্রিয় গজল-hoton se chhulo tum,শিল্পী-জগজিৎ সিং

১৭ ই এপ্রিল, ২০০৮ রাত ১১:৫৯

গজলটা যখন শিখি,তখন এর কথা কিছুই বুঝতাম না।

কিন্তু যখন এর কথাগুলো বুঝলাম,বুঝলাম কী বলতে চেয়েছে.....অবাক হয়ে লক্ষ্য করলাম গানটা গাওয়ার সময় অন্যরকম এক অনুভূতি কাজ করে!

কেউ গজলটার লিংক দিলে কৃতজ্ঞ থাকবো।আমার কম্পিউটারের ফাইলটা ইস্নিপ্সে আপলোড করতে পারি নাই /:)



হোটো সে ছুলো তুম মেরা গীত অমর কার দো (হামিং)



হোটো সে ছুলো তুম

মেরা গীত অমর কার দো

হোটো সে ছুলো তুম

মেরা গীত অমর কার দো

বানজাও মিত মেরে

মেরি প্রীত অমর কার দো।।



না উমরো কি সীমা হো

না জনমো কা বান্ধান (২)

জাব পেয়ার কারে কোয়ি

তো দেখে কে বালমান

নায়ী রীত চালা কার তুম

ইয়ে রীত অমর কার দো (২)



আকাশ কা শুনাপান

মেরে তানহা মান মে (২)

পায়েল ছানকাকি তুম

আজাও জীবন মে

শাঁসে দে কার আপনি

সাংগীত অমর কার দো

সাংগীত অমর কার দো

মেরা গীত অমর কার দো।



জগনে ছিনা মুঝসে

মুঝে যো ভি লাগা পেয়ারা (২)

সব জি তাক ইয়ে মুঝসে

মে হারগাম ভি হারা

তুমহারে কি দিল আপনা

মেরি জিত অমর কারদো ।।









মন্তব্য ৩১ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০০৮ রাত ১২:০৮

ক্যাপেটন ক্যাকটাস বলেছেন: হোটো সে ছুলো তুম মেরা গীত অমর কার দো (হামিং)

আমার কম্পিউটার এ আছে, ইমেইল আইডি দিলে মেইল করতে পারি।

১৮ ই এপ্রিল, ২০০৮ রাত ১২:১৩

সাতিয়া মুনতাহা নিশা বলেছেন: [email protected]

২| ১৮ ই এপ্রিল, ২০০৮ রাত ১২:১০

অরথি স্বর্ণালী বলেছেন: জগজিৎ সিং আমার প্রিয় শিল্পীদের একজন। আপনার কণ্ঠে গানটি শোনার আগ্রহ থাকলো।

১৮ ই এপ্রিল, ২০০৮ রাত ১২:১৩

সাতিয়া মুনতাহা নিশা বলেছেন: সব ঠিকাসে................তয় ভুলেও আমার কন্ঠে কুনোদিন শুনার আশা কইরেন না,পলাইয়ে কূল পাইবেন না

৩| ১৮ ই এপ্রিল, ২০০৮ রাত ১২:১৩

রুবেল শাহ বলেছেন: ক্যাপেটন ক্যাকটাস আমারে মেইল করেন তো-----------
[email protected]

১৮ ই এপ্রিল, ২০০৮ রাত ১২:১৪

সাতিয়া মুনতাহা নিশা বলেছেন: ভাইয়া কেমুন আছেন??

৪| ১৮ ই এপ্রিল, ২০০৮ রাত ১২:২২

ত্রিভুজ বলেছেন: লিরিকটার জন্য অনেক ধন্যবাদ...... গজলটা আমারো প্রিয়....

১৮ ই এপ্রিল, ২০০৮ রাত ১২:২৩

সাতিয়া মুনতাহা নিশা বলেছেন: কিছু কিছু সুর-কথা আসলেই অন্যরকম আবেগের সৃষ্টি করে!!

৫| ১৮ ই এপ্রিল, ২০০৮ রাত ১২:২৪

ত্রিভুজ বলেছেন: আপলোড দিয়েছি... একটু পরে লিংক দিতে পারবো...

১৮ ই এপ্রিল, ২০০৮ রাত ১২:২৫

সাতিয়া মুনতাহা নিশা বলেছেন: ওয়েট করতেছি। ধন্যবাদ!

৬| ১৮ ই এপ্রিল, ২০০৮ রাত ১২:৪৮

অ্যামাটার বলেছেন: হুমমমম......

