নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নোটিশবোর্ড

নোটিশবোর্ড

নোটিশবোর্ড

নোটিশবোর্ড

নোটিশবোর্ড › বিস্তারিত পোস্টঃ

পাসওয়ার্ড পরিবর্তনজনিত সমস্যা প্রসঙ্গে

২৪ শে মে, ২০১৬ বিকাল ৪:১১

প্রিয় ব্লগার,
শুভেচ্ছা নিন। সামহোয়্যারইন ব্লগের সকল ব্লগ একাউন্টের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে, আমরা বিগত ১৯শে মে, ২০১৬ তারিখ থেকে লগ ইন করার সময় ব্লগারদের পুরানো পাসওয়ার্ড পরিবর্তন করে নতুন পাসওয়ার্ড দেয়ার জন্য অনুরোধ করি। নতুন পাসওয়ার্ড প্রতিস্থাপন করার ক্ষেত্রে নির্দিষ্ট পদ্ধতিটি অনুসরণ করার সময় কিছু ব্লগার সমস্যার মুখোমুখি হচ্ছেন জানিয়ে আমাদেরকে ইমেইল করেছেন। যদিও ব্লগারদের বড় অংশটিই কোন সমস্যা ছাড়াই পাসওয়ার্ড প্রতিস্থাপনের কাজটি সম্পন্ন করেছেন। এই ক্ষেত্রে পুরো পদ্ধতিটি সঠিকভাবে অনুসরণ করার সুবিধার্থে ছবির মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করা হলোঃ

১। পাসওয়ার্ড পরিবর্তনের ধাপসমুহঃ

ক)
এই ছবিতে যে লিংক আছে সেখানে অথবা এই লিংকে ক্লিক করে আপনি পাসওয়ার্ড পরিবর্তনের পেইজে যেতে পারেন।

খ)
এখানে আপনার রেজিস্ট্রেশনকৃত ইমেইল ঠিকানাটি দিন। সেখানে আপনার পাসওয়ার্ড পরিবর্তনের লিংকটি পাঠানো হবে

গ)
যে ম্যাসেজটি আপনাকে পাঠানো হবে, সেখানে শুরুতেই আপনার ইউজার নামটি উল্লেখ্য থাকবে এবং লিংকেও আপনার ইউজার নামটি উল্লেখ্য থাকবে। এর ব্যতিক্রম হলে আমাদেরকে মেইল করে জানান।

ঘ)
লিংকটি ব্রাউজারে পেষ্ট করার পর পাসওয়ার্ড পরিবর্তনের পাতাটি আসবে। এখানে আপনার নতুন পাসওয়ার্ড দিন এবং তা নিশ্চিত করুন। পাসওয়ার্ড পরিবর্তনটি সফল হলে নিচের ম্যাসেজটি আসবে।


তারপর নতুন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন।

মনে রাখতে হবে

১। পাসওয়ার্ড পরিবর্তন করার সময় যে ইমেইল ঠিকানা চাওয়া হবে, সেখানে শুধু মাত্র ব্লগ রেজিস্ট্রেশন করার সময় যে ইমেইল ঠিকানা ব্যবহার করেছেন, সেই ইমেইল ঠিকানাই দিতে হবে। অন্য ইমেইল ঠিকানা দিলে তা কার্যকরী হবে না।

২। রেজিস্টেশন করার সময় যে ইমেইলটি ব্যবহৃত হয়েছে, সেই ইমেইল ঠিকানাটি পরিবর্তন করার কোন সাধারন সুযোগ নেই। তবে দীর্ঘদিন অব্যবহৃত থাকার কারনে কোন ইমেইল আইডি যদি ডিএক্টিভেট হয়ে যায় বা কর্মস্থল পরিবর্তন করার কারনে যদি কোন ইমেইল ঠিকানা আর কার্যকরী না থাকে, তাহলে সেই ক্ষেত্রে যথাযথ তথ্য দিয়ে আমাদেরকে বিষয়টি জানাতে হবে। এই ক্ষেত্রে সকল প্রয়োজনীয় তথ্য আমাদেরকে ইমেইলে পাঠাতে হবে।

৩। ব্লগে রেজিস্টেশন করার সময় যে ইমেইলটি ব্যবহৃত হয়েছে, তার পাসওয়ার্ড যদি হারিয়ে যায়, কোন কারনে যদি প্রবেশ না করা যায়, তাহলে তা পুনুরুদ্ধার করে ব্যবহার উপযোগী করার দায়িত্ব সংশ্লিষ্ট ব্লগারকেই নিতে হবে।

৪। ব্লগে রেজিস্টেশন করার সময় যে ইমেইল ঠিকানা আপনি ব্যবহার করেছেন, যদি কোন কারনে তা মনে না থাকে, তাহলে সেই ইমেইল ঠিকানাটি মনে করার ক্ষেত্রে আমরা আপনাকে আংশিক/ইংগিতপূর্ণ তথ্য দিয়ে সাহায্য করতে পারি।

৫। এরপরেও লগ ইন করতে ব্যর্থ হলে আপনার ব্লগ ইউআরএল/ ইউজার নাম এবং মোবাইল ফোন নাম্বার জানিয়ে আমাদের ফিডব্যাকে ([email protected]) মেইল করুন। আমরাই আপনার সাথে দ্রুত যোগাযোগ করব। কোনভাবেই মন্তব্যের ঘরে আপনার মোবাইল নাম্বার সংযুক্ত করবেন না।


আমরা ব্লগারদের যাবতীয় তথ্য নিরাপত্তা ও গোপনীয়তার সাথে সংরক্ষন করি।


বিনীত,
সামহোয়্যারইন ব্লগ টিম।

মন্তব্য ৮৮ টি রেটিং +২২/-০

মন্তব্য (৮৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০১৬ বিকাল ৫:৪০

হাসান মাহবুব বলেছেন: এবার আশা করি সবকিছু ঠিকঠাক ভাবে হবে। অনেকেই ঢুকতে পারছেন না। মিস করি তাদের।

২| ২৪ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:১৬

সুমন কর বলেছেন: সময়োপযোগী পোস্ট !

