নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নোটিশবোর্ড

নোটিশবোর্ড

নোটিশবোর্ড

নোটিশবোর্ড

নোটিশবোর্ড › বিস্তারিত পোস্টঃ

সার্ভার মেইনটেন্যান্স এর জন্য সামহোয়্যার ইন ব্লগ বন্ধ থাকা প্রসঙ্গে।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৩৭

প্রিয় ব্লগার,
সার্ভার মেইনটেন্যান্সের জন্য আগামীকাল ২৭ সেপ্টেম্বর ২০১৬, সকাল ৭টা থেকে বিকেল ৩:০০টা পর্যন্ত সামহোয়্যার ইন ব্লগ বন্ধ থাকবে। সর্তকতা হিসেবে এই নির্ধারিত সময়ের ৫ মিনিট আগে থেকে কোন পোস্ট / মন্তব্য প্রকাশ না করার জন্য পরামর্শ থাকছে।

সাময়িক এই অসুবিধার জন্যে আমরা আন্তরিকভাবে দুঃখিত।

বিনীত,
সামহোয়্যারইন ব্লগ টিম।

মন্তব্য ৪৬ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৫

সামিউল ইসলাম বাবু বলেছেন: ওটা দুপর নয় বিকাল ৩:০০টা হবে।

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৯

গেম চেঞ্জার বলেছেন: তাইলে পোস্টই দিমুনা!!

৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:০৫

নেক্সাস বলেছেন: মানিনা । মানবোনা।

৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:০৫

শাহরিয়ার কবীর বলেছেন: ধন্যবাদ সামু......

৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:০৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আচ্ছা .. মানছি মানব

@নেক্সাস ভাইয়া মানতে হবে মানতে হবে মানতেই হবে হ্যহ হ্যহ হ্যহ ;)

৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:১২

জনৈক অচম ভুত বলেছেন: আচ্ছা ঠিকাছে।

৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:২৪

মো:সাব্বির হোসাইন বলেছেন: ও আচ্ছা!!

৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমাদের কি হপি!

অতক্ষন এতিম হয়ে যাব!!!!!!!!!!!!! :((

থ্যাংকস
অগ্রিম জানানোয়..

গেট ব্যাক সুন :)

৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: ওহ আরেকটা কথা.।

কমেন্ট ব্যামো ঠিক হবে তো????

এই মুহুর্তেও ঝুলে আছে নোটিশ- মন্তব্য ১০৭ টা ক্লিক করলে একটা্ও আসে না। :(

১০| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৯

বোরহাান বলেছেন: ওওওওওওকে! গেট ব্যাক সুন...

১১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:০১

সামিউল ইসলাম বাবু বলেছেন: কমেন্ট এডিট করার অপশন চাই

১২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:০৮

কাজী আবদুর রহিম বলেছেন: আচ্ছা ঠিক আছে।

১৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:১১

রূপক বিধৌত সাধু বলেছেন: আমি তো ১০ টার দিকে একখান কবিতা পোস্টাতে চেয়েছিলাম! ক্যামনে কী!

১৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:২৩

আরিয়ান রাইটিং বলেছেন: কষ্টকর বেপার।।।।

১৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:২৫

মামুন ইসলাম বলেছেন: ঠিক আছে, তবে মনে থাকলে ভালো আর মনে না থাকলে কি যদি ভুল কইরা পোস্ট দিই তাহলে কি জড়িমানার অপশণ আছে ? :-B

১৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:২৯

মোটা ফ্রেমের চশমা বলেছেন: বিদ্রোহী ভৃগুর সাথে একমত। এই নোটিফিকেশনের ক্যাচাল তো অনেক দিন হলো? ঠিক কি আর হবে না কোন দিন? :(

১৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৮

হাতুড়ে লেখক বলেছেন: বিদ্রোহী ভৃগুর সাথে একমত। এই নোটিফিকেশনের ক্যাচাল তো অনেক দিন হলো? ঠিক কি আর হবে না কোন দিন? :(

আমি চশমা ভাইয়ের সাথে একমত।

১৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৫

হাতুড়ে লেখক বলেছেন: আর নোটিশ বোর্ড সমিপে ১টা কুশ্চেন: ভাই আপনে মানুষ নাকি নোটিশ বোর্ড? ;)

১৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ওহ! আচ্ছা তাই ? আপনাকো অনেক ভুল আছে যেমন এখানে নতুন ভর্তি হওয়ার সময় তিনদিনের কথা লেইখা সাত দিন
পর কার্যকর করা ।এসব ঠিক না । B-)

২০| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৭

আবু ইশমাম বলেছেন: তাহলে কি হবে রে ভুপেন ? এতো লম্বা সময়ে তো অনেক পোষ্ট জমা হবে যা সব এক সাথে পোষ্ট হতে পারে তিনটার পর। সামু মামু তখন চাপ সামলাতে পারবে তো?

২১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩২

খায়রুল আহসান বলেছেন: সার্ভার মেইনটেন্যান্স এর জন্য সামহোয়্যার ইন ব্লগ বন্ধ থাকবে- এটাতো মেনে নিতেই হবে, না নিয়ে উপায় আছে? তবে অগ্রিম জানিয়ে রাখার জন্য ধন্যবাদ আপনাদের অবশ্যই প্রাপ্য।
নোটিফিকেশনের ঝামেলাটা এবারে মিটিয়ে ফেলবেন দয়া করে। আর অনেকের পুরনো লেখায় মন্তব্য করলে (২০১৫ এর আগের লেখায়) নোটিফিকেশন যায়ই না তাদের কাছে, এ ব্যাপারটাও একটু দেখবেন প্লীজ।

২২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬

সাহসী সন্তান বলেছেন: প্রক্সি সার্ভার-টারভার দিয়াও বুঝি ঢোকার কোন অপশন নাই? ;) সময়টা বড্ড লম্বা হয়ে গেছে, আর একটু শর্ট করা গেলে বোধ হয় ভাল হইতো! সে যাহোক ভালই ভালই মেইন্টেনান্স সম্পন্ন হোক সেই কামনা করছি! তবে নিচে একটা প্রবলেম উঠিয়ে দিলাম, দেখবেন এটা সামুর কোন বাগ কিনা-

উপরের ছবিটা লক্ষ করুন! আজ বিকালে আমাকে একজন অনুসরণ করছেন, যার ব্লগ নেম- 'আরাফ করিম'!

কিন্তু আমি ঐ নোটিফিকেশন থেকে ক্লিক করার পরে যে ব্লগারের নাম আসলো তিনি হলেন- 'তাওহীদ পলাশ'!

এখন কথা হলো এটা কিভাবে সম্ভব? বললেন না যে, আমার ক্লিকে ভুল ছিল! কেননা আমি ব্যাপারটা নিশ্চিত হওয়ার জন্য পরপর দুইবার ঐ একই নোটিফিকেশনে ক্লিক করে ঠিক একই ব্যক্তিকে পেয়েছি! ঠিক একই ধরনের সমস্যার মুখোমুখি এর আগেও কয়েকবার হয়েছি, তবে সেটা আমারই ভুল ভেবে বিষয়টা সম্পর্কে আর কর্তৃপক্ষকে অবহিত করিনি! সুতরাং এ ধরনের ব্যাপার গুলো একই সাথে ঠিক করে নিলে ভাল হয়!

তাছাড়া মাত্রাতিরিক্ত নোটিফিকেশন শো করা সমস্যা তো আছেই! ঠিক ঐ সময়টাতে আমার প্রাপ্য মূল নোটিফিকেশন ছিল মাত্র তিনটা, অথচ দেখাইতেছে ৫৪ টা! এগুলোও ঠিক করা জরুরি! কেননা এটাতে মাঝে-মাঝে খুব বিরক্ত লাগে!

ধন্যবাদ সামহোয়্যারকে, এবং ধন্যবাদ সামহোয়্যারইন ব্লগ টিমকে!

২৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬

মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: নোটিফিকেশন এর ব্যপারে অনেক জনই বলেছেন নতুন করে আমি কিছু বলা প্রয়োজন মনে করছিনা, ধন্যবাদ অগ্রিম জানানোর জন্য ....

২৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৪

ব্লগার সুয়েব বলেছেন: চিন্তা পরে গেলাম

২৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২২

অপু তানভীর বলেছেন: ২০১১ সালে অনলাইনে আসার পর থেকে সামহোয়্যারইন ব্লগ টিম আমার কাছে যতবার আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এতোবার আর কেউ দুঃখ প্রকাশ করে নাই ! :D :D :D


সাময়িক এই অসুবিধার জন্যে আমরা আন্তরিকভাবে দুঃখিত।

বিনীত,
সামহোয়্যারইন ব্লগ টিম।


B-)) :D

২৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫

মনিরা সুলতানা বলেছেন: আশা করছি নতুন রুপে দেখব প্রিয় সামহোয়্যারইন ব্লগ :)

২৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:০৬

জুন বলেছেন: প্রিয় নোটিশবোর্ড,
বেশ অনেকদিন পর আজ একটি পোষ্ট দিলাম, আর সার্ভিসিং এর জন্য এখনি সার্ভার ডাউন করতে হবে :-*
আগে জানলে এর পরেই লেখাটা পাবলিশ করতাম /:)

২৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২০

ভ্রমরের ডানা বলেছেন: বিষয়টি আগে ভাগে জানানোর জন্য অনেক ধন্যবাদ সামু টিম! টিমের সকলের জন্য শুভকামনা রইল!

২৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২৩

প্রামানিক বলেছেন: সমস্যা নাই, সার্ভার গতিশীল হোক।

৩০| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২৬

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ এটা জানানোর জন্য । নোটিফিকেশন সমস্যায় ভুগছি । অনেককে সময়মত উত্তর দেয়া যাচ্ছেনা , নীজেই বিব্রত হচ্ছি । আশা করি অবস্থার অনেক উন্নতি হবে ।

৩১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২৯

ধ্রুবক আলো বলেছেন: আচ্ছা ঠিক আছে, সার্ভার গতিশিল হোক। আর কিছু প্রবলেম হচ্ছে সেগুলো সমাধান হোক। শুভ কামনা রইলো.,,,,

৩২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩৯

জে আর সিকদার বলেছেন: সবকিছু ঠিক থাকে যেন, সকল সমস্যাগুলির সমাধান হয় যেন।

শুভ কামনা সামু

৩৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪৯

সুবীর কান্তি গোপ বলেছেন: আন্তর্জাতিক ভাষা হিসেবে ইংরেজি ভাষা পরিচিত। বিশ্বের প্রতিটি দেশের সাথে যোগাযোগ রাখতে হলে সবাইকে ইংরেজি ভাষা আয়ত্ব করতে হবে। ইংরেজি ভাষা শিখা সবারই উচিত। তাই ইংরেজি ভাষা শিখতে হলে নিচের লিংকে ক্লিক করুন:
https://learnenglish1976.blogspot.com/

৩৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমি ঐ সময় অনলাইনেই থাকি না...

৩৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০৮

ঝর্ণা মনি বলেছেন: ধন্যবাদ জানানোর জন্য।

৩৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:১৪

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: জানানোর জন্য ধন্যবাদ

৩৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৩৭

রক্তিম দিগন্ত বলেছেন:
৮ ঘন্টা ব্লগ ছাড়া!!

আশা করছি বাগগুলো ফিক্স হয়ে যাবে এবার।

৩৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৩৭

হাসান কালবৈশাখী বলেছেন:
নোটিফিকেশন সমস্যায় কি ঠিক হবে? অনেককে সময়মত উত্তর দেয়া যাচ্ছেনা, বিব্রত হচ্ছি ।

৩৯| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:২৭

গিলগামেশের দরবার বলেছেন: নোটিফিকেশন প্রবলেম সবাই বলেছেন সেটা আমিও চাই। তবে কমেন্ট করার পর পাল্টা কমেন্ট করার জন্য আবার নতুন করে কমেন্ট খুলতে হয়। পাল্টা কমেন্টের জন্য নতুন করে কমেন্ট না খুলে আবার ওই কমেন্টের পরে ঘর সৃষ্টি করা গেলে কি প্রসঙ্গে কথা বলা হচ্ছিল এবং রিপ্লাই কি কারনে দেয়া হচ্ছে সেটা বুঝতে সুবিধা হতো। আশা করি এই সমস্যার সমাধানে সামু এগিয়ে আসবে।

আগে থেকে নোটিফাই করার জন্য সামু টিমকে ধন্যবাদ।

হ্যাপি ব্লগিং ব্লগার।

৪০| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:১৪

রাফা বলেছেন: Thanks for the notice....