৭| ১৮ ই এপ্রিল, ২০০৮ রাত ১:৩৯

ত্রিভুজ বলেছেন:
কোন এক আজব কারনে আমার ফাইলটাও ইস্নিপ্সে আপলোড করা গেল না.. তিন/চারবার ট্রাই করলাম। অন্যযায়গায় আপলোড করলাম...
http://24.131.170.2/mp3/6. Honton Se Chhoolo Tum.mp3

১৮ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১২:০২

সাতিয়া মুনতাহা নিশা বলেছেন: হুমমমমমমমমমম,তাতেই চলবে।

৮| ১৮ ই এপ্রিল, ২০০৮ রাত ১:৫৫

চিকনমিয়া বলেছেন: ওরেরে এইডা কঠ্ঠিন ভালা লাগে
দিচি
পেলাচ:)

১৮ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১২:০২

সাতিয়া মুনতাহা নিশা বলেছেন:

৯| ১৮ ই এপ্রিল, ২০০৮ ভোর ৪:৩৭

রাতমজুর বলেছেন:
নিশার ঘটকালী ব্যাবসা কেমুন চলতেছে? খালী বড়'দা (বিলাই'দা)'র ব্যাবস্থা করলে চলবো কেমনে? আমাগোও কিছু একটা করো আপুমনি, আল্লার কিরা, ঘটকের দালালী মারুমনা। (তয় দয়া কইরা সেইদিনের কটকটি মাইয়াডার মতো কাউরে খুইজো না, আইসকিরিম টাইপ লক্ষী কেউরে দরকার।)

১৮ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১২:০৪

সাতিয়া মুনতাহা নিশা বলেছেন: কটকটিরেই খুঁজুম খাড়ান!!!!

ক্যান?নাইম ভাইয়ের ব্যবুস্তাও তো করতাচি
আপনে তো একাই......................আনলিমিটেড

১০| ১৮ ই এপ্রিল, ২০০৮ ভোর ৫:৩৩

নাজিরুল হক বলেছেন: এই গজলটাও ভাল।

আমার কাছে সব চেয়ে ভাল লাগে এই গজলটি

হুস ওয়ালো কো খবর কিয়া হে
বেখুদি কিয়া চিস হে.............

১৮ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১২:০৫

সাতিয়া মুনতাহা নিশা বলেছেন: হুমমমমমমমমম

আসলে গজলের আবহ আবেগই অন্যরকম!

১১| ১৮ ই এপ্রিল, ২০০৮ সকাল ১০:০১

মুকুট বলেছেন: দেশি বু! দেরিতে হলেও টাটকা নবর্ষের শুভেচ্ছা!

১৮ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১২:০৬

সাতিয়া মুনতাহা নিশা বলেছেন: ক্যা বারে,আছেন ক্যাঙ্কা??
আপনেকও শুভেচ্চা জানাচ্চি।

১২| ১৮ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৭:৫৬

নিলা বলেছেন: আসলেই অন্যরকম সুন্দর গজলটা। শুনতে শুনতে কোথায় যেনো হারিয়ে গেছি আমি।
ধন্যবাদ আপু লিরিকসটার জন্য।

@ত্রিভুজ, লিংকটার জন্য ধন্যবাদ আপনাকে

১৮ ই এপ্রিল, ২০০৮ রাত ৮:০৩

সাতিয়া মুনতাহা নিশা বলেছেন: ধন্যবাদ!!

১৩| ১৮ ই এপ্রিল, ২০০৮ রাত ৯:৩৬

রাতমজুর বলেছেন:
আপনে তো একাই......................আনলিমিটেড

মানে কি?

২৮ শে মে, ২০০৮ রাত ৯:৫২

সাতিয়া মুনতাহা নিশা বলেছেন:

১৪| ২৩ শে জুন, ২০০৮ বিকাল ৩:০১

অরথি স্বর্ণালী বলেছেন: আপনার গ্রামের বাড়ি কোথায়? বগুড়ায় নাকি?

২৩ শে জুন, ২০০৮ রাত ৯:৪২

সাতিয়া মুনতাহা নিশা বলেছেন: জ্বি,কেন বলুন তো??

১৫| ২৩ শে জুন, ২০০৮ রাত ৯:৪৪

রাশেদ বলেছেন: ভালো গান।

২৩ শে জুন, ২০০৮ রাত ১১:০৪

সাতিয়া মুনতাহা নিশা বলেছেন:

১৬| ২৩ শে জুন, ২০০৮ রাত ১১:০৫

চিকনমিয়া বলেছেন: সোন্দর গান:)

২৪ শে জুন, ২০০৮ রাত ৯:২৪

সাতিয়া মুনতাহা নিশা বলেছেন:

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.