নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পুরো নাম মুহাম্মদ নাসিরুল ইসলাম রনি, জন্ম- যশোর, পৈত্রিক নিবাস- ঝিনাইদহ। পড়ালেখা করছি বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ। ঠিকানা- https://www.facebook.com/nasirul.rony

এন ইসলাম রনি

এন ইসলাম রনি › বিস্তারিত পোস্টঃ

ওজর

০১ লা মার্চ, ২০১৪ সকাল ৮:২৪

আমি তোমার দু চোখ থেকে সরিয়ে নিয়েছি আমার দু চোখ

তবু আমার চোখের কাছাকাছি দেখি আরো দু'টি চোখ,

আরো দু'টি চোখ জেগে থাকে আমার সাথে

চেয়ে থাকে অপলক।

আমি তোমার হাত থেকে বেরিয়ে গেছি চলে গেছি দূরে

যতটা যাওয়া যায়

যতটা গেলে থাকে না বাঁধন,

তবু আমার আঙুল বেঁয়ে বেড়িয়েছে আরো কিছু আঙুলের শাখা

নিয়ে অসীম দূরত্ব ছোঁয়ার ক্ষমতা।

আমি তোমার পথ এড়িয়ে চলে গেছি অন্যপথে

তবু আমার সব পথ শেষ হয় মেশে তোমার ই হেঁটে চলা পথে

এভাবেই দেখা হয়

হয়ে যায় দেখা রোজ আমার কি দোষ

আমি তোমার দু চোখ থেকে সরিয়ে নিয়েছি আমার দু চোখ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০১৪ সকাল ৮:৩৬

পাঠক১৯৭১ বলেছেন: মনের কথাটুকু বুঝা যাচ্ছে, তবে কবিতা হিসেবে নেয়া কঠিন

০১ লা মার্চ, ২০১৪ বিকাল ৪:৩৫

এন ইসলাম রনি বলেছেন: এটা মোটেও মানসম্মত লেখা নয় এটা আমিও জানি, তবে মনের কথাটুকু বোঝাতে পারা ই কিন্তু আসল উদ্দেশ্য। আর কবিতা হিসাবে নেওয়া যে কঠির বলছেন কিন্তু অতি জঘন্য আজেবাজে অনেক কিছুকেই আমরা প্রতিদিন কবিতা বলে চালাচ্ছি, এমন কি বিভিন্ন জাগায় প্রকাশ ও হচ্ছে, বাহবা ও পাচ্ছে; এইসব লেখার না আছে কোন থিম না আছে প্রকাশ ভঙ্গি। এগুলা সাহিত্য ক্যাটাগুরিতে জায়গা পেলে এটা না পাওয়া টা মনে হয় একটু রুড ই হবে

২| ০১ লা মার্চ, ২০১৪ সকাল ১০:২২

বোধহীন স্বপ্ন বলেছেন: আমার কাছে কিন্তু ঠিকই মনে হচ্ছে।

৩| ০১ লা মার্চ, ২০১৪ দুপুর ১২:৫০

কাছে-দূরে০০৭ বলেছেন: আমি তোমার পথ এড়িয়ে চলে গেছি অন্যপথে
তবু আমার সব পথ শেষ হয় মেশে তোমার ই হেঁটে চলা পথে... ভালো লাগলো কবিতাটা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.