নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এন সি নীল

মানুষ হবার প্রচেষ্টায়

নীলমেঘ আমি

nu

নীলমেঘ আমি › বিস্তারিত পোস্টঃ

" মেয়েরা হইলো তেতুলের মতো " - আল্লামা শফি

০৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:১৯

এতো সময় আল্লামা শফির ওয়াজ দেখলাম। আল্লামা শফির ওয়াজের ইউটিউবের লিংক এখানে

নিম্নে তার ওয়াজের কিছু বিষয় তুলে ধরছিঃ





আল্লামা শফি



"আপনার মেয়েকে কেন গার্মেন্টসে দিছেন? ফজরে ৭-৮ টায় চলে যায়, রাত ৮-১০ টা ,বারটায়ও আসে না, কোন পুরুষের সঙ্গে ঘুরাফিরা করতেছে, তুমিতো যান না, কত জ্বেনার মধ্যে মুকতালা হচ্ছে। তোমার মেয়ে আর জ্বেনা কইরা কইরা টাকা রোজগার করতেছে, কি বরকত হইবে? আপনার মেয়ে স্কুল কলেজ ভার্সিটিতে পড়তেছে। আরে, ক্লাস ৪/৫ পর্যন্ত লেখা পড়া করান, যাতে বিবাহ শাদী দিলে স্বামীর টাকা পয়সার হিসাব রাখতে পাইরবে, এমত এতটুকু।



মেয়েরা হইলো তেতুলের মত। দেখলেই দীলের মইধ্যে লালা বাইর হয়। তেতুল গাছের নিছে দিয়া গেলে জিফরায় লালা আসে। এই মহিলাদের সঙ্গে লেখাপড়া কইরতেছেন দিল ঠিক রাখতে পাইরবেন না। যতই বুজুর্গ হউন মহিলাকে দেখলে, তাদের সঙ্গে হ্যান্ডশেক করলে তোমার দিলের মইধ্যেও কূভাব আইসা যাবে, খারাপ খেয়াল এইটা মনের জ্বেনা, দিলের জ্বেনা, দিলের জ্বেনা, হইতে হইতে এইটা আসল জ্বেনায় পরিনত হবে। কেউ যদি বলে,আমি বূড়া মানুষ, হুজুর মহিলাকে দেখলে আমার দিল খারাপ হয় না, কূ খেয়াল দিলের মইধ্যে আসে না, তা হলে আমি বইলবো’ এই ভাই, তোমার ধ্বজভঙ্গ বিমার আছে, তোমার পুরুষত্ব নস্ট হইয়্যা গ্যাছে। সেই জন্য মহিলা দেখলে তোমার কূভাব আসে না। আপনার বিবি ‘যাদের সঙ্গে বিবাহ হতে পারে……………..তাদের কাউকে দেখা দিতে পারবে না। আপনার বিবি যদি দেখা দেয় তবে যদি আপনে বাধা না দেন তবে আপনার জন্য বেহেস্ত হারাম হইয়া যাবে।”



আল্লামা শফির বয়ান থেকে লিখিত রুপ।

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৩

মূসা আলকাজেম বলেছেন:
প্রত্যেকটা কথা যুক্তি সংগত, বাস্তব। আপনাদেরকে বলে নাই, যারা আখেরাত বিশ্বাস করে, মুসলিম তাদেরকে বলেছে। সত্য কথা তিতাই লাগে।

তেতুলের ব্যাপারটা জাস্ট উপমা। মহিলাকে খারাপ বলা উদ্দেশ্য নয়। পুরুষের জন্য বেগানা মহিলা বিপজ্জনক, এটা বুঝানো উদ্দেশ্য। যেমন কেউ যদি বলে যে, জ্বরের রোগীর জন্য পানি বিপজ্জনক, তাহলে পানির কোন দোষ বলা উদ্দেশ্য নয়, ঐ রোগীর মধ্যে সমস্যা আছে, সেজন্যই উপকারী পানিও তার জন্য ক্ষতিকারক।

যারা শিক্ষার কথা বলে মহিলাদেরকে বেপর্দা ঘরের বাইরে আনতে চায় তাদের আসল উদ্দেশ্য কি, তা জানতে হলে এখানে ক্লিক করুন

লাক্স এর চামড়া ব্যবসা , দর্শকের দেহ কামনা আর ব্লগে ধর্ষকামী ভূতের আছর- শেষ পর্ব

২| ০৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৪

মূসা আলকাজেম বলেছেন:
শিক্ষকদের যৌন নির্যাতন

৩| ০৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৩

রাজীব নুর বলেছেন: ব্যাটা বদমাশ।

৪| ০৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৮

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: @ মূসা আলকাজেম ,,,,, ভাই দিলে চোট না নিলে একটা ব্যক্তিগত প্রশ্ন করি..