৩| ২৪ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:১৭

কেএসরথি বলেছেন: পাসওয়ার্ড পরিবর্তন পেইজে ইংরেজী বানানগুলো ঠিক করে দিন।
"week" "very week" -< weak , very weak.

৪| ২৪ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:১৮

জ্যামিতিক লাভ বলেছেন: পদ্ধতি একদম সহজ। কিন্তু যারা মেইল আইডি/পাসওয়ার্ড হারিয়েছেন, তাদের জন্য বেশ খারাপ খারাপ লাগছে।

৫| ২৪ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:২৭

রোয়ানু বলেছেন: আমি অনেক আগেই এভাবে ছবি যুক্ত করে দেখিয়েছি আমার আহলান নিকটা হারিয়ে গেছে .. এখন কিভাবে উদ্ধার করবো বুঝতেছি না ...:( :(

৬| ২৪ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:২৯

রোয়ানু বলেছেন: রেজিষ্ট্রেশনকৃত ই মেইল তো অনেক আগেই কালের গর্ভে বিলীন হয়ে গেছে, সেটাকে কোন কাজে ব্যবহার করার যাচ্ছে না।

৭| ২৪ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩

আজিজ মোঃ ভাই অথবা মুখতারান মাই বলেছেন: একমিনিটের নীরবতা তাদের জন্য , যারা ইতিমধ্যে মেইল আইডিও হারাইসেন :``>>

৮| ২৪ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: যদিও প্রথম অবাক হয়েছিলাম....
একবারেই ঠিকঠাক হয়ে গেছে। তারপরও বিস্তারিত জানানোয় ধন্যবাদ।

৯| ২৪ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩

অপ্‌সরা বলেছেন: আমি তো পাসওয়ার্ড পুনরুদ্ধারের জন্য বার বার মেইল দিয়েও কোনো মেইলই পেলাম না। আমার শায়মা নিকের মেইল আইডি যে অনেকদিন আগেই নষ্ট হয়ে গেছে এ ব্যাপারে আমি অনেক আগেই মেইল দিয়ে সামুতে ইনফর্ম করেছিলাম। সেই মেইলের পরে আমার শায়মা নিকের যে কোনো সমস্যার জন্য আমি যে ইয়াহু আইডিটি ব্যাবহার করতাম সেই আইডি থেকে বার বার মেইল দেবার পরেও কোনো রেসপন্স এখনও পাইনি।:(

১০| ২৪ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:১৪

ঢাকাবাসী বলেছেন: এত মনে টনে রাখা যায় না। লাগলে নতুন নামেই ডাকব নিজেকে!

১১| ২৪ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৪২

সোজোন বাদিয়া বলেছেন: মতামত এবং আন্ত:ষ্ক্রিয়ার সুযোগ অব্যহত রাখার জন্য সামু কর্তৃপক্ষের এই কষ্ট এবং চেষ্টাকে সালাম জানাই। আর যদ্দূর বুঝছি তাতে মনে হচ্ছে সরকার কোনো স্বচ্ছ ঘোষণার মাধ্যমে আমাদের উপর শর্তারোপ করে বদনাম কুড়াতে চায় না। সামু কর্তৃপক্ষের সাথে আলোচনায় বসেও গোমর ফাঁক করতে চাচ্ছে না। তারা গোপনে গোপনেই যা করা দরকার করবে।

যাঁরা সরকারের সমালোচনা করছেন তাঁরা অবশ্যই সাবধান থাকবেন। সরকার কিন্তু আগে ফাঁদ পাতে, তথ্য সংগ্রহ করে, যোগাযোগ বিশ্লেষণ করে, তারপর ঝপ করে জাল ফেলে সবাইকে একসাথে ধরে। আর যদি 'দেশদ্রোহীদেরকে' গোপনে গোপনে গুম করে দিতে পারে, তাহলে তো কথাই নেই।

১২| ২৪ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩

দিস ইজ ইব্রাহিম বলেছেন: দুদিন পর পর একটা না একটা সমস্যা লেগেই আছে

১৩| ২৪ শে মে, ২০১৬ রাত ৮:১০

সাদা মনের মানুষ বলেছেন: খুব সমস্যা হচ্ছিল পাসওয়ার্ড নিয়ে, তবে শেষ পর্যন্ত ভালোভাবেই পরিবর্তন করতে সক্ষম হয়েছি।

১৪| ২৪ শে মে, ২০১৬ রাত ৮:১৬

মোশফেক জামান সফল বলেছেন:

১৫| ২৪ শে মে, ২০১৬ রাত ৮:১৭

আবুল খায়ের মোহাম্মদ রফিকুল হক বলেছেন: আমরা খুব সহজেই পাসওয়ার্ড পরিবর্তন করতে পেরেছি। এজন্য ব্লগ কর্তৃপক্ষকে অশেষ ধন্যবাদ।

১৬| ২৪ শে মে, ২০১৬ রাত ৮:২১

ভগবান গণেশ বলেছেন: সফল হয়েছি। সামুকে ধন্যবাদ।

১৭| ২৪ শে মে, ২০১৬ রাত ৮:৩৭

এম এস আরেফীন ভুঁইয়া বলেছেন: প্রিয় সামু কর্মকর্তা ,
আমি প্রথম একাউন্ট খুলতে একটা বড় ধরনের ভুল করেছিলাম। সেইটা হল, মেইল হল আমার [email protected] কিন্তু ভুলে [email protected] এইচ যোগ হয়ে গেছে তাই আমি কোন ভাবে আমার ব্লগে লগ ইন করতে পারছিনা , এখন মেইল ওপেন করতে পারছিনা ওপেন করতে না পারায় আমি আমার প্রিয় ব্লগে ঢুকতে পারছিনা , সামুর কাছে বিনীত নিবেদন আমাকে যে ভাবে হউক আমার ব্লগে লগ ইন করতে দিন। [email protected] এই মেইলটা ওপেন হয়, যদি কিছু করা যায় দয়া করে আমাকে মেইল করবেন।
ধন্যবাদান্তে
প্রথম কথা