৪১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:৩৪

সাদিক তাজিন বলেছেন: হইবো!

৪২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:২৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: কমেন্ট লোড হয় না ক্যারে ................. :((

ঘুত্তেই আছে ঘুত্তেই আছে B-) :-/ X((

৪৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৪১

ঘাস ফড়িং এর গল্প বলেছেন: এখন বিকাল ৫:৩৯ মিনিট কিন্তু আমার লেখা পোষ্ট আপলোড হচ্ছে না

৪৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৪১

ঘাস ফড়িং এর গল্প বলেছেন: এখন বিকাল ৫:৩৯ মিনিট কিন্তু আমার লেখা পোষ্ট আপলোড হচ্ছে না

৪৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৪

ঘাস ফড়িং এর গল্প বলেছেন: এখন বিকাল ৫:৩৯ মিনিট কিন্তু আমার লেখা পোষ্ট আপলোড হচ্ছে না

৪৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৪

ঘাস ফড়িং এর গল্প বলেছেন: এখন বিকাল ৫:৩৯ মিনিট কিন্তু আমার লেখা পোষ্ট আপলোড হচ্ছে না

৪৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: কমেন্ট লোড হয় না ক্যারে ................. :((

ঘুত্তেই আছে ঘুত্তেই আছে B-) :-/ X((

৪৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: কমেন্ট লোড হয় না ক্যারে ................. :((

ঘুত্তেই আছে ঘুত্তেই আছে B-) :-/ X((

৪৯| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৯

রক্তিম দিগন্ত বলেছেন:
কোন পোস্টের কোন কমেন্টই দেখতে পাচ্ছি না আমি। লগ ইন ও পাঁচ মিনিটের বেশি থাকতে পারছি না।

৫০| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কিছুক্ষন আগে একটা কমেন্টের রিপ্লাই দিলাম পর পর দুই বার একবারও শো করেনা , বিষয় কি ? :( :(

৫১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২০

স্পর্শ বলেছেন: হেইয়ার জন্যে আমায় অনেক অপেক্ষা করতে অইল! ! তবে রাতে এককান পোস্টাইব!
ধন্যবাদ সামুকে! !যদি আমাদের সমস্যা দুর হয় তাইলে অনেক ভালা অইব আমাদের! !

৫২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৭

খায়রুল আহসান বলেছেন: সংরক্ষণের নির্দিষ্ট সময় পার হয়ে যাবার অনেক পরেও নতুন কোন পোস্ট দিতে পারছিনা। এ সমস্যাটা কি শুধু আমারই হচ্ছে, নাকি আপনাদের মাঝেও কারো কারো হচ্ছে?

৫৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: পোস্ট পাবলিশ হচ্ছে না !

৫৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৫৫

খায়রুল আহসান বলেছেন: সংরক্ষণের নির্দিষ্ট সময় পার হয়ে যাবার অনেক পরেও নতুন কোন পোস্ট দিতে পারছিনা। এ সমস্যাটা কি শুধু আমারই হচ্ছে, নাকি আপনাদের মাঝেও কারো কারো হচ্ছে?

৫৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:২১

আবু ইশমাম বলেছেন: এখনো ঠিক হয়নি

৫৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:২৬

সেলিম আনোয়ার বলেছেন: ব্লগ থেকে পোস্ট দিতে পারিনি ।

৫৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:৪৪

এম এ কাশেম বলেছেন: আশু রোগ মুক্তি কামনা করি।

৫৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:০৮

এস এম আশিকুজ্জামান আকাশ বলেছেন: very co-operative notice...

৫৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:৫৮

এ কে এম রেজাউল করিম বলেছেন:
অইলো!

৬০| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৩৭

ফাহিম সাদি বলেছেন: এখন কি সব ঠিকঠাক আছে ?

৬১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:১১

রুদ্র জাহেদ বলেছেন: কোন সমস্যা কি এখনো রয়েছে?

৬২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৩২

মাকার মাহিতা বলেছেন: সার্ভার এখন ওকে আছে কি না...?

