নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তার কাছে বসে থাকে বিকেলের পড়ন্ত রোদ
পায়ের কাছে জড়ো হয় ঝরে যাওয়া পাতা
তাকে জড়িয়ে থাকে অন্ধকার বিষন্ন একা,
তার কাছে বৃষ্টির মেঘ আর খরায় সখ্য হয় জলা আর মরুর
তার কাছে বসে থাকি একা,
আমি আর সে অথচ একা!
দূরে গেলে সে প্রেম, কাছে এলে বিরহ,
সকাল আর সন্ধ্যা যেমন একই দিন দু নামে ডাকা।
©somewhere in net ltd.