নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলোর পথে

আলোর সন্ধান চলেছি

নওরীন ইশা

আল্লাহ পাক উনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সালাম উনার প্রতি অফুরন্ত দরুদ ও সালাম

নওরীন ইশা › বিস্তারিত পোস্টঃ

রোগে ধৈর্য্য ধারণজান্নাতলাভেরঅছিলা।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০৭

কিছু মানুষ রোগকে এক ধরনের

আযাব ও অভিশাপ

মনে করে থাকে। এ সকল লোকের

নবী কারীম সাল্লাল্লাহু

আলাইহি ওয়াসাল্লাম এর

পবিত্র হাদীস

নিয়ে চিন্তা করতঃ স্বীয়

ভ্রান্ত ধারণা পরিবর্তন

করে ফেলা উচিত। কারণ

নবী কারীম সাল্লাল্লাহু

আলাইহি ওয়াসাল্লাম

রোগকে জান্নাত লাভের

অছিলা বলেছেন।

.

হাদীস বর্ণনাকারী হযরত

আতা ইবনে আবী রোবাহ রদিয়াল্লাহু

তায়ালা আনহু একবার

আমাকে হযরত আবদুল্লাহ

ইবনে আব্বাস (রাযিঃ) বলেন,

আমি কি আপনাকে একজন

জান্নাতী মহিলা দেখিয়ে দেব

না?

আমি বললাম, কেন দেখাবেন

না? অবশ্যই দেখান।

তিনি বললেন, “ঐ

কালো মহিলাকে দেখুন।”

.

এই মহিলা নবী কারীম

সাল্লাল্লাহু

আলাইহি ওয়াসাল্লাম এর

খেদমতে উপস্থিত

হয়ে বলতে লাগলেন,

ইয়া রাসূল্লাল্লাহ! যখন আমার

মৃগী রোগের চাপ শুরু হয় তখন

কখনও কখনও আমার ছতর

খুলে যায়, তাই আল্লাহর

দরবারে আমার সুস্থতার জন্য দুআ

করুন।

.

নবী কারীম সাল্লাল্লাহু

আলাইহি ওয়াসাল্লাম বলেন,

“তুমি পারলে ধৈর্য্য ধারণ কর,

তুমি জান্নাত পাবে। আর

যদি তুমি চাও

তবে আমি আল্লাহর নিকট তোমার

রোগ মুক্তির জন্য দোয়া করি।”

উক্ত মহিলা বলল, হুযুর,

(সাল্লাল্লাহু

আলাইহি ওয়াসাল্লাম) আমি সবর

করব। অতঃপর মহিলা বলল,

“তবে আপনি আল্লাহর নিকট এই

দুআ করুন যেন আমার ছতর

খুলে না যায়।” অতঃপর

নবী কারীম সাল্লাল্লাহু

আলাইহি ওয়াসাল্লাম তার জন্য

ঐ দুআ করলেন। -(বুখারী,

মুসলিম।)

.

সুতরাং উক্ত হাদীস ও ঘটনার

প্রেক্ষিতে ইহাই বুঝা যায়

যে রোগ-ব্যাধির

আল্লাহ তা’আলা আমাদেরকে পাপ

মুক্ত ও জান্নাত লাভের

অছিলা স্বরূপ দান করেন।

আল্লাহ তা’আলা আমাদের

সকলকে অসুস্থতার সময় ধৈর্য্য

ধারণ করার তৌফিক দান করুন,

আমীন।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৩০

উদাসিন সেলিম রানা বলেছেন: আমিন!!!!!!!!!!!!!!!!

২| ২০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:২৯

গ্রীনলাভার বলেছেন: আমিন।

সালাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.