নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপনি এমন এক দেশে বসবাস করেন যেখানে রাস্তায় হাটার সময় মাথায় ইট পরে মানুষ মারা যায়। রেস্টুরেন্টে খাওয়াদাওয়া করতে গিয়ে পু*রে মরে যায়। এখানে যারা পড়াশোনা করে, তারা প্রতিদিন ফ্যাকাল্টি কাছ থেকে ধরা। তারপর গ্রাজুয়েশন শেষ করে অফিসে যাওয়ার জন্য ৩ঘন্টা আগে বের হন, বাসে বসেই দেখেন এক পার্ভাট এক মেয়েকে হ্যারাজ করতেসে। দেখতে দেখতে আপনি সিগনালে আটকান, কারণ V.I.P যাচ্ছে, ফলে ৩ঘন্টা আগে বাসা থেকে বের হয়েও অফিসে লেট হয়। তারপর সেখানে আপনার বস আপনাকে এমন একটা কাজ করতে দেয় যেটা আসলে ইলিগ্যাল, কিন্তু চাকরি টিকিয়ে রাখতে আপনি মুখ বন্ধ করে সেটাও করে ফেলেন। আপনি বহু বছর ধরে দেখে আসছেন আইফোনের দাম কিডনির সমান, কিন্তু সম্প্রতি দেখতেছেন কাঁচাবাজার করতেও কিডনি বিক্রি করা লাগতে পারে।
এতো ঝামেলার সম্মুখীন হওয়ার পর আপনি ক্লান্ত এবং বিধ্বস্ত হয়ে ভাবতেই পারেন বিনোদন আর রিফ্রেশমেন্টের জন্য একটু খেলা দেখি। কিন্তু......... ঠিক তখনি ব্যাটিং করতে নামবে "লিটন কুমার দাস।"
২| ২৫ শে মার্চ, ২০২৪ বিকাল ৩:০৯
ঋণাত্মক শূণ্য বলেছেন: বহুকাল খেলা দেখি না এবং খেলার খবর রাখি না, তাই জোকসটা ধরতে পারলাম না!
২৫ শে মার্চ, ২০২৪ বিকাল ৪:৪১
noyon2009 বলেছেন: ভাই আপনি তাহলে একটু ভাল আছেন
৩| ২৫ শে মার্চ, ২০২৪ বিকাল ৪:২২
BM Khalid Hasan বলেছেন: ভাই, একটা সময় ছিল বাইরে বাসায় সবখানে গ্রুপ ধরে খেলা দেখতাম। বাসায় পরিবারের লোক আমার চেয়ে বেশি এক্সাইটেড ছিল। এখন এদের খেলার যা অবস্থা, তাতে কয়েক বছর ধরে দেখার সাধ পুরোপুরি জিরো হয়ে গেসে। নতুন প্লেয়ারদের চিনিও না এখন!
২৫ শে মার্চ, ২০২৪ বিকাল ৪:৪২
noyon2009 বলেছেন: আগের মত জোশ পাই না বা উত্তেজনা কাজ করে না খেলা দেখে বরং এখন মেজাজ খারাপ করে
৪| ২৫ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:২০
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: ফেসবুকে সেম স্ট্যাটাস পড়লাম। Tanjilur Rahman Saumik নামে একজন দিয়েছে। ১৮০০+ রিয়্যাক্ট। ওটা কি আপনার আইডি?
৫| ২৫ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:২৩
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন:
৬| ২৫ শে মার্চ, ২০২৪ রাত ১০:২৬
কামাল১৮ বলেছেন: প্রথম বলেই আউট।
৭| ২৬ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:৩৭
রাজীব নুর বলেছেন: হুম।
৮| ২৯ শে মার্চ, ২০২৪ ভোর ৫:২৪
প্রথম সারির নিরাপদ ব্লগার বলেছেন: ক্যাচ-কট-কট।
হয় চুরির দায়ে নতুবা পরিচয়ে ধরা খেয়ে গেছেন।
৯| ২৯ শে মার্চ, ২০২৪ ভোর ৫:৪১
প্রথম সারির নিরাপদ ব্লগার বলেছেন: এই লেখাটা সৌমিক'দারও নয় । প্রথম কমেন্টে উনি কার্টেসি দিয়েছেন অন্য জনকে। মূল(???) লেখার লিংক কমেন্টের সাথে দিলেও ঢোকা যাচ্ছে না।
©somewhere in net ltd.
১| ২৫ শে মার্চ, ২০২৪ দুপুর ২:৩০
রানার ব্লগ বলেছেন: দায়িত্ব জ্ঞানের অভাব ।