নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এন সি নীল

মানুষ হবার প্রচেষ্টায়

নীলমেঘ আমি

nu

নীলমেঘ আমি › বিস্তারিত পোস্টঃ

কালো ধারা বাতিলের দাবীতে আজ ৯ সেপ্টেম্বর সোমবার বিকাল ৩.৩০ মিনিটে শাহবাগে প্রতিবাদ সমাবেশ। ।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৩৭

অবশেষে “তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংশোধিত অধ্যাদেশ ২০১৩" এর মাধ্যমে অভিযোগ গঠন করা হয়েছে ৪ ব্লগারের নামে। অভিযোগ সামান্য পরিমান প্রমাণিত হলেই এদের সর্বনিম্ন শাস্তি হবে ৭ বছরের কারাদণ্ড। ২০০৬ সালে যখন প্রথম তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন করা হয়েছে তখনই বিভিন্ন স্থান থেকে এর প্রতীবাদ করা হয়েছিলো। ২০০৬ সালের আইনে ৫৭(১) ধারা অনুযায়ী অশ্লীল, মিথ্যা, অসৎ উদ্দেশ্য প্রণোদিত, নীতিভ্রষ্ট, খারাপ উদ্দেশ্য নিয়ে তথ্য নষ্ট, অনুমতি ছাড়া ডেটা হস্তান্তর, হ্যাকিং, অপরের জন্য মানহানিকর, ধর্মীয় অনুভূতিতে আঘাত প্রভৃতির জন্য সরবচ্চ ১০ বছরের কারাদণ্ডের পরিবর্তে এখন ১৪ বছর করা হয়েছে। এখানে মিথ্যা, অশ্লীল, উদ্দেশ্য প্রণোদিত, নীতিভ্রষ্ট, মানহানিকর, ধর্মীয় অনুভূতিতে আঘাত পরিমাপের ভার দেয়া হয়েছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে।



এছাড়া অপরাধ জামিন-অযোগ্য এবং সব অপরাধকেই আমল যোগ্য করার প্রস্তাব করা হয়েছে। আমলযোগ্য অপরাধ কেউ করলে পরোয়ানা ছাড়াই গ্রেপ্তারের বিধান রাখা হয়েছে। একজন ব্যক্তি দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত তাকে অপরাধী বলা যায় না। তাই কোনো অপরাধকে বিচারের পূর্বেই জামিন-অযোগ্য বলা যায় না। এই আইনে মামলা করতে হলে আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিতে হতো কিন্তু এখন পুলিশ অপরাধ আমলে নিয়ে মামলা করতে পারবে। পুলিশ এখন জাজ, জুরি, এক্সিকিউশনের কাজ করবে।



এই রকম গনবিরোধী আইন সংশোধন করে জনকল্যাণ মূলক আইনের দাবীতে আজ ৯ সেপ্টেম্বর সোমবার বিকাল সাড়ে ৩ টায় শাহবাগ জাতীয় যাদুঘরের সামনে প্রতীবাদ সমাবেশে আপনার উপস্থিতি একান্ত কাম্য। পোস্টটা শেয়ার করুন।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১৩

িটউব লাইট বলেছেন: আবার শাহবাগ? ভাই জায়গাটা change করেন। জায়গাটা পৈঁচা গেছে। :( :( :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.