৬৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:২৭

আরজু পনি বলেছেন:
প্রিয় সামহোয়্যারইন ব্লগের জন্যে অনেক শুভকামনা রইল।

৬৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সমস্যা হচ্ছে। একটি পোস্টে মন্তব্য লিখে সেন্ড করলেও মন্তব্যটি প্রকাশ হলো না। এটাও প্রকাশ হবে কী না জানি না। প্রথম পাতায় ৩৯০ জন ব্লগার এবং তের হাজারের অধিক ভিজিটর অনলাইনে আছেন দেখাচ্ছে। এটা অস্বাভাবিক সংখ্যা। কারিগরি ত্রুটি বলে মনে হচ্ছে।

৬৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫৫

অদৃশ্য বলেছেন:



যতবার সার্ভার মেইটেন্যান্স হয় ততবারই দেখা যায় কোন না কোন নতুন সমস্যা তৈরি হচ্ছে... এবারো ঠিক তাই... ব্লগে মন্তব্যের জবাব গায়েব হয়ে যাচ্ছে... কতক্ষন পরে প্রকাশ পাবে কে জানে...

আরেকটা ব্যপার অনেকদিনথেকেই খেয়াল করছি যে আমার ব্লগে যারা আসেন তাদের সবাইকে ভিজিটর লিস্টে দেখ্তে পাইনা, খুব বেশি হলে ২/৩ জনকে দেখতে পাই... এটা কি সমস্যা নাকি হাইড থাকবার কোন ব্যাপার আছে?

যা হোক তাড়াতাড়ি সমস্যার সমাধান হোক, এই প্রত্যাশা...
সামু টোটাল টিমের জন্য
শুভকামনা...

৬৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৪০

আহলান বলেছেন: ঠিক হইছে বলে তো মনে হয় না .. ২৭ তারিখের পর আর পোষ্ট কই?

৬৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৪০

আসিফ মাহমুদ অন্তর বলেছেন: আর ২০ মিনিট।

৬৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৫৫

লেখা পাগলা বলেছেন: সব ওল্টাপাল্টা।

৬৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:১১

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: কোন কিছু পোস্ট করতে পারছি না....

৭০| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:১৭

সাদা মনের মানুষ বলেছেন: সাহসী সন্তানের অনুসরণ সমস্যায় ভুগতেছি আমি অনেক দিন ধরে

৭১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:১৮

সাদা মনের মানুষ বলেছেন: গিলগামেশের দরবার বলেছেন: নোটিফিকেশন প্রবলেম সবাই বলেছেন সেটা আমিও চাই। তবে কমেন্ট করার পর পাল্টা কমেন্ট করার জন্য আবার নতুন করে কমেন্ট খুলতে হয়। পাল্টা কমেন্টের জন্য নতুন করে কমেন্ট না খুলে আবার ওই কমেন্টের পরে ঘর সৃষ্টি করা গেলে কি প্রসঙ্গে কথা বলা হচ্ছিল এবং রিপ্লাই কি কারনে দেয়া হচ্ছে সেটা বুঝতে সুবিধা হতো। আশা করি এই সমস্যার সমাধানে সামু এগিয়ে আসবে।

আগে থেকে নোটিফাই করার জন্য সামু টিমকে ধন্যবাদ।

হ্যাপি ব্লগিং ব্লগার।

৭২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৪১

এমএইচ রনি১৯৭১ বলেছেন: অাজ ২৮সেপ্টেম্বর ,এখন বেলা ৩:৪০ মিনিট । কোন কিছুই অাপ করতে পারছি না কেন? অাপনাদের নিধৃারিত সময় পেরিয়ে গেছে ।

৭৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৪১

সজুসজীব বলেছেন: ধন্যবাদ জানানোর জন্য। |-)

৭৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৪২

সজুসজীব বলেছেন: ধন্যবাদ জানানোর জন্য।

৭৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৯

একজন দেশপ্রেমীক বলেছেন: এখনো কোনো পোস্ট করতে পারছিনা

৭৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২২

শরতের ছবি বলেছেন: নতুন কিছুই লেখা যাচ্ছে না ।

৭৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪২

আবদুর রব শরীফ বলেছেন: এখনো ব্লগিং করতে পারছি না !