১৮| ২৪ শে মে, ২০১৬ রাত ৮:৪৫

এম এস আরেফীন ভুঁইয়া বলেছেন: উপরের মন্তব্যটা প্রথমকথার আমার বন্ধু , তার অনুরোধে আমি আমার ব্লগ থেকে মন্তব্য করেছি, ক্ষমা করবেন।

১৯| ২৪ শে মে, ২০১৬ রাত ৮:৫১

মিস্টার কিলবিল বলেছেন: আলহামদুলিল্লাহ, সফলভাবে সম্পন্ন হয়েছে।

২০| ২৪ শে মে, ২০১৬ রাত ৮:৫৮

জিএমফাহিম বলেছেন: আমরা আগামী এক দশকের মধ্যে সামুর ওয়েবসাইটে HTTPS দেখবো বলে আশা রাখি।

২১| ২৪ শে মে, ২০১৬ রাত ৯:২৮

মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: পাসওয়ার্ড কেন পরিবর্তন করতে হচ্ছে, বুঝলাম না!

২২| ২৪ শে মে, ২০১৬ রাত ১০:৩৩

উল্টা দূরবীন বলেছেন: সময়োপযোগী পোস্ট। যারা এখনো পাসওয়ার্ড পুনঃস্থাপন করতে পারেননি আশাকরি তাঁরা এই পোস্ট থেকে উপকৃত হবেন।

২৩| ২৪ শে মে, ২০১৬ রাত ১১:১৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ সমস্যার সমাধান তুলে ধরার জন্য।

২৪| ২৫ শে মে, ২০১৬ রাত ১২:২১

রুদ্র জাহেদ বলেছেন: প্রিয় সামুতে
অবশেষে এবার তাহলে পুরোপুরি সব ঠিক হয়ে গেল

২৫| ২৫ শে মে, ২০১৬ রাত ২:৩৮

কবি হাফেজ আহমেদ বলেছেন: ধন্যবাদ।

২৬| ২৫ শে মে, ২০১৬ সকাল ৭:২৩

ফারুকুর রহমান চৌধুরী বলেছেন: আমরা খুব সহজেই পাসওয়ার্ড পরিবর্তন করতে পেরেছি। এজন্য ব্লগ কর্তৃপক্ষকে অশেষ ধন্যবাদ।

২৭| ২৫ শে মে, ২০১৬ সকাল ১০:৩৬

জনি চৌধুরী বলেছেন: ধন্যবাদ এডমিন, বিশেষ করে আমি এই সমস্যার জন্য বেশী মেইল করেছি। আজকের এই পোস্টটি এবং স্ক্রিনশর্ট আমার পাসওয়ার্ড পরিবর্তনে সাহায্য করেছে। আমি আমার মেইল আইডি ভুল করছিলাম বারবার, একাধিক আইডি থাকার কারনে কোনটি দিয়ে রেজিস্ট্রেশন করেছিলাম ভুলে গিয়েছিলাম। আজকের একটি স্ক্রিনশর্ট আমার সেই ভুলটি সংশোধন করে আমার পাসওয়ার্ড পরিবর্তনে সাহায্য করেছে। ঐ স্ক্রিনশর্ট না পেলে আমি হয়তো এখনো ভুল আইডি দিয়ে ট্রাই করতাম আর গালি দিতাম আর এখন নিজের ভুলে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি।

২৮| ২৫ শে মে, ২০১৬ সকাল ১১:০৯

আলোকিত-পৃথিবীর-সন্ধানে বলেছেন: সফল ভাবে লগইন করতে পারায় সামুকে অসংখ ধন্যবাদ

২৯| ২৫ শে মে, ২০১৬ দুপুর ১২:১২

সরকার আলমগীর বলেছেন: সমস্যা তো ছিল কিন্তু আমার আগের পোষ্টগুলো নাই
প্রায় ব্লগারের আগের পোষ্ট আছে শুধু আমারটা নেই------
একটু দৃষ্টি দিলে ভাল হবে

৩০| ২৫ শে মে, ২০১৬ দুপুর ১২:১৫

অদৃশ্য বলেছেন:



বাহ্‌, চমৎকার পোষ্ট... আশাকরছি অনেকেই যারা সাময়িক বিপদে পড়েছে তারা খুব শিঘ্রই সমাধান পেয়ে যাবে। আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা।

৩১| ২৫ শে মে, ২০১৬ দুপুর ২:০৫

বিজন রয় বলেছেন: অামার সমস্যা হয়নি।

ধন্যবাদ সামু।

৩২| ২৫ শে মে, ২০১৬ দুপুর ২:১৪

পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ প্রিয় সামু। একবারেই হয়ে গেল। অনেকদিন পর ব্লগে ঢুকেই নোটিশটা দেখলাম লগইন করতে গিয়ে পাসওয়ার্ড পরিবর্তনের লিঙ্কটা পেলাম দুরু দুরু বক্ষে পদ্ধতি অনুসরন করে পাসওয়ার্ড চেঞ্জ করে লগইন করলাম নিজেকে সুখী সুখী মনে হচ্ছে। :) :P

৩৩| ২৫ শে মে, ২০১৬ বিকাল ৩:৪৫

*কুনোব্যাঙ* বলেছেন: আমার মাল্টিগুলার এখন কি হবে, সবগুলার তো মেইল আইডি ভুলে গেছি :((

৩৪| ২৫ শে মে, ২০১৬ বিকাল ৪:০১

প্রন্তিক বাঙ্গালী বলেছেন: নটিফেকেশন সমস্যার সমাধান করা দরকার।

৩৫| ২৫ শে মে, ২০১৬ বিকাল ৫:৪০

রোষানল বলেছেন: গুতাগুতি করতে করতে আপনা আপনিই হয়ে গেছে।

৩৬| ২৬ শে মে, ২০১৬ রাত ৩:০২

অন্য পুরুষ বলেছেন: সামু কর্তৃপক্ষের উচিৎ প্রতিটা নিকের ই-মেইল এর পাশাপাশি মোবাইল ফোনের মাধ্যমে পাসওয়ার্ড পুনরুদ্ধারের ব্যবস্থা করা। এমনিতেই সামুর আইডিগুলোতে আপডেট অপশন খুবই করুন। আপডেট অপশনট অতিরিক্ত কঠিন হয়ে গেল না।

