![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মন খারাপের কোন আক্কেল ঙ্গান নেই
কল না দিয়েই চলে আসে কারণে অকারণে
এসে ডোর বেল না চেপেই দরজা জানলার ফাঁক ফোকড় কি-হোল দিয়ে ঢুকে পড়ে ঘরে
তারপর সব কিছু দখলে নিয়ে বসে,
পুরানো বই এর তাক,টেবিল,চেয়ার,পালঙ্ক,আলমারির হ্যাঙ্গারে ঝোলানো শার্ট সব কিছু এলোমেলো করে
সব কিছু তার দেখা চাই নেড়েচেড়ে,
মানুষের একান্ত ব্যক্তিগত বলেও তো কিছু থাকে.....
কি হয় আগে থেকে একটু জানালে- যে আসছি,
একটা মিসকল ও তো দেওয়া যায়,
আমি কি বলেছি ঢুকতে দেবো না?
আমার কি যোগাযোগ আছে সুখের দারোগার সাথে,
দরজায় বসিয়ে রাখবো সেন্ট্রি?
কি হয় একটু জানিয়ে এলে ?
©somewhere in net ltd.