![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গতকাল ভোর বেলায় ঘুম ভেংগে গেল অদ্ভুত কষ্টকর এক স্বপ্ন দেখে।
দেখলাম নীল শার্ট গায়ে, চোখে সানগ্লাস পরে সমুদ্র আমার বাসার সামনে দিয়ে যাচ্ছে রিকশা করে আমি ছাদ থেকে ওর নাম ধরে চিৎকার করছি এক পর্যায়ে রিকশা থামল আমার দিকে তাকাল তারপর আমার চোখ খুলে গেলো, ঘুম ভাঙল জানি ওর নাম্বার বন্ধ তাও কিছু না বুঝেই ডায়াল করলাম, যথারীতি বন্ধ।
টপ টপ করে চোখের পানি পরতে লাগলো। কখনো ভাবিনি এত কষ্ট আমার জন্য অপেক্ষা করছে।
সমুদ্র আমাকে ছেড়ে চলে গিয়েছে প্রায় সাত মাস হল তাও ভুলতে পারছি না তাকে কিছুতেই, হয়তো আমি বেশি আবেগি। ভালো লাগেনা কিছু ,কেন যে রাত হয় আর কেন যে রাত হলেই কষ্ট বাড়ে...।
২| ২৬ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৩৪
অদ্ভুত_আমি বলেছেন: “আর ছেলেটি আমি ফিরিয়ে নিয়ে এসেছিলাম।”
আগের পোস্টে এটা পড়ে মন ভালো হয়েগেছিল, কিন্তু ছেলেটি কি সত্যিই ফিরে আসেনি
৩| ২৬ শে মার্চ, ২০১৪ সকাল ১১:১৫
রোহান খান বলেছেন: আহার....ডিলটা ইউরো কোলার মত ঠান্ডা ইইয়া গেলো। এমন ভালোবাসা যদি আমি পাইতাম।নিজের নামটা 'সমুদ্র' হিসেবে এফিডেফিড করতে মুন্চায়..।
৪| ১৬ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৪০
মামুন ইসলাম বলেছেন: আপনি বড় অভাগী আপনার লেখা পড়ে মনে চোট লেগেছে ।
আপনি যদি বলেন তাহলে আরেকজন সমুদ্র প্রষ্তুত আছে দেখুন
রোহান খান বলেছেন আহার....ডিলটা ইউরো কোলার মত ঠান্ডা ইইয়া গেলো। এমন ভালোবাসা যদি আমি পাইতাম।নিজের নামটা 'সমুদ্র' হিসেবে এফিডেফিড করতে মুন্চায়..।
৫| ৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১:৩৪
নুর ইসলাম রফিক বলেছেন: amio porajito premik.http://www.somewhereinblog.net/blog/rariq08
৬| ২৮ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:৪২
ওমার হক বলেছেন: চলুন কলমে বন্ধু পাতাই...
©somewhere in net ltd.
১|
২৬ শে মার্চ, ২০১৪ সকাল ৮:১১
সাদা মনের মানুষ বলেছেন: সময়ই কষ্টের উপর প্রলেপ দিয়ে দেয়, এক সময় মনে হবে সমুদ্রকে নিয়ে ভাবনাটাও হাস্যকর বা বোকামী।