![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাতের আগন্তুক...রাতখেকো রাতখোর কিংবা রাতের মিহি মৌনতা পিয়াসী এক দাঁড়কাক...
মুখ আর মুখোশের মধ্যে একটা সুনিবিড় কিন্তু স্ববিরোধী দ্বন্দ আছে। সময়ে একটা আরেকটার সম্পূরক সময়ে একটা আরেকটার জন্য ব্যথাদায়কও!
ছোট্ট একটা সিম্পটমঃ আবেগ, অনুভূতি, ভালো-খারাপের মিশেল কিংবা শ্রদ্ধা- সৌহার্দ এবং সমীহঘেরা কল্পজগতের চমৎকার সত্ত্বাটা যখন স্বরূপে চর্ম চোখের সামনে মর্তের মানুষ হয়ে হাজির হবে, তখন মনের চোখ আর ওই চর্ম চোখের ছবি দুটোর মধ্যে দ্বন্দ বেঁধে যাবে একরকম-
"হায় কি ভেবেছিলাম আর কি দেখলাম!"
কিংবা,
"আহা, উহাই কি সামনে হাজির! সে বুঝি এই!! এতো চমৎকার! এতো নান্দনিক! এতো অপরূপ!!"
মানুষ সুন্দর মুখ বা মুখশ্রী ভালোবাসে, কারণ সৃষ্টি এবং গঠনগত ভাবেই মানুষের মনন তথা ভেতরের সত্ত্বাটা সুন্দরের পূজারী। সৌন্দর্যবোধ আর সৌখিনতা-বোধহয় মানব জিনের দুটা অহংকারের নাম। মাটির দেহে সবচেয়ে অদ্ভুত রোমাঞ্চকর কিংবা মুগ্ধকর ব্যতিক্রমী যে মনোজ্ঞ অঙ্গাণুটা শোভা পায় কপালের ঠিক নিচটায় শক্ত করোটির ছায়ায়,- সে চর্ম চোখেই যে পুরো মানুষটার ছবি, মানুষটার মনের ছবি। কখনো স্পষ্ট, কখনো অস্পষ্ট, কখনো পানসে-ধোঁয়াটে কখনো প্রগাঢ়-প্রকট। একটা মানুষকে সম্পূর্ণ পড়া সম্ভব তার মনের পাঠোদ্ধার সম্ভব হলে, আর মনের পাঠোদ্ধার সম্ভব মনের প্রতিলিপি লেখার হাতিয়ার কিংবা মনের কলম ওই চর্ম চোখের ভাষাটুকু পড়া সম্ভব হলেই।
এইযে মানুষ তথা মন পড়বার কখনো স্বচ্ছ, কখনো ঘোলাটে কখনো ঈষদচ্ছ আয়নাটা; সেটা তার সমস্ত অনুভূতি আর দর্শন তত্ত্বগুলো এক করে লিখে রাখে কোথায়?? লিখে যে হলদে ধূসর মহা ডায়েরীটায়, নাম তার "ব্রেইন"-যার নির্দেশেই তোমার প্রতি আমার সমীহ, তোমার প্রতি আমার ভালোলাগা খারাপ লাগা কিংবা তোমাকে আমার মনে রাখা। মানুষকে তার আধপচা ক্ষয়িষ্ণু এই মাটির দেহে স্রষ্ঠার জুড়ে দেয়া ওই মহা ক্ষমতাধর আর ভয়ংকর সুন্দর অতিকায় ডায়েরীটার সূক্ষ্ম পাতায় পাতায় যে কতো কতো স্মৃতি, কতো অনুভূতি মানুষ নিজেও তা জানেনাহ।। চর্ম চোখের জড়ো করা সব অনুভবের সম্মীলন আর সমন্বয়ের সময় সে ডায়েরীর পাতার সূক্ষ্মাতিসূক্ষ্ম নিউরনীয় মার্জিন গুলোই কথা বলে।
বলে,-
"আহা সুন্দর! কতো সুন্দর!! তুমি সুন্দর তাই, ওগো চেয়ে রই অপলক..."
