![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১
মাঝে মাঝে মনে হয় স্ক্রু ড্রাইভারটা নিয়ে ঘর থেকে দৌড় দিয়ে বের হয়ে যাই।
সবার স্ক্রু ঢিলা,
কষে টাইট দিতে হবে।
যেভাবে দিয়েছি আমারটা , এখন চিন্তা ভাবনা একদম পরিস্কার।
আগে এমন ছিলো না।
২
দিয়ে দিয়েছি টাইট, পাচ জনের স্ক্রু।
একজনের স্ক্রু ছিলই না তাই পেরেক ঢুকিয়ে দিয়েছি হাতুরী ঠুকে ঠুকে
আনন্দের আতিশায্যে আর কেউ নড়ছেই না।
সিস্টেম হ্যাং করলো নাকি???
যেমন করেছে আমার ।
৩
যাই বাসায় যাই
এখনো আমার অনেক কিছুই ঠিক করা বাকী
বিঃদ্রঃ ঠক ! ঠক ! ঠক!
-কে????
---প্রতিবেশী
---খবর পেলাম আপনার নাকি স্ক্রু ঢিলা আসুন টাইট করে দেই
-পাগল নাকি!!!!!!
---সবাই তাই বলে ,
---ওমা !!!!!!আপনার দেখি স্ক্রু ই নাই
---বুঝেছি পেরেক মারতে হবে
-খবরদার !!!!!! পুলিশে ফোন দিবো
খট্টাশ!!!!!
---দেখেছেন কত আনন্দ!!!! আমার নাচতে ইচ্ছে করছে । আপনি শুয়ে থাকুন । পরে একদিন এসে চা খেয়ে যাবো।
২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৫১
মোঃ আক্তারুজ্জামান ভূঞা বলেছেন: আবজাব কোবতেই দেখি ভালো লাগছে। আমিও ট্রাই করবো নাকি!
৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৩২
রক্তিম দিগন্ত বলেছেন: আসলেই আজব।
©somewhere in net ltd.
১|
১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০৩
আরণ্যক রাখাল বলেছেন: আবজাবই বটে!