![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সততি লিখলেই মাইনাছ আর বেশী সততি লিখলে মডু স্ট্যাটাস নাবায়া দেয়!
আগ্রহীদের জন্য মূল লিংক দেওয়া হলঃ Click This Link
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানকে ২০১৫ সালের জন্য ‘সেন্ট্রাল ব্যাংক গভর্নর ফর এশিয়া’ হিসেবে স্বীকৃতি দেয় ইমার্জিং মার্কেটস নামের লন্ডনভিত্তিক একটি সাময়িকী। গতকাল বৃহস্পতিবার বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে সংবর্ধিত করলেন কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
অনুষ্ঠানে উচ্চারিত তৈল বাক্যসমূহ এইরূপ ছিলঃ
১। ‘স্বতন্ত্র বেতনের আর দরকার নেই। গভর্নর স্যার যে সম্মান বয়ে এনেছেন তাতেই আমরা খুশি। স্বতন্ত্র বেতনকাঠামো লাগবে না আর আমাদের।’
২।‘এ মুহূর্তে গভর্নরই শ্রেষ্ঠ বাঙালি।’
৩। কেউ কেউ কবিতা থেকে উদ্ধৃত করে বলেন, ‘এ মণিহার শুধু তোমায় সাজে।’
৪। আর কেউ রবীন্দ্রনাথের শেষের কবিতা থেকে উদ্ধৃত করে বলেন, ‘তোমারে যা দিয়েছিনু সে তোমারি দান, গ্রহণ করেছ যত ঋণী তত করেছ আমায়।’
সহকর্মীদের বক্তব্যের পর বক্তব্য দিতে গিয়ে গভর্নর বলেন, ‘আপনাদের এমন ভালোবাসায় আমি বিব্রত।’ তিনি আরও বলেন, "ব্যক্তিগত কোনো অর্জনের জন্য এ পুরস্কার দেওয়া হয়নি। এ স্বীকৃতি বাংলাদেশ ব্যাংকের সবার সম্মিলিত কাজের জন্য।"
এশিয়া মহাদেশের সব কেন্দ্রীয় ব্যাংকের গর্ভনর নিয়ম-নীতি মেনে টাকা পয়সার বিলি বন্টন করে থাকেন। কিন্তু আমাদের দেশে নিয়ম-নীতি শুধু খাতার পাতা ভরানোর জন্যই হয়ে থাকে বিধায় আমাদের গভর্নর সরকারের সাথে মিলেমিশে সরকারের ব্যাংকগুলো খালি করে ফেলেছেন। এই কীর্তি অবশ্যই পদক পাবার যোগ্য একটি কাজ। তাই উনাকে এই পদক দেওয়ায় একজন সাধারণ বাঙলাদেশী হিসাবে আমি অত্যন্ত সুখী। সেইসাথে, সংবর্ধনায় উচ্চারিত তৈল-উচ্চারণের সংলাপগুলো ইতিহাসের পাতায় সংরক্ষিত থাকা উচিৎ। হরপ্রসাদ শাস্ত্রী জীবিত থাকলে উনার "তৈল" শীর্ষক প্রবন্ধের এইরূপ প্রয়োগ দেখে যারপরনাই খুশী হতেন।
১৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:১৭
নিষ্কর্মা বলেছেন: কিতা যে কৈন বস!
২| ১৬ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:১৪
মনছুরুল বলেছেন: কেউ হয় চেম্পিয়ান কেউ হয় শে্রষ্ঠ গভর্নর।কিন্তু আমরা একমুটো ভাতের নিশ্চয়তা চাই।আমাদের বাচাঁন।
১৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:১৮
নিষ্কর্মা বলেছেন: সহমত
৩| ১৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৩৪
কলাবাগান১ বলেছেন: আপনাদের কেন জ্বলে তা বলে দিতে হবে না
১৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:১৯
নিষ্কর্মা বলেছেন: জ্বলে এই কারণে যে গভর্নর কর্তৃক ব্যাংক থেকে বিলিকৃত টাকার একটা ফুটা পয়সাও চক্ষে দেখলাম না।
©somewhere in net ltd.
১|
১৬ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৩২
মামুন রশিদ বলেছেন: বস, করছেন ডা কি! তেলবাজির পেছনে লাগলে পিছলাইয়া পরবেন কিন্তু। পারলে আরো কিছু ঘৃত ঢেলে দেন :/