মুখ আর মুখোশের পার্থক্য বের করে ওই ডায়েরী বেটাই! সুন্দর মুখের জন্য ভালোলাগা আর মুখোশে ঢাকা অধরা সুন্দর সত্ত্বাটার জন্য জিজ্ঞাসু সমীহের সীমারেখাটা মনের সামনে টেনে প্রেজেন্টেশন দেয় সে ই। আর মন তখন ইচ্ছেমতো তার ইচ্ছেখাতার ঝকঝকে সফেদ সাদা পাতায় তাদের জন্য আলাদা কলাম টানে...
‘মুখ’ ও ‘মুখোশ’... ‘সুন্দর’ ও বোধহয় 'সুন্দরতম’!!
২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৬
ইনসোমনিয়াক দাঁড়কাক বলেছেন: অনেক ধন্যবাদ ...
ভালো থাকবেন।
২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:০৮
টুম্পা মনি বলেছেন: চমৎকার লিখেছেন। আমরা অহরহই মুখোশ পড়ি তাই না? নিজের অনুভূতিগুলোকে আড়াল করতে!
২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:১৭
ইনসোমনিয়াক দাঁড়কাক বলেছেন: হুম...
এ যে এক বহুরূপী ধাঁধার সমাহার...!
বড় অদ্ভুত, বড্ডো শীতল, আর মায়াবী...
৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:১৮
ডি মুন বলেছেন:
‘মুখ’ ও ‘মুখোশ’... ‘সুন্দর’ ও বোধহয় 'সুন্দরতম’!!
বাহ, দারুণ তো
২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:১৭
ইনসোমনিয়াক দাঁড়কাক বলেছেন: ধন্যবাদ মুন...
৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: +++++
২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:১৮
ইনসোমনিয়াক দাঁড়কাক বলেছেন: ধন্যবাদ প্রিয় কাল্পনিক ভাই...
৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:২১
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: লেখায় অনেকগুলো +++++++++++
২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:১৮
ইনসোমনিয়াক দাঁড়কাক বলেছেন: অনেকগুলো ধন্যবাদ লায়লা...
৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৩৭
কলমের কালি শেষ বলেছেন: ভাল লেখা । পড়ে ভাল লাগলো ।
২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:১৯
ইনসোমনিয়াক দাঁড়কাক বলেছেন: ধন্যবাদ...
৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:১৪
মামুন রশিদ বলেছেন: মুখোশ যত সুন্দর হোক, পেছনের মুখটাকেই খুঁজে যাই..
২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:২১
ইনসোমনিয়াক দাঁড়কাক বলেছেন: সত্যিই তাই...
অনেক দিন পর আপনাকে ব্লগে দেখে ভালোলাগলো প্রিয় গল্পকার...
ভালো আছেন নিশ্চয়ই...
৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:০৮
মাহমুদ০০৭ বলেছেন: অনেক ভাল লাগলো লেখাটা ।
২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:২১
ইনসোমনিয়াক দাঁড়কাক বলেছেন: ধন্যবাদ অনেক অনেক প্রিয় মাহমুদ...
৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৩
ফা হিম বলেছেন: আর্টসেলের গান মনে পরতেছে,
"মুখোশে আমায় যেমন দেখ
পরিছন্ন তোমার মত
মুখোশে আমার শরীর ঢাকা
তোমার চোখেও মুখোশ আকা
মুখোশে যাকে তুমি চেনো
চেনোনা যাকে মুখোশ বিহীন
আমরা দুজন সত্য পুরুষ
নিজের ভেতর দুজনেই পরাধীন "
২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:২৪
ইনসোমনিয়াক দাঁড়কাক বলেছেন: প্রিয় গান... খুব পছন্দের একটা গান...
খুব জ্যান্ত আর বাস্তব কতোগুলো কথা আছে গানটায়...
