নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কমিউনিস্ট সত্তা, ফাসিস্ত সত্তা, হিন্দু সত্তা, খ্রিস্টিয়ান সত্তা বলে কোনও সত্তার অস্তিত্ব আছে বলে আমি বিশ্বাস করি না। ধর্মীয় গোঁড়ামির কোনও একটা শাসনে সসাগরা পৃথিবী সর্বকালে শাসিত হবে, এ অবাস্তব কল্পনা। হিন্দু পারেনি, বৌদ্ধ পারেনি, খ্রিস্টিয়ান পারেনি, মুসলমান পারেনি, ফাসিস্ত পারেনি, নাৎসি পারেনি। কমিউনিস্টই বুঝি এর ব্যতিক্রম হবে?
প্রচন্ড বিক্ষিপ্ত লাগতেছে শেষ কয়দিন।
৯ জনের ভেতর ৩ জনেরই জ্বর। দুইজন হাসপাতালে ছিলো। এর মাঝে একজন বিমল দা।
ভোর বেলায় প্রিতমের ফোন পেয়ে শুনি বিমল দা নাই।
ম্যালেরিয়া এতোটা ভয়ংকর, এমন তরতাজা প্রাণের ক্ষুধা। দুই সপ্তাহ আগে পাহাড়ে দাপড়াইয়া বেড়ানো প্রাণও নিয়া গেলো।
টিমমেট হারানোর পর মানসিক শক্তি হারাই ফেলতেছি..
২| ২৩ শে জুলাই, ২০২৩ দুপুর ১:৩৮
শায়মা বলেছেন: ম্যালেরিয়া ডেঙ্গু প্রানহানি।
জীবনকে হাতে নিয়ে বেঁচে থাকার চেষ্টা এখন।
৩| ২৩ শে জুলাই, ২০২৩ দুপুর ২:৪২
রাজীব নুর বলেছেন: অত্যন্ত দুঃখজনক।
©somewhere in net ltd.
১| ২৩ শে জুলাই, ২০২৩ সকাল ১০:৩০
অপু তানভীর বলেছেন: কেবল ম্যালেরিয়াই নয় বর্তমানে বান্দরবানের রাজনৈতিক পরিস্থিতিও ভাল না । সাধারণ পর্যটকদের জন্য তা হুমকি স্বরূপ ।
কাছের মানুষ হারানোর কষ্ট কেবল সেই অনুভব করতে পারে যে হারিয়েছে ।