নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশের মেডিক্যাল ইঞ্জিনিয়ারিং সবাই depressed । প্রথমত মেডিক্যাল এর পড়াশোনা অন্য লেভেল এর হার্ড। + এখানকার মেডিক্যাল পরবর্তী বিভিন্ন year এর পরীক্ষা পদ্ধতি নিয়েও গ্যাঞ্জাম আছে।
তবে শুধু মেডিক্যাল না, ইঞ্জিনিয়ারিং এর অবস্থাও সেম । সবাই মনে করে, X ভার্সিটি ভালো , Y ভার্সিটি খারাপ। কিন্তু দিন শেষে দেখবেন, যেই ভার্সিটিতেই যাবেন সেখানেই কোনো না কোনো drawback আছেই।
পাবকিল প্রাইভেট যে মারামারি হয়, সেখাকার অবস্থাও সেম। দুই ধরনের student রাই সেই লেভেলের depressed । কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই পাবলিকের student রা স্বীকার করতে চায় না (কারণ আমাদের দেশে পাবলিক ভার্সিটিকে পড়াশোনার HIGHEST Ranking দেয়া হয়। যার ফলে এতো ভালো জায়গায় ও যে student দের মানসিক চাপ থাকতে পারে, সেটা সমাজ মেনে নিতে চায় na)। আর প্রাইভেটের অবস্থাও করুন।
মোদ্দা কথা, যদি বাংলাদেশেই থাকেন, এর মধ্যেই বেঁচে থাকতে হবে। Depression দেখবেন, ভালো দেখবেন, খারাপ দেখবেন...
২২ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৩৪
noyon2009 বলেছেন: আসলেই বলেছেন
২| ২২ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৩৩
সাড়ে চুয়াত্তর বলেছেন: বাংলাদেশের এই চাপ যারা সহ্য করতে পারবে তারা উন্নত দেশের ভালো পরিবেশে আরও ভালো করবে। সবার চেষ্টা করা উচিত আন্তর্জাতিক পরিমণ্ডলে পৌঁছানোর।
৩| ২২ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৪৬
রাজীব নুর বলেছেন: রাইট।
সহমত।
©somewhere in net ltd.
১| ২২ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৫২
বিজন রয় বলেছেন: জীবনে হতাশা বলে কোনো কিছু নেই। সাময়িক ভালো খারাপ আছে।
যদি কেহ মানুষ নামের জীব হয় তো সে ওভারকাম করবেই।