![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিফ্টে উঠলে প্রায় ই মনে হয় দেখা হয়ে যাবে,
দুজন ই তো উঠছি উঁচুতে
অহংকারের বহুতল ভবনে দুজনের ই এখন যাতায়াত,
তোমার অহমে সাজানো এপার্টমেন্টে অথবা আমার
ভুল করে একদিন ডোর বেল বাজিয়ে বসবো কেউ,
এক নির্ঘুম রাত পাশ বালিশে শেষে
একদিন সিঁড়ি ভেঙে নামতে নামতে দেখা হয়ে যাবে,
ঠিক দেখা হয়ে যাবে..
©somewhere in net ltd.