![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেশ কিছুদিন ধরে অনেককেই দেখছি ১৮+ পেজ গুলোর বীরুধে জিহাদে নেমেছেন। অনাকাঙ্ক্ষিত ভাবেই বিভিন্ন সময় বিভিন্ন বন্ধু ম্যাসেজ পাঠায় যেমন এই পেজে রিপোর্ট করুন, এই পেজে কেন লাইক ব্লা ব্লা ব্লা। যদিও পৃথিবীর বুকে যতদিন ফেসবুক থাকবে অম্লান, ততদিন ১৮+ পেজও ফেসবুকে থাকবে বহমান। কিন্তু তারপরও ১৮+ পেজ গুলোর বীরুধে লেগে অনেকেরই পরিচিতি বেড়েছে, পেয়েছেন চেলিব্রেটি খেতাব। তাদের উদ্দেশেই আজকে আমার এই লেখা-
বন্ধন নামে আমার এক ৭ বছর বয়সী চাচাতো ভাইকে নিয়ে এক আত্মীয়র বাসায় বেড়াতে গিয়েছিলাম। সেখানে গিয়ে সে একটি ইজি চেয়ার পায়, আমাদের বাসায় এই ধরণের চেয়ার নেই বলে সে এটার প্রতি অনেক বেশী কৌতূহল দেখায়, প্রথমে বসে তারপর দাড়িয়ে দাড়িয়ে দোল খাওয়া শুরু করে। আমি পড়ে যাবে বলে তাকে মন্দ বললে সে মন খারাপ করে বসে পড়ে। আমি একটু পড়ে কাজে অন্য রুমে গেলে সে আমার অনুপস্থিতিতে আবার দাড়িয়ে দোল খেতে শুরু করে যা আমি দূর থেকে লক্ষ্য করি। আমি দেখলাম সে খুব ভালোভাবে ব্যাল্যান্স রেখে দোল খাচ্ছে, পড়ার সম্ভাবনা নেই বলে আমি আর তাকে কিছু বললাম না। সে আধা ঘণ্টার মতো দাড়িয়ে দাড়িয়ে দোল খেয়ে ক্লান্ত হয়ে বসে পড়লো। তাকে আর আমি তারপরে এই ভাবে কষ্ট করে দোল খেতে দেখিনি।
মানুষের অন্তর্নিহিত প্রবণতা এমন যে নিষিদ্ধ এবং ব্যাতিক্রম বিষয়ের প্রতি আকর্ষণ তার অনেক বেশী। এটিকে যদি জোর করে বন্ধ করতে যাওয়া হয় তাহলে আকর্ষণ আরও বেড়ে যাবে, বরং তাকে এটি করতে দিলে একটা পর্যায়ে সে এটি করার আর আগ্রহ পায় না। প্রথম প্রথম আমি যখন ইন্টারনেট ব্যাবহার করি তখন সার্চের প্রধান বিষয়বস্তু ছিল সেক্স। কিন্তু একটা পর্যায়ে এই আগ্রহটা হারিয়ে ফেলি। এখন কোন সময় সেই ধরণের সাইটে যাই না বা অতীতের কথা মনে পরলে বেশ হাসি পায় যে এই ধরণের ফালতু সাইট গুলোতে আমি সময় দিয়েছি।
বাংলাদেশী যে ১৮+ পেজগুলো আছে তা ১৮+ তো নয়ই বরং ১২+ হয় না আমার মতে। কিছু কিছু পেজে বিকৃত চটি থাকে যা খুব বেশী দিন একটা সুস্থ মানুষ আগ্রহ নিয়ে পড়তে পারে বলে আমার মনে হয়না। আবার ১৮+ পেজগুলো যেভাবে ধর্মপ্রচার ও রাজনীতি প্রচার করে তাতে নিজেদের অবস্থান থেকেই তারা সরে আসতেছে বলেই মনে হয়। প্রথম প্রথম ফেসবুকে আসলে এই ধরণের পেজগুলোতে আগ্রহ থাকলেও সময়ের বিবর্তনে তা বেশীর ভাগ মানুষের মধ্য দিয়েই চলে যায়। তাছাড়া ১৮+ পেজ যদি আপনার কোন ক্ষতি না করে তার কাজ সে করে তাতে আপনার কি? আপনি ঐ সব পেজে না গেলেই হল, যে যেতে চায় তাকে বাধা দেবার কোন অধিকার আপনার নেই। কে কোন পেজে লাইক করবে এটা তার ব্যাক্তিগত ব্যাপার আর অনেক সময় আমার মতো অনেকেই পেজে না গিয়েই বা না দেখেই লাইক করে। ঐ পেজে লাইক করার অপরাধে আপনি বড়োজোর তার সাথে সম্পর্কও ছিন্ন করতে পারেন কিন্তু তাকে কাঠগড়ায় দাড় করাতে পারেন না। যেমন কেউ যদি বাঁশের কেল্লা লাইক করে এবং সে জন্য আপনার যদি ভালো না লাগে আমি বড়জোর তাকে ব্লক করতে পারি। সে কেন এই ধরণের পেজে লাইক দিল তা নিয়ে ঝগড়া করা আপনার কাজ নয়।
পরিশেষে সাইদির ভাসায় বলবো, অয়েল ইয়োর ওন মেশিন। জোর করে কোন কিছু বন্ধ করা যায় না, সময়ের বিবর্তনে ভালো জিনিষ গ্রহণযোগ্য হবে এবং খারাপ জিনিষ আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে।
২| ২০ শে জুন, ২০১৩ রাত ৯:৫৮
নীলমেঘ আমি বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভারী বিরক্ত লাগে এই গুলার পক্ষে বা বিপক্ষে ২ ধরণের প্রচারণাকেই।
©somewhere in net ltd.
১|
২০ শে জুন, ২০১৩ রাত ৯:৪৮
রাকীব হাসান বলেছেন: সময়ের বিবর্তনে ভালো জিনিষ গ্রহণযোগ্য হবে এবং খারাপ জিনিষ আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে।
সহমত