বি:দ্র: ফন্ট না মেলায় আমার বহু প্রাচীন নিকটাকে ছুড়ে ফেলে দিতে বাধ্য হয়েছি।

৩৭| ২৬ শে মে, ২০১৬ রাত ৩:০৯

কাক রূপ কবি বলেছেন: দয়া করে পাসওয়ার্ড পরিবর্তনের মেইল এর Hint দিয়ে দিলে ভালো হয়। সামু নিকের ই-মেইল আর জনসাধারণের নিত্য ব্যবহার্য ই-মেইল অধিকাংশ ক্ষেত্রেই এক নয়। ফলে কালের গর্ভে হারিয়ে যাওয়াই স্বাভাবিক। আমি আমার বহুল ব্যবহৃত নিক বাদ দিয়া এখন এই সদ্য খোলা নিক ব্যবহার করছি।
অ্যাডমিন অব্যবহৃত নিক মুছে ফেলুন, আর নিজের প্রোফাইলের ই-মেইল এবং ফোন নাম্বার নিজের দেখার ও পরিবর্তন-পরিবর্ধনের সুযোগ সৃষ্টি করুন। যাতে আমরা ভবিষ্যতে এই রকম ফালতু ঝামেলায় না পড়ি।

ধন্যবাদ।

৩৮| ২৬ শে মে, ২০১৬ বিকাল ৪:১১

সম্রাট০০৭ বলেছেন: খুব সহজেই আমি আমার পাসওয়ার্ড পরিবর্তন করে লগইন হলাম !!! ধন্যবাদ সামুকে !! কিন্তু যদি আমি পাসওয়ার্ড পরিবর্তন করতেই না পারতাম তাহলে তো এই পোস্ট আর ছবি কিছুই দেখতে পেতাম না !!!

৩৯| ২৬ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:১৪

প্রথমকথা বলেছেন: প্রিয় সামু কর্মকর্তা ,
আমি প্রথম একাউন্ট খুলতে একটা বড় ধরনের ভুল করেছিলাম। সেইটা হল, মেইল হল আমার [email protected] কিন্তু ভুলে [email protected] এইচ যোগ হয়ে গেছে তাই আমি কোন ভাবে আমার ব্লগে লগ ইন করতে পারছিনা , এখন মেইল ওপেন করতে পারছিনা ওপেন করতে না পারায় আমি আমার প্রিয় ব্লগে ঢুকতে পারছিনা , সামুর কাছে বিনীত নিবেদন আমাকে যে ভাবে হউক আমার ব্লগে লগ ইন করতে দিন। [email protected] এই মেইলটা ওপেন হয়, যদি কিছু করা যায় দয়া করে আমাকে মেইল করবেন।
ধন্যবাদান্তে
প্রথম কথা

৪০| ২৬ শে মে, ২০১৬ রাত ৮:২৩

রোয়ানু বলেছেন: নোটিশ এর সমস্যা সমাধান হয় না .. এর উপরে নিক হারানোর জ্বালা ...

৪১| ২৬ শে মে, ২০১৬ রাত ১০:১০

ফয়সাল রকি বলেছেন: লগিন করতে পেরেছি কিন্তু আইএসপি সমস্যা পুরাপুরি গেলো না মনে হয়! মাঝে মাঝে সামু একসেস করতে পারি মাঝে মাঝে পারি না। গতকাল পাইনি আবার এখন পেলাম :(

৪২| ২৭ শে মে, ২০১৬ রাত ২:১৩

ব্লগার আয়নাল ভাই ইতি বলেছেন: লগিন করতে গেলে সমস্যায় পড়েছিলাম। নতুন পাসওয়ার্ড দিয়ে আবার লগিন করি।

৪৩| ২৭ শে মে, ২০১৬ রাত ২:১৭

ব্লগার আয়নাল ভাই ইতি বলেছেন: প্রিয় মহধয়গন আমার ফোবাইলে ছবি আফলোড হয় সেই ছবি দেখাচ্ছে না। দেখু একটু কষ্ট করে।

৪৪| ২৭ শে মে, ২০১৬ দুপুর ২:৪০

আব্দুল্লাহ তুহিন বলেছেন: একটার পর একটা সমস্যা সৃষ্টি হতেই আছে। আজ সকালে দেখি ২৬ টা নোটিফিকেশন! কিন্তু ক্লিক করতেই জিরো!! X(
.
সমাধান কি আসছে?

৪৫| ২৭ শে মে, ২০১৬ রাত ৮:১৫

কালনী নদী বলেছেন: ধন্যবাদ কতৃপক্ষ!

৪৬| ২৭ শে মে, ২০১৬ রাত ১০:১৭

রোয়ানু বলেছেন: পুরানো সেফ ব্লগার হয়েও পাসোয়ার্ডের গ্যড়াকলে পড়ে এখন আজ এক সপ্তাহ হলো এই নিকে আছি, অথচ এখনো প্রথম পাতায় পোষ্টের সু্যোগ হলো না ... আমাদের সমস্যা দেখার মতো কেউ কি আসলেই আছেন ... :(

৪৭| ২৮ শে মে, ২০১৬ দুপুর ২:৩৮

নাহোল বলেছেন: প্রাসঙ্গিক বিষয়ঃ প্লিওসিন অথবা গ্লসিয়ারকে কি কোনভাবে বাঁচানো সম্ভব নয়?

