![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভুল গুলো আমার বিষন্ন কোমল
ভুলে যেতেও মায়া হয়
তুলে রাখি কাচের আলমারি ভরে
সাজিয়ে রাখা সম্পদ করে|
ভুল গুলো আমার নিদারুন করুন
ফেলে দিতেও বাধে
রাত করলেই কুড়িয়ে নেই বুকে,
এতো কষ্টের বোঝা নিয়ে সে একলা কি করে থাকে |
ভুল গুলো আমার চির যৌবনা মায়াবী তরুনী
পূর্ণিমা এলেই উঠে আসে অন্ধকার ফুঁড়ে
জড়িয়ে নীলাভ শাড়ি,
সে প্রসারিত করে তার কোমল বাহু
ঠোঁটে রাখে আলতো ঠোঁট
বিনিময়ে নিয়ে যায় দিন রাত্রির অমরতা |
২| ১৭ ই জুন, ২০১৩ বিকাল ৫:১২
মায়াবী ছায়া বলেছেন: বাহ্ ...
©somewhere in net ltd.
১|
১৬ ই জুন, ২০১৩ রাত ১১:৩৫
কান্ডারি অথর্ব বলেছেন:
ভুল গুলো আমার চির যৌবনা মায়াবী তরুনী
পূর্ণিমা এলেই উঠে আসে অন্ধকার ফুঁড়ে
বাহ !! +++++