নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যার বেশি ভাব তার আবার কারো সাথে ভাব নাই।
ভাব-বাচ্য ভাব-বিশেষণ ভাব-সম্প্রসারণ পড়েও আসলে ভাব শিক্ষা পাওয়া যায় না।
সকল আধ্যাতিক কথা ই ভাবের কথা অথচ ভাব নিয়ে কথা বলা জিনিস টা আলাদা।
ভাব দেখানো যায় অথচ আসলে দেখা যায় না। আবার ভাব বিনিময় দৃশ্য অদৃশ্য উভয় পন্থায় ই হতে পারে।
ভাব পাতানো ভাল, যদি পাতে; তবে জমাতে যাওয়া ভাল না মারের ভয় আছে।
ভাবিস্ট এবং ভাবুক উভয় ই ভাবের সাথে সম্পর্কযুক্ত অথচ উভয়ের ভাবে বিস্তর ফারাক।
মেয়েরা সব সময় ভাব নেয় অথচ ভাবের কথা বুঝতে পারে না।
ভাব নেওয়া আসলে কিছু নেওয়া না বরং উল্টো কিছু দেওয়া, যেমন: ভাব দেখিয়ে ঝাড়ি।
পাগল এবং যুবতী মেয়ে উভয় ই ভাবে থাকে তবে পাগলের জন্য পাগলাগারদ থাকলেও মেয়েদের চিকিত্সায় কোন গারদ নাই!!
©somewhere in net ltd.