৪৮| ২৮ শে মে, ২০১৬ বিকাল ৫:১৩

একজন ধ্রুপদী বলেছেন: আমি আগের আইডি বহু চেষ্টা করেও ফিরে পেলাম না ।বাধ্য হয়র নতুন আইডি খুললাম ।

৪৯| ২৮ শে মে, ২০১৬ রাত ১১:১২

জুয়েল হাবিবুর রহমান বলেছেন: আমার হাবিবুর রহমান জুয়েল Click This Link আইডিটিতে ঢুকতে পারছি না। পরে নতুন এই আইডিটি খুলেছি। ইমেইল আইডিটিও মনে নেই।

জানি না আগের আইডিতে ঢুকতে পারবো কিনা।

৫০| ২৯ শে মে, ২০১৬ রাত ৩:৩৬

পোড়া কপাইল্লা মিন্টু বলেছেন: আমি ফাজিল আগের জিমেল হারিয়ে নতুন করে আবার এটা খুললাম ।
সামুকে ছাড়তে পারলাম না ।
তয় ভালো হওয়ার চিষ্টা করমুনি । :( আমি মিন্টু

৫১| ২৯ শে মে, ২০১৬ রাত ১০:১৩

তিক্তভাষী বলেছেন: কেনো পাসওয়ার্ড চেঞ্জ করতে হলো ঠিক বুঝতে পারলাম না। কর্তৃপক্ষ বলছে 'ব্লগ একাউন্টের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে' এ পরিবর্তন! আসলে হুমকিটা কী?

৫২| ২৯ শে মে, ২০১৬ রাত ১০:৩৫

মুহুর্মুহু বলেছেন: কালনি আর সোজন ছাগুকে মডু নজরে রাখবে এই আশা রাখলাম

৫৩| ৩০ শে মে, ২০১৬ দুপুর ১২:৫৭

রুপম হাছান বলেছেন: মোর জ্বালা! এতদিন ভেবেছিলাম, আমারটাই যত সমস্যা; এখন দেখি ভূরিভুরি সমস্যার কথা লিখা সামু’র ওয়ালে! যাই হোক সবাই যেনো আমার মত খুব তাড়াতাড়ি জ্বালা মিটিয়ে লগইন করতে পারেন সেই প্রার্থনা থাকলো।

ধন্যবাদ সামু’ কর্তৃৃপক্ষকে। সময় মত আমাকে যোগাযোগ করে সমস্যার সমাধান করে দেয়ার জন্য। আই লাইক সামু এন্ড আই লাভ সামু।

৫৪| ৩০ শে মে, ২০১৬ দুপুর ১:৩৬

লক্ষ্মীছেলে বলেছেন: আশা করি কর্তৃৃপক্ষ সকল সত্যতা যাচাই করে ব্যাবস্থা নিবেন। আর এই ধরনের কুমন্তব্য কারী ব্লগারদের হাত থেকে সন্মানিত ব্লগারদের সন্মান বজায় রাখবেন। ধন্যবাদ সামুর সকল কর্তৃৃপক্ষকে।

৫৫| ৩০ শে মে, ২০১৬ বিকাল ৫:১৮

যমুনার চোরাবালি বলেছেন: সামহোয়ারইন কতৃপক্ষ সব সময়ই প্রমাণ করেছে যে তারা সামু ব্লগারদের শুভাকাঙ্খি। যেমন আজ আমি হাড়ে হাড়ে প্রমাণ পেলাম। আমার অন্তরের অন্তঃস্থল থেকে সামুর জন্য অফুরান ভালোবাসা। এই ব্লগটা নির্ঘাত স্রেফ একটা ছবি হয়ে যেতে পারতো কিন্তু সামু কতৃপক্ষ সেটাকে ছবি হওয়া থেকে বাঁচিয়ে সজীবতা ধরে রাখতে সাহায্য করলো। এই ব্লগটা এখন সজীব।

আবারো আন্তরিক ধন্যবাদ সামু কতৃপক্ষ। সামুর বাগান সুগন্ধি ফুলে ফুলে ভরে উঠুক। সাথে অনেক অনেক নতুন বৃক্ষের জন্ম হোক এই বাগানে। শুভকামনা।

৫৬| ৩০ শে মে, ২০১৬ রাত ৮:৫৯

দেশপ্রেমিক পোলা বলেছেন: প্রিয় এডমিন,
আমার লেখা ইদানিং প্রথম পাতায় আসে না। এর কি কোন কারণ আছে? সামুর সাথে অনকেদিন ধরে, কিন্তু প্রথম পাতায় লেখা আসে না বলে লেখার উৎসাহ হারিয়ে ফেলেছি। আমি কি এমন কিছু লিখেছি যার কারণে সামু আমাকে সেফ ব্লগার থেকে আনসেফ করে ফেলেছে? আমি সমস্যাটি জানিয়েছি, কিন্তু নিশ্চিত না আপনারা আমার সমস্যা সম্পর্কিত রিপোর্টটি পেয়েছেন কিনা। ধন্যবাদ।

৫৭| ৩১ শে মে, ২০১৬ ভোর ৪:৪৯

পঞ্চগড় জয় বলেছেন: আমি মনে করলাম রিসেট করতে পারবোনা
অবশেষে মুক্ত হলাম

৫৮| ৩১ শে মে, ২০১৬ সকাল ৭:২৮

রাশেদ রাহাত বলেছেন: তার থেকেও বড় সমস্যায় আছি আমি। আমার নটিফিকেশন প্যাানেল কাজ করছে না। দুই বার সমস্যা সমাধানের জন্য আবেদন করেছি। কোন সাড়া পেলাম না।
আপনাদের শুভদৃষ্টির আশাবাদি।

৫৯| ৩১ শে মে, ২০১৬ বিকাল ৫:২৬

বিষক্ষয়_রিটার্নস বলেছেন: আমি আগের আইডি বহু চেষ্টা করেও ফিরে পেলাম না ।বাধ্য হয়র নতুন আইডি খুললাম ।

৬০| ০১ লা জুন, ২০১৬ রাত ২:৩৪

অন্কন বলেছেন: ৪ বছর ১০ মাস আগে আইডি খুলেছিলাম । যে ইমেইল দিয়ে খুলেছিলাম সেটা ডিঅ্যাক্টিভ হয়ে গেছে ।

আশা করি সামু কতৃপক্ষের যথাযথ সাহায্য পাব ।

ধন্যবাদ !

