নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাকে একটা ফাগুনের গান দাও
আমাকেও দূর আকাশের গল্প শোনাও,
দাও অধিকার দু চার টা আইন ভাঙ্গার
কারো চোখে উদ্বিগ্ন কিছু ক্ষণ দেখার;
আমারো হোক এক জোড়া প্রতীক্ষারত চোখ।
কেউ আমার ব্যথায় ব্যথিত হোক
কেউ একটু রাগ দেখাক
কেউ আমার অধিকার বুঝে পাক;
জ্বরের রাতে কেউ একবার কপালে হাত রাখুক
ব্যধিতে শুশ্রুষা না হোক মিলুক কারো চোখ অশ্রু সজল,
আর আমি কারো হাতে আমার ঘরের চাবি দিয়ে দুঃখের সাথে বলি- আজ থেকে আমি পরাধীন!
©somewhere in net ltd.