![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছুক্ষণ আগে নিজেকে ঘুম থেকে ডেকে তুললাম
দেখি বুকের মাঝে অবগাহনের চোরা টান,
কিন্তু কোথায় ক্লান্তি ধোব, শ্রান্তি থোব, পাপ রাত্রির ঘৃণা থোব, লবন জলের ঘাম ?
নদী ছুঁতেও পাড়ে মঠ লাগে, বেদীতে মায়াচোখা দেবী লাগে,
লাগে ধূপের গন্ধ-আবির লাগা পায়ের চিহ্ন-দীর্ঘ স্নান ঘাট,
নয়তো ছুঁতে গেলে পিছিয়ে যায় নদী,
এঁদো মরা নদীর ও ঘাট জোড়া পুন্যার্থী চাই!
দূর ছাই, এজন্যই মানুষগুলো গঙ্গা ছেড়ে একে একে বাথ টাবে উঠে যায় !
©somewhere in net ltd.