৬১| ০১ লা জুন, ২০১৬ সকাল ১১:৩১

সভ্য বলেছেন: আপনাদের মন খুব ভালো, তাই এক চেষ্টাতেই সফল হয়েছি, ভেবেছিলাম, খাইছে, এবার না একাউন্টটাই জব্দ করা হয়, কিন্তু বিষয়টা আসলে তা না, প্রশ্ন হলো, বার বার কিন্তু এটা চলতে থাকলে তখন দেখা যাবে আমরা পাসওয়ার্ড ভুলে বসে আছি, এটা যেনো বার বার করা না হয়। সব কিছুর জন্য ধন্যবাদ।

৬২| ০১ লা জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৪০

সামু পাগলা০০৭ বলেছেন: যে ইমেইল দিয়ে খুলেছিলাম সেটা ডিঅ্যাক্টিভ হয়ে গিয়েছিল বেশ আগেই। ইমেইল করলাম সামুকে। তারা কিছুদিনের মধ্যেই নতুন ইমেইলে আমাকে ঢুকতে দিলেন ব্লগে। অনেক ধন্যবাদ সামু কতৃপক্ষকে দ্রুত গতিতে আন্তরিকতার সাথে সমস্যা সমাধান করার জন্যে।

৬৩| ০১ লা জুন, ২০১৬ রাত ৯:৪৪

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: ইমেইল আইডি ডিএক্টিভেট হয়ে গিয়েছিল।সামুতে ইমেইল করতেই,নতুন ইমেইল আইডি প্রতিস্থাপন করে সমস্যার সমাধান করে দিল।২৯,মে ৬ বছর পুরানো নিক ও ব্লগ ফিরে পেলাম।ধন্যবাদ ব্লগ কর্তৃপক্ষকে।

৬৪| ০২ রা জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩

মায়াবী রূপকথা বলেছেন: ধন্যবাদ সামু :)

৬৫| ০২ রা জুন, ২০১৬ রাত ১১:২৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভয় পেয়ে গেছিলাম B-) অবশেষে সফল হলাম ! ধন্যবাদ সামহোয়্যার ইন টীম , অনেক ধন্যবাদ ।

৬৬| ০৩ রা জুন, ২০১৬ রাত ৩:১৬

টনি বলেছেন: অবশেষে উদ্ধার হলাম।কি একটা ঝামেলার মধ্যেই না ছিলাম গত কয়েকটা দিন।সেই কবেকার ই-মেইল কি মনে করে রাখছিলাম নাকি।যদিও বা আইডি টা মনে করা গেল অনেক কষ্টে তখন পাসওয়ার্ড নিয়ে বিপদে।যাক শেষমেষ মুক্ত হলাম।কর্তৃপক্ষের সাহায্য ছাড়া সম্ভব হত না।ধন্যবাদ এজন্য

৬৭| ০৩ রা জুন, ২০১৬ সকাল ৯:১৯

পোড়া কপাইল্লা মিন্টু বলেছেন: আইজ গত ৫দিন হইলো এহনো প্রেথম পাতায় লেখার সুযুগ পাইলাম না ।

৬৮| ০৩ রা জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯

কবি সুবর্ণ আদিত্য বলেছেন: আমিতো ভেবেছিলাম গেল আমার আইডিটা। অনেক ঝামেলার পর উদ্ধার করলাম।

৬৯| ০৩ রা জুন, ২০১৬ রাত ৯:১৪

বাকরখানি বলেছেন: চাঁদগাজী নামের বিকৃতমনা ফ্লাডারকে কমেন্ট ব্যান করার জন্য ধইণ্যা।

৭০| ০৪ ঠা জুন, ২০১৬ সকাল ১০:৪৯

রাজিব হোসেন পানি বলেছেন: আমি খুব সহজেই পাসওয়ার্ড পরিবর্তন করতে পেরেছি। এজন্য ব্লগ কর্তৃপক্ষকে অশেষ ধন্যবাদ।

৭১| ০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৩:২২

বাকরখানি বলেছেন: রিপ্লাইয়ের নামে আবার ব্যক্তি আক্রমণ শুরু করেসেন চাঁদগাজী। অবিলম্বে ব্যাবস্হা নেয়া হউক। চাঁদগাজীর সন্ত্রাসমুক্ত স্বাধীন ব্লগ চাই। Click This Link

৭২| ০৪ ঠা জুন, ২০১৬ রাত ১০:৪৫

সিস্টেম_অ্যাডমিন বলেছেন: ২৯ মে ২০১৬ এবং ০২ জুন ২০১৬ তে দুবার মেইল এ বিস্তারিত লিখেও কোন সুরাহা, নিদেন পক্ষে প্রতিউত্তরটাও না পেয়ে আবার একবার অনুরোধ করছি সিস্টেম অ্যাডমিন ব্লগটির লগ ইন জনিত সমস্যাটি একটু গুরুত্ব দিয়ে বিচার করবার জন্য । ধন্যবাদ
view this link

৭৩| ০৪ ঠা জুন, ২০১৬ রাত ১১:০০

আরজু.পনি বলেছেন: আরজু পনি নিকে লগইন হতে পারিনি সব ঠিকঠাকমতো অনুসরণ করেও।

আজ সকালে ১০:২৫ মিনিটে ফিডব্যাকে মেইল করেছি । দেখা যাক কখন জবাব পাই।

শুভকামনা রইল।

[মজিলা, ক্রোম কোন ব্রাউজার থেকেই ঢুকতে পারিনি গত বেশ কয়েকদিন। আজ টর দিয়ে ঢুকতে পারলাম]

৭৪| ০৫ ই জুন, ২০১৬ রাত ৩:৫০

স্যাম উইনচেষ্টার বলেছেন: প্রায় তিন বছর হয় এই ব্লগে এক আজব ব্লগারের আবির্ভাব হয়েছে, যিনি শত গালিগালাজেও ব্লগিং (!) থামান না। মনে হয় দশবার ব্যান খেয়েছেন এ পর্যন্ত, তবুও বারবার ফিরে আসেন তিনি নতুন কোন নিকে সবাইকে ব্লগিং-এর সার্টিফিকেট দিতে।

কেউ ব্লগার না এই ব্লগে। যে প্রতিবাদ করেন তার কোন মন্তব্যের বা পোস্টের তিনিই ব্লগার নন, তিনি অবশ্যই হারিয়ে যাবেন কালের গর্ভে এবং ব্লগার হতে পারবেন না।

