![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেলজিক গল্প ৪০৬৭
১
শাহেদ কে পেটাবো বলে মাঘ মাসের কোন এক দিনে দড়ি ছিড়ে রাস্তায় বের হয়েছিলাম, বের হয়ে দেখি আরি শ শালা সব দেখি শাহেদ!!! রাস্তা দিয়ে শুধু শাহেদ হেটে বেড়াচ্ছে!!! এত শাহেদ!!!!
নাহ আমার কাজ দেখছি বেড়ে গেল। মাত্র তিন মাস আমাকে একটা ঘরে দড়ি দিয়ে বেধে রেখেছিল ওই পাগলের দল। ওইগুলাও শাহেদ ছিল।
যাই হোক হাতের কাজ ফেলে রাখতে নেই, পাশের নির্মাণাধীন ভবন থেকে একটা রডের টুকরা তুলে নিয়ে দৌড়ে গেলাম ওই শাহেদ রূপি জনস্রোতের দিকে। সব শাহেদের ঘিলু বের করে ফেলবো। তোর ঘিলু দিয়ে আজ গোসল করবো রে শাহেদ,,,,,,,,,
২
খবরে প্রকাশ রাজপথে উন্মত্ব পাগলের তান্ডব। ৬ জন পথচারী নিহত, ৪ জন আশংকাজনক ভাবে আহত।
জনপ্রিয় লেখক শাহেদ জামান ২ বছর ধরে মানষিক ভাবে অসুস্থ, তার চিকিৎসা চলছিল উন্মাদয়ালয় চিকিৎসাকেন্দ্রে। নিহত ছয় জনের ঘিলু মাখারত অবস্থায় তাকে ধরা হয়। তাকে ধরার সময় বাকী চার জন আশংকাজনক ভাবে আহত হন। একজনের অর্ধেক ঘিলু তিনি কামড়ে খেয়ে ফেলেন।
এব্যাপারে উন্মাদয়ালয় চিকিৎসা কেন্দ্রের দায়িত্বশীল রাসেল পারভেজ জানিয়েছেন তাকে পর্যাপ্ত পরিমান ইলেক্ট্রিক শক দেয়া হচ্ছে। দুই দিন পর তার লবোটমী করা হবে।
©somewhere in net ltd.