'''আপনি কি বিবাহিত'''.......?

৫| ০৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:১১

মুহাম্মদ ফয়সল বলেছেন: মুসা আলকাজেম, আপনার কথা ধরেই বলছি, পানির রুগিকে কি পানি খাওয়ানো বন্ধ করবেন নাকি তার চিকিতসা করবেন! মহিলা দেখে লালা যার আসে সেটা তার সমস্যা, মহিলার না, নিজের ইলাজ করার জন্য অন্য কারো স্বাধীনতায় হস্তক্ষেপ চলে না, সমর্থন করতে পারলাম না।

৬| ০৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:২৪

পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: পুরুষের ধোন খাড়ায় । এটা পুরুষের সমস্যা। এই সমস্যার জন্য নারীকে ঘরের মধ্যে বন্দী রাখাটা কোনো যুক্তি হতে পারে না।

৭| ০৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৩০

মোমেরমানুষ৭১ বলেছেন: ধর্ম বিশ্বাসী কিছু লোককে লক্ষ করে কিছু ওয়াজ ও নসীহত করছেন আল্লামা আহমদ শফী দামাবারকাতুহু।
আর এতেই চুলকানী উঠে গেল কিছু শাহবাগী নাস্তিকদের। ব্যাটা ছাগলের বাচ্চা গুলান ধর্ম ভাল লাগে না তো চুপ করে বসে থাক, ধর্ম নিয়ে কটুক্তি করস ক্যা? যারা ধর্ম মানে তাদের কটুক্তি করস ক্যা? তোরাই তো দেশকে একটা স্পস্টতই বিভাজনের দিকে নিয়ে গেছিস। আস্তিক নাস্তিক ইস্যু তৈরী করেছিস। সাম্প্রদায়িকতা উস্কে দিয়ে এখন সুচিল সেজে মজা লইতাছিস। তোদের উস্কানীর কারনেই আমরা হারিয়েছি বুয়েটের মেধাবী ছাত্র আরিফকে। আর কত তাজা খুন তোরা চাস? আর কত তাজা প্রানের বিনিময়ে এই খেলা বন্ধ করবি?

৮| ০৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৩৪

পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: মোমের মানুষ, চুলকানি লাগাইছে তো আমার দেশ।
আমি যুদ্ধাপরাধীদের বিচার চাই। আমি আস্তিক না নাস্তিক তা প্রশ্ন করার অধিকার আপনার নেই।
যুদ্ধাপরাধীদের বিচার চাওয়ার সঙ্গে আস্তিক নাস্তিকের কোনো সম্পর্ক আছে কি?

৯| ০৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৩৭

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ব্যাটা বুড়া বয়সেও বদমাশি করতেছে!

১০| ০৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৪৬

নিষ্‌কর্মা বলেছেন: বুঝলাম উনারও মেয়ে দেখলে লোল পড়ে! :-B :-B :-B :-B

১১| ০৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৪৬

পলাশ০১৯১১ বলেছেন: ও শালা চরম ধ্বজ মাল। নিজের মেশিন দাড়াই তো সবাই মেশিন নামাই রাখো। শালা ধ্বজ মাল।

মেয়েমানুষ৭১ কে বলছি সবাইকে ছাগল বলার আগে নিজের পা্ছাই হাত দিয়া দেখেন আপনার লেজ টা আছে নাকি হেলিকাপ্টার শফি নিয়া গেছে। শাল মফিজ।

১২| ০৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:১০

মরুবিজয় বলেছেন: এই জন্যই নারী সাংবাদিক দেইখ্যাই ওয়াজ ফালাইয়া পিছে ধাইছিল - শালা ছাগুর বাপ

১৩| ০৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:১৩

মো ঃ আবু সাঈদ বলেছেন: প্রত্যেকটা কথা যুক্তি সংগত, বাস্তব। আপনাদেরকে বলে নাই, যারা আখেরাত বিশ্বাস করে, মুসলিম তাদেরকে বলেছে। সত্য কথা তিতাই লাগে।