১০| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৪২
সুমন কর বলেছেন: সুন্দর গুছিয়ে লিখেছেন। ++++
২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:২৪
ইনসোমনিয়াক দাঁড়কাক বলেছেন: অনেক ধন্যবাদ সুমন ভাই...
১১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৯
বাংলার পাই বলেছেন: মানুষ সুন্দর মুখ বা মুখশ্রী ভালোবাসে, কারণ সৃষ্টি এবং গঠনগত ভাবেই মানুষের মনন তথা ভেতরের সত্ত্বাটা সুন্দরের পূজারী। সৌন্দর্যবোধ আর সৌখিনতা-বোধহয় মানব জিনের দুটা অহংকারের নাম। মাটির দেহে সবচেয়ে অদ্ভুত রোমাঞ্চকর কিংবা মুগ্ধকর ব্যতিক্রমী যে মনোজ্ঞ অঙ্গাণুটা শোভা পায় কপালের ঠিক নিচটায় শক্ত করোটির ছায়ায়,- সে চর্ম চোখেই যে পুরো মানুষটার ছবি, মানুষটার মনের ছবি। কখনো স্পষ্ট, কখনো অস্পষ্ট, কখনো পানসে-ধোঁয়াটে কখনো প্রগাঢ়-প্রকট। একটা মানুষকে সম্পূর্ণ পড়া সম্ভব তার মনের পাঠোদ্ধার সম্ভব হলে, আর মনের পাঠোদ্ধার সম্ভব মনের প্রতিলিপি লেখার হাতিয়ার কিংবা মনের কলম ওই চর্ম চোখের ভাষাটুকু পড়া সম্ভব হলেই।-------------সহমত। তবে মনের পাঠোদ্ধার করা কি সম্ভব?
++++++++
২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:২৬
ইনসোমনিয়াক দাঁড়কাক বলেছেন: সবটুকু অবশ্যই নয়...!
কিছুটা কিংবা ক্ষেত্র বিশেষে অনেকটাই যে সম্ভব...।
১২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৪
লিরিকস বলেছেন: +
২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:০৬
ইনসোমনিয়াক দাঁড়কাক বলেছেন:
১৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: ...............মানুষকে তার আধপচা ক্ষয়িষ্ণু এই মাটির দেহে
স্রষ্ঠার জুড়ে দেয়া ওই মহা ক্ষমতাধর আর ভয়ংকর সুন্দর
অতিকায় ডায়েরীটার সূক্ষ্ম পাতায় পাতায় যে কতো কতো স্মৃতি,
কতো অনুভূতি মানুষ নিজেও তা জানেনাহ।।
চর্ম চোখের জড়ো করা সব অনুভবের সম্মীলন
আর সমন্বয়ের সময় সে ডায়েরীর পাতার
সূক্ষ্মাতিসূক্ষ্ম নিউরনীয় মার্জিন গুলোই কথা বলে।
বলে,-
"আহা সুন্দর! কতো সুন্দর!! তুমি সুন্দর তাই, ওগো চেয়ে রই অপলক..."
++++++++++++++++++++++++++++++
০১ লা অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৪৩
ইনসোমনিয়াক দাঁড়কাক বলেছেন: ধন্যবাদ...
১৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৪০
লিরিকস বলেছেন: ৫ নং লাইকটা আমার
০১ লা অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৪৪
ইনসোমনিয়াক দাঁড়কাক বলেছেন: থ্যাংক ইউ লিরিকস থেংক্স অনেক অনেক...
©somewhere in net ltd.
১|
২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৩
পার্সিয়াস রিবর্ণ বলেছেন: ...."‘মুখ’ ও ‘মুখোশ’... ‘সুন্দর’ ও বোধহয় 'সুন্দরতম’!!"
ভালো বলেছেন । লেখাটা বেশ ভালো হয়েছে ।
শুভকামনা রইলো ।