![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সততি লিখলেই মাইনাছ আর বেশী সততি লিখলে মডু স্ট্যাটাস নাবায়া দেয়!
চীন ব্রহ্মপুত্র নদে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়িত করায় ভারত দুশ্চিন্তাগ্রস্থ। সেটা মোকাবেলায় তারা ঢাকা ও থিম্পুর সঙ্গে একযোগে কিছু করা যায় কি না, তা তখন ভেবে দেখছে। মূল সংবাদ Click This Link
চীন ব্রহ্মপুত্র নদে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়িত করায় ভারত যে বেশ সুশ্চিন্তাগ্রস্থ, তা বোঝা গেল তাদের আগাম পরিকল্পনায়। অথচ তারা বাঙলাদেশের প্রাপ্য এবং ন্যায্য দাবী অনুযায়ী তিস্তা নদীতে জল দেয় না। এমন কি গঙ্গার নদীর জলও কায়দা করে আটকে রেখেছে। এখন বাঙলাদেশের সাথে চীনের ভালো সম্পর্কের আছে বলে এই সমস্যা সমাধানের জন্য যৌথভাবে কাজ করার কথা বলছে। ভারতের সাথে বাঙলাদেশ সহযোগীতা করবে কি না, তা নির্ধারিত হওয়া উচিৎ তিস্তায় বাঙলাদেশ জল পায় কি পায়-না, তার উপরে। তা না হলে কোন যৌথ কর্মকান্ডে আমরা কেন অংশগ্রহন করব? যদিও বাঙলাদেশ সরকারকে ভারত বুঝাবে তিস্তার জলে জন্য চীনের সাথে বাঙলাদেশকেই আলোচনায় অগ্রণী ভূমিকা নিতে হবে, তা হলে তিস্তায় কোন জলই আসবে না। আমাদের বোকা কিন্তু বেতন স্কেলে সুপারগ্রেড আর গ্রেড ১-২ পাওয়া আমলাগুলা সেই কাজ করতে দৌড়ুবে।
©somewhere in net ltd.