তেতুলের ব্যাপারটা জাস্ট উপমা। মহিলাকে খারাপ বলা উদ্দেশ্য নয়। পুরুষের জন্য বেগানা মহিলা বিপজ্জনক, এটা বুঝানো উদ্দেশ্য। যেমন কেউ যদি বলে যে, জ্বরের রোগীর জন্য পানি বিপজ্জনক, তাহলে পানির কোন দোষ বলা উদ্দেশ্য নয়, ঐ রোগীর মধ্যে সমস্যা আছে, সেজন্যই উপকারী পানিও তার জন্য ক্ষতিকারক। ..সহমত

১৪| ০৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৩১

নীলমেঘ আমি বলেছেন: //ব্যাটা ছাগলের বাচ্চা গুলান ধর্ম ভাল লাগে না তো চুপ করে বসে থাক, ধর্ম নিয়ে কটুক্তি করস ক্যা? যারা ধর্ম মানে তাদের কটুক্তি করস ক্যা?//........এখানে ধর্ম নিয়া কি কটূক্তি করা হয়েছে বলতে পারেন? শফির কথাবাত্রা আমার কাছে কতোটা হাস্যকর এ সম্পর্কিত কোন মন্তব্য পর্যন্ত দেই নি আমি শুধু মাত্র সে যা বলেছে প্রমান সহ সবার সাথে শেয়ার করেছি। কাদের পুটকিতে আগুন জ্বলে ভালই বুঝতে পারি। X( X( X(

১৫| ০৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৫০

বেলাল আহমেদ রাসেল বলেছেন: মো ঃ আবু সাঈদ বলেছেন: প্রত্যেকটা কথা যুক্তি সংগত, বাস্তব। আপনাদেরকে বলে নাই, যারা আখেরাত বিশ্বাস করে, মুসলিম তাদেরকে বলেছে। সত্য কথা তিতাই লাগে।

তেতুলের ব্যাপারটা জাস্ট উপমা। মহিলাকে খারাপ বলা উদ্দেশ্য নয়। পুরুষের জন্য বেগানা মহিলা বিপজ্জনক, এটা বুঝানো উদ্দেশ্য। যেমন কেউ যদি বলে যে, জ্বরের রোগীর জন্য পানি বিপজ্জনক, তাহলে পানির কোন দোষ বলা উদ্দেশ্য নয়, ঐ রোগীর মধ্যে সমস্যা আছে, সেজন্যই উপকারী পানিও তার জন্য ক্ষতিকারক। ..সহমত

১৬| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ৮:২১

িভৃতচারী বলেছেন: প্রত্যেকটা কথা যুক্তি সংগত, বাস্তব। আপনাদেরকে বলে নাই, যারা আখেরাত বিশ্বাস করে, মুসলিম তাদেরকে বলেছে। সত্য কথা তিতাই লাগে।

তেতুলের ব্যাপারটা জাস্ট উপমা। মহিলাকে খারাপ বলা উদ্দেশ্য নয়। পুরুষের জন্য বেগানা মহিলা বিপজ্জনক, এটা বুঝানো উদ্দেশ্য। যেমন কেউ যদি বলে যে, জ্বরের রোগীর জন্য পানি বিপজ্জনক, তাহলে পানির কোন দোষ বলা উদ্দেশ্য নয়, ঐ রোগীর মধ্যে সমস্যা আছে, সেজন্যই উপকারী পানিও তার জন্য ক্ষতিকারক। ..সহমত

১৭| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ৮:৩৯

ইলুসন বলেছেন: আপনার মেয়ে স্কুল কলেজ ভার্সিটিতে পড়তেছে। আরে, ক্লাস ৪/৫ পর্যন্ত লেখা পড়া করান, যাতে বিবাহ শাদী দিলে স্বামীর টাকা পয়সার হিসাব রাখতে পাইরবে, এমত এতটুকু।

এটা কোন ধরণের কথা? ইসলামের কোন জায়গাতে আছে মেয়েদের বেশি পড়ালেখা করানো যাবে না? এই কথা যেই বলুক আমি মানতে পারি না। তাকে কুরআন আর হাদিসের রেফারেন্স দিতে হবে।

১৮| ১১ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৫

রুদ্র নীল বলেছেন: নিজের মা বা মেয়েরে দেখলে ও লোল পরে? তারাও তো মেয়ে... পুরাই তারছিরা...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.