![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেহেতু ইসলাম নারী পুরুষের সহ শিক্ষাকে সমর্থন করে না তাই পৃথিবীর বেশীর ভাগ ইসলামিক দেশ গুলোর পাবলিক লাইব্রেরীতে নারী ও পুরুষের আলাদা আলাদা পাঠকক্ষের ব্যাবস্থা রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে সৌদি আরব এক ধাপ এগিয়ে নারীদের লাইব্রেরী থেকে বিতাড়িত করলো। সৌদি আরবে হাফার আল বাতিন নামক পাবলিক লাইব্রেরীতে নারীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। সৌদি আরবের বিভিন্ন লাইব্রেরীতে নারীদের প্রবেশ করতে হলে পুরুষ অভিভাবক লাগতো কিন্তু এখন হাফার আল বাতিনের পথে হাঁটছে অনেক লাইব্রেরী যেখানে নারীদের সম্পূর্ণ নিষিদ্ধ করা হচ্ছে।
আশ শারাক পত্রিকায় এই বিষয়ে নাহিদা আলদুল রহমান বলেন, এটা এই শহরের একমাত্র পাবলিক লাইব্রেরী। নারীরা এই লাইব্রেরীর ভীতরে না ঢুকতে পারলেও সে বাইরে দাড়াতে পারবে এবং তার পুরুষ প্রতিনিধির নামে এখান থেকে গ্রন্থ সংগ্রহ করতে পারবে। তবে পুরুষ প্রতিনিধি অবশ্যই বৈধ সম্পর্কের হতে হবে যেমন বাবা বা স্বামী এই জাতীয়।
নারীদের উচ্চশিক্ষাকে ইসলাম নিরুৎসাহিত করে কিনা তা নিয়ে বিতর্ক আছে তবে বেশীর ভাগ মুসলিম পুরুষ কিন্তু নারীর উচ্চশিক্ষার বীরুধে। এই ব্যাপারে বাংলাদেশের আল্লামা শফি (যাকে অনেকেই ছাগলের মতো বলে কিন্তু সম্মান করে ছাগল বলে না এবং যিনি নারীদের তেতুলের মতো বলেছেন কিন্তু নারীদের সম্মান করে তেতুল বলেন নি) তিনি বলেন, “ আপনারই মহিলা মেয়েরা স্কুলে, কলেজে, ভার্সিটিতে লেখাপড়া করছে। আরেহ, ক্লাস ফোর ফাইভ পর্যন্ত লেখাপড়া করান। বিবাহ শাদি দিলে স্বামীর টাকা-পয়সার হিসাব কইরতে পারে মতো, অতটুকু দরকার।”
খবরের উৎস এখানে
২| ০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:২৫
নীলমেঘ আমি বলেছেন: হা হা হা। হাঁসতে হাঁসতে শেষ আপনার মন্তব্য শুনে।
৩| ০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৫০
অসীম পাগলা বলেছেন: আলহামদুলিল্লাহ
ইহাই ছহী ইসলাম। সমগ্র বাংলাদেশে এই আইন চালু করা উচিত। কওমি একতা জিন্দাবাদ। আল্লামা শফি জিন্দাবাদ। শরিয়া আইন জিন্দাবাদ। নাস্তিকমুক্ত বাংলাদেশ চাই ইনশাল্লাহ
৪| ০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৫৯
রামন বলেছেন:
অবাক হওয়ার মত কী আছে! সউদি বাদশারা অল্পদিনের মধ্যেই আলাদা নারী লাইব্রেরী বানিয়ে ফেলবে যেখানে পুরুষের প্রবেশাধিকার থাকবে না। নারী পুরুষের সমতার মাপকাঠিতে সৌদিরা এখনও পাকিস্তানিদের চেয়ে অনেক এগিয়ে আছে।
৫| ০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৩৭
রাখালছেলে বলেছেন: দিশার আর অসীম পাগলা'র কথাগুলা কেমন যেন বিকৃতমস্তিক মন্তব্য হয়ে গেল । এই ধরনের মানুষ যে এখনও থাকে ঠিক বুঝলাম না।
©somewhere in net ltd.
১|
০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:২০
দিশার বলেছেন: সুবাহান্ল্লাহ , ঠিক কাজ করসে। নারীদের এত পড়াশুনার কি দরকার আসে? ক্লাস ৪ পর্যন্ত পড়লে তো হয় , স্বামীর টাকা পইসার হিসাব রাখতে পারবে . আর ৮ পাশ হইলে তো প্রধান মন্ত্রী ও হওয়া যায় .