![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভ্যালেন্টাইন দিনে কপত কপতির ডানা ঝাপটানোর মত করে দু হাত ঝাঁপটা ঝাঁপটি করে রাস্তা-ঘাটে হাটে-মাঠে ভার্সিটি-কলেজের চত্তরে উড়ে বেড়াতে দেখা যায়| কিন্তু যাদের উড়া উড়ির সঙ্গী সাথী নাই অর্থাত্ মিস্টার কিউপিড এখনো তার প্রেম বান জায়গামত বিধতে পারে নাই এবং কপত-কপতি দের দেখে পাঁজরের খাঁজে রাখা কলিজা নামক বস্তুটিতে যদি চিন চিনে ব্যথা বোধ হয়, তবে তারা ভ্যালেন্টাইন
সকালে তরতাজা হেলদী টক ঝাল কয়েক টা লাল গোলাপ কিনে ফেলতে পারো | ওগুলা হাতে ভার্সিটি তে প্রবেশ কর| এ সময় কিছু পাবলিক ঈর্ষা কাতর চোখে তাকাতে ও পারে, বন্ধু ক্লাসমেট রা খুঁচা খুঁচি করতে পারে, তখন খালি মুখ টিপে রহস্যময় হাসি দিবা ব্যাস|
ভাসির্টি থেকে বেড়নোর আগে সবার সঙ্গ ত্যাগ করে ঝটপট ফুল গুলি ব্যাক প্যাকে ঢুকাও, এবার মৃদু স্বরে গানের কলি দিয়ে বাদাম
ভাঁজতে ভাঁজতে বাড়ি ফেরার পালা |
তবে পথে কাউকে বি মাই ভ্যালেন্টাইন বলার মত পেয়ে গেলে ফুল গুলার সদব্যবহার কর, নিজ দায়িত্বে, আই রিপিট নিজ দায়িত্বে |
আর মেয়ে বন্ধুরা তোমারা এটার
উল্টা থিওরী এপ্লায় কর, যদি কারো প্রয়োজন হয়,আই এগেইন
রিপিট "যদি"
তোমরা খালি হাতে ভার্সিটিতে যাও পকেট থেকে ফুল বার করে ঘুরিয়ে ফিরিয়ে সে গুলা সবাইকে দেখিয়ে বাড়ি ফের| তবে একজন আর একজনের সাথে তুলনা করতে না যাওয়া ই ভালো | ও পেয়েছে ১৩টা গোলাপ আমার তাহলে ১৪টা লাগবে, এমন করতে গেলে সব খেল খতম| বস্তা র বিড়াল মিউ করে ডেকে উঠার সমূহ সম্ভাবনা | ;P
আর যাদের ফুল দেয়া নেয়া ময়না পাখি ভূতুম প্যাঁচা ডাকার লোক আছে তারা কিন্তু পুরা ঙ্গান হারায় ফেল না| মনে রাখবা যে জিএফ সব সময় খাই খাই করে সে তার ঝকঝকে দাঁত দিয়ে হাসিমুখে কঁচ কঁচ করে তোমার ভালোবাসা ও খেয়ে ফেলতে পারে| আর যে বিএফ তোমার পিছে অঢেল খরচ
করছে তার প্রেম খুব দ্রুত ই খরচ
হয়ে যাবে |
সো বি কেয়ারফুল, উইস ইউ আল
হ্যাপি ভ্যালেন্টাইন ইউথ মাম এন্ড ড্যাড (দ্যা মোস্ট রিলায়েবল
লাভিং পিপলস)
©somewhere in net ltd.