![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতীক্ষায় থেকো না আসবো না আমি
তোমার ভাগ্য নষ্ট প্রেমিকের সাথে লেখা
তোমার পবিত্রতায় সে পাবে শুধু উদ্দীপক কামুকতা
সে নখে কাঁটবে পাঁপড়ি ছিঁড়বে
প্রয়োজন শেষে চলে যাবে পায়ে পিষে,
নয়তো তুমি ভোগ্য পণ্যের মতো বাজারে উঠবে
অমূল্য হয়েও পাঁচ টাকায় বিকোবে
বিশেষ দিনে যা সুবিধাবাদী সিন্ডিকেটের চক্রান্তে তিন অঙ্ক ছাড়াবে
তোমার জন্য পড়বে চর্তুদিকে হাহাকার
বেধে যাবে ওদের মাঝে ভয়ংকর সংঘাত|
তোমাকে নিয়ে বসবে নিলাম
তর্ক দাম হাকা হাকি
ক্রেতা বিক্রেতার মন কষাকষি
তবে বুঝবে না তারা বুঝবে না এ পৃথিবী
তোমার মূল্য কতক্ষাণী |
২| ১১ ই জুন, ২০১৩ সকাল ১০:৪৬
এন ইসলাম রনি বলেছেন: গোলাপ বৃন্ত থেকে ছেড়ার জন্য ধারালো নখ ই যথেষ্ট, আনাড়ি যত্ন সহকারে কাঁচির তোয়াক্কা করে না
ফেব্রুয়ারীতে অনেকেই ফুল প্রেমী হয়ে উঠে সৌন্দর্য্য বোধ এর জন্য নয় অন্য কারনে
তবে গোলাপ এখানে রূপক ধরা যেতে পারে মানুষের ক্ষেত্রেও এমনা ঘটে
@কান্ডারী অর্থব
©somewhere in net ltd.
১|
১১ ই জুন, ২০১৩ সকাল ১০:১৯
কান্ডারি অথর্ব বলেছেন:
সে নখে কাঁটবে পাঁপড়ি ছিঁড়বে
তোমার জন্য পড়বে চর্তুদিকে হাহাকার
এই দুটি লাইন ঠিক বুঝতে পারিনি। এছাড়া কবিতায় +++++