![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক অতি সাধারণ একটা ছেলে যে স্বপ্ন দেখে অসাধারণ কিছু করার। কবিতা লিখি মনের খোরাকের জন্য , কবি হওয়ার জন্য না,তাই ছাপাবার সাহস পাই না ।সময় পেলে প্রচুর বই পড়ি।পড়তেই বেশী পছন্দ করি।নিজের ওয়েবসাইট https://www.nishnama.com/ তে এখন নিয়মিত লেখালেখি করছি। বন্ধু হতে এবং বানাতে পছন্দ করি। © নিশাত শাহরিয়ার এই ব্লগের সব লেখার (সংগ্রহীত ক্যাটাগরি ছাড়া ) সর্বসত্ত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যাতিত কোন লেখার সম্পুর্ণ অথবা অংশ বিশেষ পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন অথবা সম্পাদনা করে কোথাও প্রকাশ করা যাবে না। তবে সোশ্যাল মিডিয়াতে লিংক শেয়ার করা যাবে ।
আমি পরিষ্কার মেঝেতে তাকে দেখতে পেলাম
একদম শেষ মুহূর্তে!
পা টা আমার ইঞ্চিদেরেক উপরে থেমে গেল।
ঠিক তখনি আমার দুনিয়ার সবচেয়ে নিষ্ঠুর মানব হয়ে উঠতে ইচ্ছে হল।
ভাবলাম পা দিয়ে মাড়িয়ে তাকে ভর্তা করে দেই,
এক দম আলু ভর্তার মত।
কি এক পিশাচ যেন জেগে উঠেছিল আমার মাঝে।
ভাবলাম এভাবে না; আরেকটু নিষ্ঠুর হই!
পাশেই ছিল একঝাক পিঁপড়ে সেনা,
লোভনীয় খাবার দেখে ওরা সমরনীতি তৈরিতে ব্যস্ত!
ভেতরের নিষ্ঠুর আমিটা চাইলো পা দিয়ে তাকে ঠেলে দিতে ওদের মাঝে।
হঠাৎই বোধ এলো,
এই মহাবিশ্বের কতশত লীলাখেলা চলছে।
সেখানে এখানে আমি এক ক্ষুদ্র মানব,
এই ক্ষুদ্র শুয়োপোকার ভাগ্য নির্ধারণের আমি কে?!
মুচকি হেসে শুঁয়োপোকাটাকে নিয়তির হাতে ছেড়ে দিয়ে আমি ঘুমাতে গেলাম।।
শুয়োপোকা
০৩.০৬.২০১৪
৭.২০ পি. এম
©somewhere in net ltd.