![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক অতি সাধারণ একটা ছেলে যে স্বপ্ন দেখে অসাধারণ কিছু করার। কবিতা লিখি মনের খোরাকের জন্য , কবি হওয়ার জন্য না,তাই ছাপাবার সাহস পাই না ।সময় পেলে প্রচুর বই পড়ি।পড়তেই বেশী পছন্দ করি।নিজের ওয়েবসাইট https://www.nishnama.com/ তে এখন নিয়মিত লেখালেখি করছি। বন্ধু হতে এবং বানাতে পছন্দ করি। © নিশাত শাহরিয়ার এই ব্লগের সব লেখার (সংগ্রহীত ক্যাটাগরি ছাড়া ) সর্বসত্ত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যাতিত কোন লেখার সম্পুর্ণ অথবা অংশ বিশেষ পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন অথবা সম্পাদনা করে কোথাও প্রকাশ করা যাবে না। তবে সোশ্যাল মিডিয়াতে লিংক শেয়ার করা যাবে ।
শালার বাঙাল !
কয় দিন আগেও মালালা মালালা করে পাদা গোষ্ঠীরা বেশ লাফাইল, আর এখন দামিনী দামিনী করে এক শ্রেনীর ভাদা গোষ্ঠী লাফাইতেছে। ওরে শুয়োরের দল, বেজন্মার দল নিজের দেশে যে তোদের বোনদের ইজ্জত লুটে রাস্তায় ফেলে রেখে যায় সেটা কি তোদের চোখে পড়ে না??? এই তো বেশী দিন না কয়েকদিন আগে নিজ কর্মস্থলে একজন চিকিৎসককে ধর্ষণ করে হত্যা করা হয়,কেউ টু শব্দ করে নি! না খবরের পাতায়!! সাংবাদিকদের প্রতিক্রিয়াটাও ছিল দেখার মত!!
এরপর এক আদিবাসী তরুণী, সেটাও হয়তো কেউ জানেও না!!
এই মেয়েটিকে তো ধর্ষণ করে তো পৃথিবী থেকে বিদায়ই দেওয়া হয়েছে! মেয়েটি ৮ম শ্রেনীর ছাত্রী ছিল।
আর এখন এক ১৫ বছরের কিশোরী গণধর্ষণের শিকার হয়ে এখন মানসিক ভারসাম্যহীন। মেয়েটিকে ৫ জন মিলে টানা চারদিন গণ ধর্ষণ আর নির্যাতন করে রেল লাইনের পাশে ফেলে দিয়ে যায় কুলাঙ্গাররা। সেটাও আমাদের মিডিয়ার চোখে পড়ে নাই এতদিন ( এখন কিছু লেখালেখি হচ্ছে)।
সব চেয়ে অবাক হলাম এটা জেনে যে মেয়েটির বান্ধবীই বিয়ে বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে কুলাঙ্গার গুলার হাতে তুলে দিয়েছে!!! বিশ্বাস করতে কষ্ট হয় একজন মেয়ে হয়ে আরেকটা মেয়ের এমন সর্বনাশ সে কিভাবে করতে পারলো??
সেই মেয়েটি এখন মানসিক ভারসাম্যহীন। পুরুষ দেখলেই সে ভয়ে চিৎকার করে উঠে!
একজন পুরুষ হিসেবে আমার লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে, যেখানে আমি আমার বোনদের নিরাপত্তা দিতে পারব না!!
হায়! আমি অবাক হয়ে দেখি আমাদের তথাকথিত স্টার, সুশীল ব্লগার আর বুদ্ধিজীবীদের!!! (১ তারিখের প্রথম আলো খুললেই দেখবেন ৩ টা লেখা ছাপা হয়েছে দামিনীকে নিয়ে!!) আর নিজের দেশের মেয়েদের খবর নাই!!!
এদের মুখে আপনি হয়তো থু থু দিতে চাইবেন, কিন্তু আমি চাই না এদের মুখে থু থু মেরে আমার থু থু ওয়েস্ট করতে। শুধু বলব চিনে রাখুন এদের।
আর আপনাদের কাছে একটাই জিজ্ঞাসা, কতকাল পরে আপনার আমার সবার বিবেক জাগ্রত হবে? নাকি নিজের বোন হারানোর পর???
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৩:১১
নিশাত শাহরিয়ার বলেছেন: ধর্ষকদের কঠিন বিচার হোক
দৃষ্টান্ত মূলক বিচার হোক!!!
২| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৩:২৭
নিষ্কর্মা বলেছেন:
আমাদের বুদ্ধিবাজরা তো হিন্দি চ্যানেল দেখে করণীয় ঠিক করে, তাই মনেহয় উনারা এখনো টাঙ্গাইলের সংবাদটা পান নাই।
০৩ রা জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৩৬
নিশাত শাহরিয়ার বলেছেন: মনে হয়! তাদের ধইরা একটা আছাড় দিতে হইব । তখন মনে হয় ঘুম ভাঙ্গবে !!!
৩| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৩:৩৬
শূন্য পথিক বলেছেন: কঠিন বিচার হোক
০৩ রা জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৩৫
নিশাত শাহরিয়ার বলেছেন: সহমত !
এমন বিচার হোক আর কেউ যেন ধর্ষণের চিন্তা করতেও ভয় পায় !
৪| ০৩ রা জানুয়ারি, ২০১৩ ভোর ৬:১৯
আমি কবি নই বলেছেন: কিসিন্জার ঠিকই বলেছিল বাংলাদেশ একটি তলা বিহীন ঝুড়ি। আমাদের বিবেক কবেই শেষ হয়ে গিয়েছে
৫| ০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০২
নিশাত শাহরিয়ার বলেছেন: আমাদের বিবেক একটি তলা বিহীন ঝুড়ি হয়ে গেছে রে ভাই।
৬| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪
ক্লান্ত কালবৈশাখি বলেছেন: মেয়েটি এখন মানসিক ভারসাম্যহীন। পুরুষ দেখলেই সে ভয়ে চিৎকার করে উঠে!
বলতে লজ্জা হচ্ছে, আমি একজন পুরুষ; বলতে লজ্জা হয়, বোনটি আমার, ভয় পাসনে আমি তোর ভাই। তোর কোন ভয় নেই। মনে হয় না আমার বোন আর আমাকে কোনদিন বিশ্বাস করবে। আমরাই আমাদের ওপর থেকে তার বিশ্বাসকে গুড়িয়ে দিয়েছি...
এবার ধর্ষকদের বিচার করে না হয় অন্তত আত্মশুদ্ধির একটা চেষ্টা করি...
০৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭
নিশাত শাহরিয়ার বলেছেন: এবার ধর্ষকদের বিচার করে না হয় অন্তত আত্মশুদ্ধির একটা চেষ্টা করি... সহমত
৭| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৮:২১
জাকারিয়া মুবিন বলেছেন: এদের একমাত্র শাস্তি মৃত্যুদন্ড হওয়া উচিত।
০৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮
নিশাত শাহরিয়ার বলেছেন: এবং যন্ত্রনাদায়ক মৃত্যুদণ্ড দেওয়া হোক!
৮| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: দামিনিকে নিয়ে আমি ভাবিনা, মালামা নিয়েও একটাও পোস্ট দেইনি!! আমি চেষ্টা করছি সাথে থাকার, যাতে আমাদের দেশে এমন ঘটনা না ঘটে!!! আমরা সবাই সেই চেষ্টাই করছি!!
ভাল কথা লিখ্বেন ভালোভাবেই লিখেন, ট্যাগ না দিলেই কি নয়?
আপনারা ট্যাগিং করতে ভালবাসেন, আমাকে একটা ট্যাগ দেন তাইলে? নিয়া ধুয়া পানি খাই!!
০৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯
নিশাত শাহরিয়ার বলেছেন: যাদের লেখালেখির উদ্দেশ্যই থাকে কারও পা চাটা গিরি করা তাদেরকে ট্যাগিং করায় এই খানে কি দোষ হল ব্রাদার একটু বলবেন কি??
©somewhere in net ltd.
১|
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৩:০৪
আন্ডারটেকার বলেছেন: আসলে বাংলাদেশ হোক আর বিদেশ- যারা ধর্ষিতা হয়েছে তার সবাই মানুষ এবং তারা অত্যাচারিত হয়েছে, তাদের সবারই আশা আকাংখা ছিল, সুন্দরভাবে বেঁচে থাকার ইচ্ছা ছিল।
তাই এই প্রত্যেকটি মেয়ের জন্য সমবেদনা এবং ঐ ধর্ষকদের কঠিন বিচার হোক- এটাই চাচ্ছি।