![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্রোত ভেবে ছুঁয়ে থাকি নদী
নদী ভেবে ছুঁয়ে আছি নর্দমা
ভোমরের ঠোঁটে শুষে নিই নিহত পরাগের স্মৃতিময় মিলনের যন্ত্রণা;
গত জন্মের দাগ শুধুই আগুন পোড়া ছাই,
নীরবে নিষিদ্ধ কোলাহলে তার কাছেই যাই,
মোহমন্ত্র বীজ নিয়ে ফিরি
পেরিয়ে তেরো নদী খাদ গিরি,
বছর আসে যায়, ঘূণে ধরে পেতে রাখা পিঁড়ি।
©somewhere in net ltd.
১|
২০ শে আগস্ট, ২০১৫ রাত ১১:২৪
ভ্রমরের ডানা বলেছেন: দারুন কবিতা। প্রাসংগিক বলিষ্ঠ শব্দ চয়ন বেশ ভাল লেগেছে। ভাল থাকবেন ভাই।