তাকে ব্যান করা যাবেনা, করলে ব্লগাররা কিছু শিখতে পারবে না। তিনি একজন স্বঘোষিত সেরা সমালোচক, সমালোচনার অজুহাতে ব্যাক্তিআক্রমণ করে যাচ্ছেন সবাইকে। প্রতিবাদ করা যাবেনা, করলে ব্লগার হওয়া যাবে না।

কোনকিছুর মাফ নেই তার নোংরা তথাকথিত সমালোচনার হাত থেকে। কাউকে ব্যান করা যাবে না, এটা হল তার ভাষায় বাইবেলের প্রথম আয়াত।

গত কয়েকদিন ধরে নোংরামি চরমে উঠেছে এই ভদ্রলোককে নিয়ে। যথারীতি সারবত্তাহীন প্রলাপবহুল পোস্ট তিনি করে যাচ্ছেন সকাল বিকাল, এবং করলেই কোন এক বা একাধিক মাল্টি কুরুচিকর ছবি ফ্লাডিং করে পোস্টের বারোটা বাজায়। মাত্রা ছাড়িয়ে গেলে ভদ্রলোক পোস্টের কমেন্ট মডারেট করেন, কিছুক্ষণ বন্ধ থাকে। কিন্তু পুরাপুরি থামে না কখনও।

ইদানিং ভদ্রলোক কমেন্ট ব্যান, তাই ব্লগাররা খানিকটা শান্তিতে থাকতে পারছেন নোংরা বিশেষণ শোনা থেকে। কিন্তু সবসময়ের জন্য না। হঠাৎ হঠাৎ কিছু একটা হয়, মার্কোপলো আর জনতা-২০১৬ নামের দুইটা নিকে আবার হামলা চালান ভদ্রলোক।

অনেকদিন ধরেই মনে একটা প্রশ্ন খচখচ করছিল, যেই ব্লগের সবাই মগজহীন, যেই ব্লগের সবাই হাউকাউ পোস্ট দেয়, সেই ব্লগে বারবার ব্যান খাওয়ার পরও এরকম জোর করে পড়ে থাকার কারণ কি? কয়েকজন গণ কমেন্টার ভাইসাহেবের তেলের জোয়ারে তার অবশ্য ধারণা যে তিনি একজন মহান ব্লগার।

সাদা পতাকা বৈঠক আয়োজনের বেশ কয়েকটা চেষ্টা হয়েছে আগেও, লাভ হয়নি। কারণ একমাত্র তিনিই সঠিক, বাকি সবাই ভুল। পাত্তা দেয়ার প্রয়োজন বোধ করিনি, পাগল ছাগল কতই তো রাস্তায় ঘোরে। তবে গত দুইদিনে তিনটা জিনিষ চোখে পড়ায় আজকে পোস্ট দিতে বাধ্য হলাম।

প্রথমটা হল দেশের প্রধানমন্ত্রীর ব্যাপারে অসম্ভব আপত্তিকর বক্তব্য। সবাইকে যা খুশি বলছে, সবাই হজম করছেন। বাংলা কম্যুনিটি ব্লগিং গত ১০বছরের ইতিহাসে এখন মনে হয় সবচেয়ে নাজুক সময় পার করছে, নিরাপত্তার সার্থে এখন অনেকেই ব্লগার পরিচয় দিতে সাহস পায় না। এরকম একটা স্ক্রিনশট যদি প্রশাসনের কারও নজরে পড়ে, ব্লগের পরিণতি কি হবে ভাবলেই শিউরে উঠি। আরও আতংকজনক হল, চাঁদগাজীর এই কাজে তাকে পরিপূর্ণ সমর্থন দিয়ে যাচ্ছে সোজন বাদিয়া এবং কালনী নদী নামের দুইজন হিডেন জামাতি ব্লগার। সোজন বাদিয়ে কাদের মোল্লার মৃতদেহ নিয়ে ফুপিয়ে কেদে পোস্ট দেন, সেই পোস্টের সমর্থনে তাকে পরিপূর্ণভাবে সাহায্য করতে ঝাপিয়ে পড়ে কালনী নদী। প্রশাসনের কারও চোখে পড়লে দুয়ে দুয়ে চার মিলাতে বেশিক্ষণ লাগার কথা না।

তারপর হল ব্লগের পরিবেশ এবং নতুন ব্লগার। গত দুইমাসে অনেক নতুন ব্লগার ব্লগের ব্যাপারে আগ্রহ হারিয়ে ফেলেছেন এই ব্যাক্তির আক্রমণ এবং তার সুযোগ্য প্রতিপক্ষদের (!) লড়াইয়ে। কুরুচিপূর্ণ এতগুলো কমেন্ট কিভাবে একজন লোক সহ্য করতে পারে, সেটাই ছিল একটা আশ্চর্যজনক বস্তু। এই খটকাটা ভাঙে গতকালকের ব্লগার জেন রসির পোস্টে

এটাই ছিল তৃতীয় এবং শেষ ভাবনার বিষয়, এরকম নাছোড়বান্দা হয়ে, সবার ঘৃণার পাত্র হয়েও এত থাকতে চাওয়ার কারণ কি? সবাইকে অনুরোধ করছি জেন রসির পোস্টের সব কয়কটা কমেন্ট পড়ার জন্য। এই ভদ্রলোক যে নিঃসন্দেহে একজন সাইকোপ্যাথ সেটা উঠে এসেছে জেন রসি এবং ভদ্রলোকের মার্কোপলো নিকের কথোপকথনে। আসলেই, নতুবা এভাবে বারবার সবাইকে আক্রমণ করার কথা না। একটা কম্যুনিটিতে সবাই যখন কাউকে ঘৃণা করে তখন এরকম গায়ের জোরে ঝুলে থাকার কারণটা কি?

