![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেঘ চমকায়
ডর লাগে যদি বান ডাকে
পরাণের নাও ডারে রাখিছি গাঙের ধারে
ঘাসের বিছানায়।
বড় সাধের নাও মোর ঐখানা
ভাসাতিও ডর,
যদি জলে খাই, যদি ভুল লোক আসে
পারানি যাবা কড়ি হাতে থুয়ে কয়,
আমি কি কব তারে?
পরাণের নাও এ কি উঠতি পারে বেবাক মানুষ?
©somewhere in net ltd.
১|
২০ শে জুন, ২০১৬ সকাল ১১:৩৬
এম এস আরেফীন ভুঁইয়া বলেছেন: সুন্দর কবিতা, ভীষণ ভাল লেগেছে ।।