| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিষ্কর্মা
সততি লিখলেই মাইনাছ আর বেশী সততি লিখলে মডু স্ট্যাটাস নাবায়া দেয়!
আমরা তো নওশিনকে চিনি।
উনার একটা নাটক দেখেছিলাম, নাম "টক শো"। আমার খুব ভাল লেগেছিল উনার অভিনয়।
গেল রোজার ঈদের সময় কোন একটা বেসরকারী টেলিভিসন চ্যানেলের অনুষ্ঠানের পরিচিতিতে উনার সাবলিল উপস্থাপনা দেখে আমি এতটাই মুগ্ধ হয়েছিলাম যে, আমি ওই চ্যানেল থেকে আর সরে আসতে পারি নাই।
এর সবগুলোই নওশিনের গুণ।
সেই প্রিয় নওশিন নাকি বিয়ে করেছেন বলে সংবাদ বেরিয়েছে। যদি তা সত্যি হয়েই থাকে, তা হলে উনাকে উনার নতুন জীবনের সার্বিক সাফল্য কামনা করছি। অতীতের পুনরাবৃত্তি না হোক এই প্রার্থনাও করছি।
কিন্তু আপনারা কেউ কি কিছু জানেন?
সত্যি-মিথ্যা জানি না, তবে একটা সংবাদ পড়ে দেখতে পারেন Click This Link
২১ শে জানুয়ারি, ২০১১ রাত ১২:০৩
নিষ্কর্মা বলেছেন:
উনি একজন সেলিব্রেটেট ডিভোর্সি মহিলা, সে জন্যই এত আলোচনা।
২|
২০ শে জানুয়ারি, ২০১১ রাত ১০:১৭
এস বাসার বলেছেন: শায়মা বলেছেন: হায় হায় আমি তো লাস্ট ফেব্রুয়ারীতে তাকে ছেলেসহ দেখলাম আমার স্কুলে ভর্তি পরীক্ষা দিতে আসছিলো।
৩|
২০ শে জানুয়ারি, ২০১১ রাত ১০:২১
শায়মা বলেছেন: সূত্র জানায়, নওশীনের নতুন সংসারে তার আগের পক্ষের পুত্র সন্তান ইহানও থাকছে। পুত্র হিসেবেই মেনে নিয়েছে ওয়াহিদ আনাম। এদিকে আরও জানা যায়, বিয়ের বিষয়টি নওশীন গণমাধ্যমে প্রকাশ না করলেও, মিডিয়ায় বিভিন্ন মানুষের সঙ্গে স্বামী হিসেবে পরিচয় করিয়ে দিচ্ছেন ওয়াহিদ আনামকে। অন্যদিকে গতকাল এ বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য নওশীনের মোবাইল ফোনে ফোন দেওয়া হলে ওয়াহিদ আনাম ফোন রিসিভ করে জানান, নওশীন বাইরে আছে। বাসায় ফোনটা ভুলে রেখে গেছে। আমি নওশীনের স্বামী বলছি। এদিকে নওশীন ও ওয়াহিদ আনামের ফেসবুক অ্যাকাউন্টেও মিলেছে দুইজনের একান্ত ছবি ও বিয়ে সংক্রান্ত নানাবিধ স্ট্যাটাস।
এদিকে গতকাল নওশীন চ্যানেল আইয়ের একটি অনুষ্ঠানে একাধিক মানুষের সঙ্গে আলাপকালে জানান, তিনি এখন থেকে নিয়মিত নামাজ পড়ছেন। শতব্যস্ততার মাঝেও সাংসারিক হওয়ার চেষ্টা করছেন নতুন করে।
হা হা হা
বাংলাদেশ প্রতিদিন মজার পত্রিকা মনে হচ্ছে। ![]()
২১ শে জানুয়ারি, ২০১১ রাত ১২:০৪
নিষ্কর্মা বলেছেন:
সেই জন্যই জিগ্যেস করসিলাম
৪|
২০ শে জানুয়ারি, ২০১১ রাত ১০:৩০
অনিক আহসান বলেছেন: আফসুস...নওশিনরে আমি ভালো পাই..।
২১ শে জানুয়ারি, ২০১১ রাত ১২:০৫
নিষ্কর্মা বলেছেন:
আসেন তো দেখি আমাদের ভেতর থেকে ফর্মাল বিয়েতে দাওয়াত পাই!
৫|
২০ শে জানুয়ারি, ২০১১ রাত ১১:২৪
আইজউদদীন বলেছেন: আফসুস...নওশিনরে আমি ভালা পাই..। :#>
©somewhere in net ltd.
১|
২০ শে জানুয়ারি, ২০১১ রাত ১০:০৯
শায়মা বলেছেন: হায় হায় আমি তো লাস্ট ফেব্রুয়ারীতে তাকে ছেলেসহ দেখলাম আমার স্কুলে ভর্তি পরীক্ষা দিতে আসছিলো।