নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাঙালী, বাংলাদেশি

থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি।

নিষ্‌কর্মা

সততি লিখলেই মাইনাছ আর বেশী সততি লিখলে মডু স্ট্যাটাস নাবায়া দেয়!

নিষ্‌কর্মা › বিস্তারিত পোস্টঃ

কেহ দেখিবে না মোর অশ্রু-বারিচয়

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫

আমাদের ইতিহাসের পাতায় একটা কথা প্রায়ই শোনা যায়ঃ "I am not unhappy."



বেশ কিছু ক্রান্তিলগ্নে এই কথা আমরা শুনেছি। আজকেও আমাদের তেমন একটা ক্রান্তিলগ্ন। একাত্তরের এক কসাই-এর সবোর্চ্চ সাজা না হয়ে লঘু সাজা হয়েছে। মাত্র কয়েক হাজার শিবিরের হুমকিতে টলে দিয়ে সরকার লঘু সাজাকেই বেছে নিয়েছে। আজকেও কি উনি এই একই কথা বলবেন?



হয়তো সরকার ভেবেছে এর মাধ্যমে জামাতকে নিয়ে খেলার ভালো সুযোগ হবে। নির্বাচন নিয়ে ছক কষা যাবে। সেইটাই হয়ত রাজনীতি। কিন্তু আমরা যারা সাধারন মানুষ, আমরা যারা কায়মনোবাক্যে একাত্তরের আত্মস্বীকৃত স্বাধীনতাবিরোধীদের এবং মানবতা-বিরোধী অপকর্মের হোতাদের [ সোজা কথায় যুদ্ধাপরাধীদের ] ফাঁসি চেয়েছিলাম, সেই আমরা কিন্তু আজ বেজায় ক্ষুব্ধ।



অনেক শহীদ পরিবারের মনে আশার সঞ্চার হয়েছিল যে দেরী হলেও এই নর-পিশাচগুলোর সাজা হবে। কিন্তু সেই আশায় গুড়ে বালিই শুধু হয় নাই, আসলে সেই আশাটাই ভেঙ্গে গেছে।



আমাদের চোখ বেয়ে অশ্রু ঝরছে। কেউ তা দেখবে না। কেউ জিজ্ঞেশ করবে না। শহীদদের জানা-অজানা কবরের পাশ দিয়ে হেঁটে যাবার সময় শুধু বুকের ভেতরে ক্ষরণ হবে। বার বার মনে হবে আমাদের সালাম উনারা আর নিচ্ছেন না। উনাদের রক্তের ঋণ আমরা শোধ করতে পারলাম না।



না হয় বয়ে যেত আরেকটি রক্তগঙ্গা, না হয় বলি যেত আরো কিছু মহৎ প্রাণ, না হয় হারিয়ে যেত আমার প্রিয়জন, কিন্তু তারপরেও তো জাতি হিসাবে দেনা-পাওনা মেটানোর অধ্যায়টা তো চুকে যেত আমাদের।



দুর্ভাগ্য আমাদের, আমরা সেই সুযোগ থেকে বঞ্চিত হলাম। বঞ্চিত হলাম শহীদদের ঋণ পরিশোধ করার সুযোগ থেকে।



মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮

ইখতামিন বলেছেন: আমাদের চোখ বেয়ে অশ্রু ঝরছে। কেউ তা দেখবে না। কেউ জিজ্ঞেশ করবে না। শহীদদের জানা-অজানা কবরের পাশ দিয়ে হেঁটে যাবার সময় শুধু বুকের ভেতরে ক্ষরণ হবে। বার বার মনে হবে আমাদের সালাম উনারা আর নিচ্ছেন না। উনাদের বক্তের ঋণ আমরা শোধ করতে পারলাম না। :(


সহমত

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০০

নিষ্‌কর্মা বলেছেন: ধন্যবাদ আপনাকে।

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫০

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: দুর্ভাগ্য আমাদের :(

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৪

নিষ্‌কর্মা বলেছেন: আমরা যে দুর্ভাগা জাতি, আজকে তা আরেকবার দেখিয়ে দিলাম আমরা। এর পর থেকে বিশ্বজিতের খুনিরা বলবে "আমি তো একটা মাত্র খুন করেছি। হাজার-হাজার লাখ-লাখ মানুষ খুন করলে যদি যাবজ্জীবন সাজা হয়, তাহলে আমাদের আটজনের ভেতরে একটা খুনের দায় ভাগ করে দিলে আমাদের ১০০ বছর পর্যন্ত কেউ "টাচ" করতে পারবে না।

আর পরিমলরা তো কিছু দিনের পরেই জেল থেকে বেরিয়ে আসবে। তার থলিতে তো মাত্র একটা রেপ কেস!

এমন ঘটলে আপনি কি করবেন? আমরা কি করব?

৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩

মামুন রশিদ বলেছেন: কসাই কাদের সহ সবগুলো স্বাধীনতা বিরোধী রাজাকারের ফাঁসি চাই ।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৬

নিষ্‌কর্মা বলেছেন: না হয় বয়ে যেত আরেকটি রক্তগঙ্গা
না হয় বলি যেত আরো কিছু মহৎ প্রাণ
না হয় হারিয়ে যেত আমার প্রিয়জন
না হ্য় ঘটে যেত আরেকটা একাত্তর ...

বললাম আজকে ... দেখবেন পরে ... এইটা কোন বিচার নয়, নির্বাচনের প্রস্তুতি মাত্র।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.