![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয় সুখ, তুমি এতো অচেনা কেন?
মেঘের মত আসো, আসো না !
অন্য উঠোনে নামো চোখের সামনে,
রিনিঝিনি পায় হেঁটে চলো অন্য কোথায় -সুদূরে.. !
ঈর্ষায় পোড়ে আগমন প্রত্যাশী বাগান, বিষণ্ণ হতাশায়
কাঁদে পৃথিবী -তাবৎ...
তোমাকে চাই বলে জ্যোত্স্না দেখিনি আমি
যাইনি অরণ্য পেড়িয়ে সুদূরের দেশ
তুমিতো এ গাঁয়েই থাকো, এই জল কাদার সংসারে
দুঃখের পাশেই, জানালায় প্রিয় মুখ।
২| ১৭ ই জুন, ২০১৭ সকাল ১১:৫২
মোস্তফা সোহেল বলেছেন: সুখ মানুষের কাছে অচেনায় থেকে যায়।
৩| ১৭ ই জুন, ২০১৭ দুপুর ১:২৮
এনজেল নাবিলা বলেছেন: বলগ খুলে এত্ত সুন্দর লিরিক।মেঘ নিয়ে কি আমরা আলচনা করতে পারি?সারাদিন মেঘের কথা ভাবছিলাম
৪| ১৭ ই জুন, ২০১৭ দুপুর ১:৩৮
হ্যান্ডসাম হিরো বলেছেন: নাবিলা আপুনি
মেঘ নিয়ে আমিও আলোচনা করতে চাই
মেঘের কারনে পাহাড় ভেঙ্গে পরল।
চালের দাম বেড়ে গেল
মেঘ তাও ভাল লাগে
তাও ভাললাগে মেঘ
মেঘ নিয়ে গান
মেঘের কথা তুমি কি ভাবছিলে?
৫| ১৭ ই জুন, ২০১৭ দুপুর ১:৪২
এনজেল নাবিলা বলেছেন: হিরো! তুমি দেখলে সত্যি হিরো! আমি মেঘ নিয়ে ভাবছিলাম তা দিয়ে ভেলা বানায় কিকরে।তুমি কি ভাবছিলে হ্যান্ডসাম
৬| ১৭ ই জুন, ২০১৭ দুপুর ১:৪৫
হ্যান্ডসাম হিরো বলেছেন: নাবিলা পরী
আমি ভাবছিলাম মেঘ কেন কান্না করে
ও কান্না না করলে আমার হাসিয়াসেনা
৭| ১৭ ই জুন, ২০১৭ দুপুর ১:৪৬
হ্যান্ডসাম হিরো বলেছেন: াবিলা পরী
তোমার কাল মেঘ ভাল লাগে
নাকি শাদা মেঘ
৮| ১৭ ই জুন, ২০১৭ দুপুর ১:৪৮
এনজেল নাবিলা বলেছেন: আমার হলুদ মেঘ ভাল লাগে ভাইয়ু।তোমার দিনে মেঘ ভাল লাগে না রাতে?
৯| ১৭ ই জুন, ২০১৭ দুপুর ১:৪৯
এনজেল নাবিলা বলেছেন: আমার সারাদিন রাতেই ভাল লাগে
১০| ১৭ ই জুন, ২০১৭ দুপুর ১:৫০
ধানের ক্ষেত বলেছেন: লেখা দেখিয়া আমি মুগ্ধ!!!!!!!!!!!!!
কি রেসিপি চাও ভাইয়ু!!!!!!!!!!!!!!
১১| ১৭ ই জুন, ২০১৭ দুপুর ১:৫১
হ্যান্ডসাম হিরো বলেছেন: মার ভুরে ভাললাগে আপুনি
সন্ধাতে ও লাগে
ভুর আর সন্ধ্যা দিন না রাত
১২| ১৭ ই জুন, ২০১৭ দুপুর ১:৫৩
হ্যান্ডসাম হিরো বলেছেন: পুনি তুমি খেয়েছ?
কোথায় থাক
১৩| ১৭ ই জুন, ২০১৭ দুপুর ১:৫৪
হ্যান্ডসাম হিরো বলেছেন: মেঘ নিয়ে পরতে এসে কত কথা বলছি
তোমাকে আপন আপন লাগছে
১৪| ১৭ ই জুন, ২০১৭ দুপুর ১:৫৯
এনজেল নাবিলা বলেছেন: হিরো ভাইয়ু বিপদে ফেলে দিয়েছ।আমাকে এখন ভোর আর সন্ধ্যে দিবা নাকি নিশি তাহা লইয়া গবেশষনা করিতে হইবেক
১৫| ১৭ ই জুন, ২০১৭ দুপুর ১:৫৯
এনজেল নাবিলা বলেছেন: আমি খাচ্ছি ভাইয়ু। মেহ খাচ্ছি।তুমি ও খাইবেক?
১৬| ১৭ ই জুন, ২০১৭ দুপুর ২:০০
এনজেল নাবিলা বলেছেন: আমি ত এনজেল।পরী। পরীরদেশে থাকি
১৭| ১৮ ই জুন, ২০১৭ রাত ৩:৩৫
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর হয়েছে।
১৮| ১৮ ই জুন, ২০১৭ সকাল ৯:৪৩
পারভেজ রশীদ বলেছেন: তুমিতো এ গাঁয়েই থাকো, এই জল কাদার সংসারে
দুঃখের পাশেই, জানালায় প্রিয় মুখ।
১৯| ১৮ ই জুন, ২০১৭ সকাল ১০:১৬
এডওয়ার্ড মায়া বলেছেন: ভাইয়ামনি দারুন লিরিক্স
©somewhere in net ltd.
১|
১৭ ই জুন, ২০১৭ সকাল ১১:৪৭
শায়মা বলেছেন: খুব সুন্দর ভাইয়া!
সুখ তুমি কি বড় জানতে ইচ্ছে করে !