নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এন সি নীল

মানুষ হবার প্রচেষ্টায়

নীলমেঘ আমি

nu

নীলমেঘ আমি › বিস্তারিত পোস্টঃ

এতো নেকী কই রাখি?

১২ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪৬

বাংলালিংকের একটা অ্যাড আছে সহি মোবাইল নামা শিরোনামে। অ্যাডটির উপর অভিযোগ আনা হয়েছে অ্যাডটি নাকি ধর্মানুভুতিতে আঘাত করছে। অভিযোগের প্রেক্ষাপটে অ্যাডটি সংশোধন করা হয়েছে, সহি মোবাইলনামা শব্দটা বাদ দেয়া হয়েছে। জানিনা অ্যাডটি কত দিন চালাতে পারবে এভাবে।



অ্যাডটি অবশ্যই হাস্যকর। তবে এই ধরনের অনেক হাস্যকর বই আমি বাসের মধ্যে পাই। এইসব বইএর বিজ্ঞাপনে হকারের কথা শুনলে এবং বই কিনে পড়লে আমার বিজ্ঞানানুভুতি আহত হয়। কিছুদিন আগে এই ধরনের কেনা একটা বই থেকে হুবাহু কপি করছি। বইয়ের নাম সেকেন্ডে সেকেন্ডে লক্ষ কোটি নেকি, লিখেছেন হাফিজ মাওলানা মোহাম্মদ যুবায়ের।



# কোন দোয়া পড়লে ২০ লক্ষ থেকে ৪০ কোটি নেকি লাভ হয়?

# কোন দোয়াতে ৫ সেকেন্ডে ১ লক্ষ থেকে ৭০ লক্ষ নেকী লাভ করা যায়?

# কোন আমল করলে মরুভূমির বালুকারাশির মত অগণিত গুনা মাফ হয়?

# কোন আমলে ৭০ হাজার ফেরেস্তা সারা দিন গুনা মাফের দোয়া করে?

# কোথায় ২ রাকাত নামাজ পড়লে ১ রাকাতে সোয়া ৩৪ হাজার নেকী হয়?

# কোথায় কোরআন পড়লে ৬০ কোটি বেশী নেকী হয়?

# কোন নামাজে ৫০ বছরের আগের ও পরের গুনা মাফ হয়?

# কি করলে ১০০ হজ ও ১০০ উটের নেকী লাভ হয়?

# কোন মজলিসে বসা ৬০ বছরের ইবাদতের থেকে উত্তম?

# কোন জিকীর করলে স্বর্ণ সদকার নেকী লাভ হয়?

# কোন মহিলাকে ক্বাবা শরীফ ঝাড়ু দেবার নেকী দেয়া হয়?

# কোন মহিলাকে অর্ধেক জিহাদের নেকী দেয়া হয়?

# কোন নামাজে সমুদ্রের ফ্যানার মত গুনা মাফ হয়?



এই বইগুলা এই একবিংশ শতাব্দীতে বসেও চলছে। আর যখন এই বইগুলো অনুকরণে কোন কথা বলা বা মিডিয়াতে প্রচার করা হবে তখন তা নাকি ধর্মানুভুতিতে আঘাত করা হবে।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৫

সাদাত নিহান বলেছেন: ঠিক বলেছেন

২| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১০:১২

নীলতিমি বলেছেন: আর এই স্ট্যাইলটাই বা কেন ফলো করতে হবে? মানুষের ধর্মানুভুতির সুযোগ নেয়া ? /:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.