নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চেরাগ আলী

মনকে আমি যত চাইযে বুঝাইতে, মন আমার চায় রংয়ের ঘোড়া দৌড়াইতে। (আমার চেরাগ এ আলো কম তাই আলোর আশায় ব্লগ এ ঘুরি )

টাইম পাস

নিজে জানি না, অন্যরা ভালো বলতে পারবে?

টাইম পাস › বিস্তারিত পোস্টঃ

আমেরিকার ওপর পরমাণু হামলার অনুমতি পেল উ. কোরিয় বাহিনী

০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ৯:১৮

আমেরিকার সম্ভাব্য হামলার জবাব দিতে পরমাণু অস্ত্র ব্যবহারের চূড়ান্ত অনুমোদন পেয়েছে উত্তর কোরিয়ার সেনাবাহিনী।







প্রশান্ত মহাসাগরের গুয়াম দ্বীপে আমেরিকা সর্বাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পর উত্তর কোরিয়া তার সামরিক বাহিনীকে এ অনুমতি দিল।







উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ এক বিবৃতিতে জানিয়েছে, “কোরিয়ান পিপলস আর্মির জেনারেল স্টাফ আনুষ্ঠানিকভাবে ওয়াশিংটনকে জানিয়ে দিয়েছে যে, পরমাণু বোমার সাহায্যে আমেরিকার বেপরোয়া হুমকি চূর্ণবিচূর্ণ করে দেয়া হবে।”







বিবৃতিতে আরো বলা হয়েছে- “আমাদের সামরিক বাহিনীর নির্দয় অভিযান এরইমধ্যে পরীক্ষা করে দেখা হয়েছে এবং তা অনুমোদন করা হয়েছে।”







বৃহস্পতিবারের এ বিবৃতিতে বলা হয়েছে, “দ্রুত বিস্ফোরোণ্মুখ পরিস্থিতি ছড়িয়ে পড়ছে এবং কোরিয় উপদ্বীপে আজ হোক কাল হোক যুদ্ধ বেধে যাবে। সমগ্র উপদ্বীপ আগে কখনো এ ধরনের পরমাণু যুদ্ধের হুমকির মুখে ছিল না।”#





মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ৯:২৪

তোমোদাচি বলেছেন: কি ভয়ঙ্কর! কৈ যামু!! কোথাও শান্তি নাই!!!

২| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪২

আবদুল্লাহ্‌ আল্‌ মামুন বলেছেন: হক মওলা !

লাগুক, আমিও কিম শর্মা কাবাবের পক্ষে, আমেরিকার পুটু বরাবর একটা এটমিক বোমা মেরে দিক... এটা ওদের পাওনা হয়ে আছে...

শুধু মারার আগে একটা হেলমেট পরে নিতে কইয়েন, এন. কোরিয়ার কিম শর্মা বটি কাবাব'কে... ;)

৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪৪

জেরিফ বিন্ আমির বলেছেন:

ঠিকই আছে। এই সভ্যতাটা ধ্বংস হয়ে যাক। আর কত??

৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ১০:২৪

প্রকৌশলী রিয়াদ হাসান চৌধুরী বলেছেন: :(

৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩৫

ধৈঞ্চা বলেছেন: নর্থ কোরিয়ার সবচেয়ে কাছের সিটিতে বসে ব্লগিং করছি, ধারনা করা হচ্ছে নর্থ কোরিয়া বম্পিং করলে এই সিটিতেই সবার আগে করবে। কিন্তু এখানকার লোকজনের মধ্যে কোন আতন্ক দেখছি না, মনে হচ্ছে সব কিছু স্বাভাবিক।
বাংলায় একটা কথা আছে "যত গর্জে তত বর্ষে না" আশা করা যায় এ সব কিছু গর্জনের উপর দিয়াই পাড় হবে, বর্ষণ হবে না।
সুতরাং নো চিন্তা।

৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩৮

নিজাম বলেছেন: আর একটি পারমাণবিক যুদ্ধ কী আসন্ন!!!

৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৭

েবশী বুিঝ বলেছেন: লগে রাহো উকো ভাই।

৮| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫১

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
দ কোরিয়া নাই মাইরা আম্রিকায় মার - নিজেদের মধ্যে ভালো সম্পর্ক রাখাই ভালো !!

উ কোরিয়া দ কোরিয়া এক হইলো একটা পরাশক্তিতে রুপান্তর হবে - বলে বিশ্বাস

৯| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৮

আলাউদ্দীন বলেছেন: বিশ্ব আজ গভীর অন্ধকারের দিকে যাচ্ছে...

১০| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৩

পেন্সিল চোর বলেছেন: শান্তি নাই কোথাও :( :( :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.