নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাঙালী, বাংলাদেশি

থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি।

নিষ্‌কর্মা

সততি লিখলেই মাইনাছ আর বেশী সততি লিখলে মডু স্ট্যাটাস নাবায়া দেয়!

নিষ্‌কর্মা › বিস্তারিত পোস্টঃ

ভারত এবং বাঙলাদেশের সাংবাদিকদের লেখা প্রসঙ্গে

২৪ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৪৩


মূল সংবাদঃ Click This Link

বাঙলাদেশে ইউনিয়ন পরিষদের মত একটা বড় নির্বাচনের বাদ্যি বাজছে। আর পশ্চিম বাংলায় এখনো অনেক বাকী ভোটের। তার ভেতরেই ওখানকার এক সাংবাদিক এক লেখা ফেঁদেছে, আর তা ছাপাবার দায়িত্ব নিয়েছে আমাদের তথাকথিত বড় বড় পত্রিকাগুলো!

বাঙলাদেশের বিভিন্ন পত্রিকা কর্তৃপক্ষের কাছে জানতে চাই, সঙ্গত কারণেই, যে ইউনিয়ন পরিষদ নির্বাচনের উপরে বাঙলাদেশের কোন সাংবাদিকের লেখা কোন রিপোর্ট কি কলকাতার কোন পত্রিকায় বড় করে ছাপা হয়েছে? আমাদের দেশে সাধারণত দাদাদের দেশের কেউ কিছু লিখলেই সেটা বড় করে প্রথম পাতায় বা উপ-সম্পাদকীয় পাতায় ছাপা হয়!

তেমন কোন লেখা যদি ছাপা না হয় পশ্চিম বাংলার কোন পত্রিকায়, তার মানে হচ্ছে তারা আমাদের এইসব ব্যাপারে আগ্রহ রাখে না। আমাদের সব "খারাপ" সংবাদ তাদের "বৈদেশিকী" নামক পাতায় ছোট্ট করে ছেপেই দায় সারে। মনে রাখতে হবে, কলকাতার বাঙ্গালীরা নিষ্পেষিত ভারতীয়, তারা তাই স্বাধীন বাঙলাদেশকে সহ্য করতে পারে না। তারা হীনমন্যতায় ভোগে বাঙলাদেশ এবং বাঙলাদেশীদের নিয়ে। এমন একটি প্রদেশের কাউকে যদি আমরা মাঠ ছেড়ে দেই, তা হলে তারা নিজেদের "কি হনুরে" বলে ভাবতে থাকবে। জানি না, তারা হয়ত তাই ভাবেও। সমানে সমান যদি হিসাব না করেন, তাহলে আখেরে আমাদেরই ক্ষতি, তাই না?

আবার উপরের লেখার লেখক অমর বাবুকেও বলচি, একেনে ছাপাবেন আর অকেনে ছাপতে দেবেন না, তা তো হয় না!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.