ব্লগমাতা, মডারেটর এবং সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করছি। এই ভদ্রলোকের যতগুলো নিক আছে ব্যান করুন এবং ফিরে আসার পথ বন্ধ করতে প্রয়োজনে সবাইকে জানিয়ে দিন যে এই লোকের কোন প্রবেশের নমুনা দেখলেই রিপোর্ট করতে। একজনকে বারবার সুযোগ দেয়ার জন্য এতজনের এত পুরান কম্যুনিটিকে ঝুঁকিতে ফেলার কোন মানে হয়না, যার গালি থেকে দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত মাফ পান না।


***** আলোচ্য ভদ্রলোকের সবকয়টা জানা নিক ব্লক করে রেখেছি। আমি যে ব্লগার না, আমি হারিয়ে যাব, আমার মগজ নেই, এগুলো আমি স্বীকার করে নিচ্ছি। প্রয়োজনে আমাকেও ব্যান করুন, কিন্তু এই ব্লগটাকে বাঁচিয়ে রাখুন। প্রায় সবকয়টা ক্যাচাল পোস্টেই তার গালিগালাজের স্ক্রিনশটগুলো আছে, পরিবেশ নোংরা করতে চাচ্ছিনা আবার সেগুলো দেখিয়ে।

৭৫| ১০ ই জুন, ২০১৬ বিকাল ৪:০৯

পথেরপাঁচালি বলেছেন: at last valo vabe korlam :-)

৭৬| ১১ ই জুন, ২০১৬ দুপুর ২:৩৯

খাইরুল মোস্তাক বলেছেন: "৫ বছর ৫ মাস ব্লগ লিখছি" শুধু এটি ছাড়া আমার ব্লগের আর কোন কিছুই দেখাচ্ছে না। (যেমন, প্রোফাইল পিকচার, পূর্বের লেখাগুলো, মন্তব্য যেগুলো করেছি ইত্যাদি।) কারনটা জানালে খুশি হব।

৭৭| ১৮ ই জুন, ২০১৬ রাত ৮:০৫

লা-তাহ্‌যান বলেছেন: রেজিস্টেশন করার সময় যে ইমেইলটি ব্যবহার করেছিলাম তা পরিবর্তন করতে চাই।
([email protected]) এখানে মেইল করেছি। কোন উত্তর পেলাম না। ঠিক বুঝতে পারছি না কোথায় মেইল করতে হবে।

৭৮| ২২ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৪০

লা-তাহ্‌যান বলেছেন: উত্তরে একটা মেইল এসেছিল মডুদের থেকে যে কেন মেইল এড্রেস পরিবর্তন করতে চাই জানাতে। জানালাম। কই আর ত কোন সাড়া নেয়।৩ দিন হয়ে গেছে।

৭৯| ২০ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:৪১

আহম কামাল বলেছেন: প্রিয় কর্তৃপক্ষ, আপনাদের ই-মেইল এড্রেস আমার জানা নেই
দয়া করে এড্রেস জানাবেন।



পোস্ট হয়ে যাওয়া মন্তব্য এডিট করার সুযোগ আছে কি না, আমার জানা নেই। দয়া করে জানাবেন কী?

। ধন্যবাদ ।। ভালো থাকবেন ।। নিরাপদে থাকবেন ।

৮০| ২০ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:৫৮

আহম কামাল বলেছেন: ৭৪ নাম্বার কমেনটার জনাব স্যাম উইনচেষ্টার (http://www.somewhereinblog.net/blog/sammysuper) আপনি যে ব্লগারকে ইংগিত করে বলছেন, তাঁর নাম কি চাঁদগাজী? বুঝতে পারছি না। দয়া করে তাঁর লিংক দিন।



আর, আপনার পেজ লিঙ্ক-এ ক্লিক করে আপনার কোনও পোস্ট চোখে পড়ছে না। আর-ও বা কারণ কী?
ধন্যবাদ, ভালো থাকবেন।

৮১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৩৬

পালবিহীন জাহাজ বলেছেন: I had to loose my id due to this ! Who is responsible ????????????

৮২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৪০

এইচ আর হাবিব বলেছেন: ধন্যবাদ সামহোয়্যারইন ব্লগ, নতুন পাসওয়ার্ড লিংক দেয়ার জন্য

৮৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ রাত ১১:৫০

বলেছেন: মাননিয় মডারেটর আমার নাম পরিবর্তন করতে চাচ্ছি। সুমন সাদি থেকে 'সাদি' তে। আশা করছি যথাযত সাহায্য পাব।

৮৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৩৭

জুপিটার মুহাইমিন বলেছেন: আমি নাম পরিবর্তন জনিত জটিল সমস্যায় আছি... প্লিজ হেল্প টু চেন্জ মাই নেইম!

৮৫| ০৩ রা মার্চ, ২০১৭ সকাল ১১:৪৬

জাহিদুল ইসলাম চৌধুরী শান্ত বলেছেন: আমি আগের আইডি বহু চেষ্টা করেও ফিরে পেলাম না ।বাধ্য হয়ে নতুন আইডি খুললাম ।

জেআইসিএস ছিলো আগের আইডির নাম

৮৬| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৪

সাইদুর রাহমান মানিক বলেছেন: আমি অনেক আশা নিয়ে ব্লগে একটি একাউন্ট খুলার মত ভাগ্য হাতে পেয়েছিলাম।
:
দুঃখের বিষয়, আমার লেখাগুলো প্রথম পাতায় ছাপা হচ্ছেনা। কিন্তু সেই ভাগ্যটা কুড়িয়ে পাবার আকাঙ্কায় আমি হতাশিত।
:
প্লিজ একটু যদি সহায়তার হাত বাড়াতেন!

৮৭| ১৮ ই জুন, ২০১৯ সকাল ১১:৫৬

আর্কিওপটেরিক্স বলেছেন: জিএমফাহিম বলেছেন: আমরা আগামী এক দশকের মধ্যে সামুর ওয়েবসাইটে HTTPS দেখবো বলে আশা রাখি


এক দশক নয় এখনই হয়ে গেছে :)

৮৮| ২১ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৩৪

সচেতনহ্যাপী বলেছেন: আমি অনেকদিন পরে এসেও লগইন করতে পেরেছি।। ধন্যবাদ।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.