৭৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:২৫

মোটা ফ্রেমের চশমা বলেছেন: আমি কমেন্ট করলে এখনো দেখা যাচ্ছে না :(

৭৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৩৭

আনিসা নাসরীন বলেছেন: এখনো কোন লেখা পোস্ট করা যাচ্ছে না।

৮০| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:২৬

মো: সাকিব আহমদ মুছা বলেছেন: জানানোর জন্য ধন্যবাদ

৮১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:০১

রমজান আহমেদ সিয়াম বলেছেন: মোবাইল দিয়ে লগইন করলে কিছুক্ষণ পরেই লগ আউট হয়ে যাচ্ছে ৷ কমেন্ট করলে কমেন্ট হয়না ৷

৮২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৯

রক্তিম দিগন্ত বলেছেন: ইহা আবার কোন জাতীয় মুসিবত। নোটিফিকেশন তো আসছে। কিন্তু কোণায় সংখ্যা তো আসে না।

৮৩| ০১ লা অক্টোবর, ২০১৬ দুপুর ২:৪৮

পুলহ বলেছেন: কর্তৃপক্ষের আন্তরিক প্রচেষ্টাকে ধন্যবাদ।

অতি সাধারণ একজন পাঠক হিসেবে আমার একটা সাজেশন আছে- যেহেতু অনেকেই নির্বাচিত পাতাটির জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করে থাকেন, তাই ব্লগ কর্তৃপক্ষ কি প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ের পর নির্বাচিত লেখাগুলো প্রকাশ করতে পারে না? উদাহরণস্বরূপ- অক্টবর ১ তারিখে আগত সকল লেখাগুলোর মাঝ থেকে নির্বাচিত লেখাগুলো হয়তো সন্ধ্যা ৭ টার দিকে প্রকাশিত হোল। এতে করে বোধহয় ব্যস্ত পাঠকদের জন্য টাইম সিনক্রোনাইজ করতে সুবিধা হবে এবং পুরো বিষয়টা একটা সিস্টেমের মাঝে চলে আসবে।

আমি জানি না- অলরেডি এ জাতীয় কোন নীতিমালা আছে কি না, কিংবা পাঠক হিসেবে আমার সাজেশনই বা কর্তৃপক্ষকে কিভাবে জানাবো- তাই কিছুটা ভিন্ন প্রসঙ্গ হলেও এখানেই উল্লেখ করলাম।

ব্লগের জন্য শুভকামনা।

৮৪| ০২ রা অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:২৪

নিসঃঙ্গ গ্রহচারী বলেছেন: সামুর নিজ্সব এন্ড্রয়েড এ্যাপস চাই । এমনকি পারলে সব বাংলা ব্লগকে এক এ্যাপসের আওতায় আনা গেলে আরও ভাল । যারা এ্যাপস বানান এবং কতৃপক্ষের দৃষ্টি কামনা করছি ।।

৮৫| ০৩ রা অক্টোবর, ২০১৬ সকাল ৮:৩৭

বোরহাান বলেছেন: কোনোরকমেই নোটিফিকেশন পাচ্ছি না

৮৬| ০৮ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:২৬

এম. আব্দুল আহাদ বলেছেন: ভাই আমার দুইটা কবিতা লেখা পোষ্ট দিয়েছি কিন্তু ১ম পেইজে দেখা যাইতেছে না কেনে ?
দয়া করে একটু বলুন

৮৭| ০৯ ই অক্টোবর, ২০১৬ সকাল ৮:০১

বোরহাান বলেছেন: লিখা ফন্ট পেজে এক্সেস হচ্ছেনা! লিখার মনমানষিকতা নষ্ট হয়ে যাচ্ছে! :(

৮৮| ১৯ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৫:২৫

ব্লগার সুয়েব বলেছেন: নোটিফিকেশন খুব বেশি সমস্যা করতেছে
এটা নিয়ে খুব চিন্তায় আছি

৮৯| ১৪ ই মার্চ, ২০১৭ সকাল ১১:০৪

রাকিব আর পি এম সি বলেছেন: বেশ কিছুদিন ধরে মোবাইল থেকে ব্লগটির "full version" ব্যবহার করতে পারছি না। একাধিক মোবাইল অার browser দিয়ে চেষ্টা করেও লাভ হয়নি। বিষয়টির সমাধান চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি অাকর্ষণ করছি। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.