![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমাকে নির্মানের আগে আরো অনেক কে নির্মান করেছিলাম আমি
আরো অনেক চোখ চুল চিবুকের তিল,
তুমি জন্মসূত্রে পেয়েছো সে সব;
তোমার হাত রাখার ভঙ্গি, পারদ আয়নার মগ্নতা, গর্বিত সব চাহনি এর আগেও পেয়েছিল অনেকে,
তুমি যে অহংকার কে একান্ত নিজস্ব ধরে নিয়েছো
সেটাও আমার ই নির্মান,
জঠর থেকে পৃথিবীতে এলেই জন্ম হয়
ভালোবাসা ছুঁলে তবে ই না পুনঃজন্ম মানুষে।
২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৩০
মুচি বলেছেন: বড় ভালো লাগলো। সুপাঠ্য।
৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:০২
অবনি মণি বলেছেন: ভালো লিখেছেন । আরো পড়ব।
৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩১
আল মামুন খান বলেছেন: তুমি যে অহংকার কে একান্ত নিজস্ব ধরে নিয়েছো
সেটাও আমার ই নির্মান
৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩২
খায়রুজ্জামান সাদেক বলেছেন: সুন্দর লিখেছেন
৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৪৬
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন, ভালো লাগলো!!
শেষের লাইনটা +++
©somewhere in net ltd.
১|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:২৯
শরিফুল ইসলাম সাগর বলেছেন: আহা !!!