![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গুলশানে বিভিন্ন দলের রাজনৈতিক সভা চলছে। সভার মধ্যে জলখাবার দেয়া হলে একজন বাম নেতার খাওয়ার সময় তার ছেলের মুখটা মনে পড়ে। চোখের সামনে অনেক নেতাই রাজনীতি করে বড়োলোক হয়ে গেছে আর বাম দল করে সে বউকে একটা শাড়িও দিতে পারে না, ছেলের স্কুলের টাকা দিতে পারে না। আজীবন বিপ্লব বিপ্লব করে, শোষিত মানুষের কথা বলে আজ বাম নেতা নিজেই শোষিত ও নিগৃহীত। এতোকিছু মনে করে, তাকে খেতে দেয়া কলাটা সে ছেলেকে বাসায় যেয়ে খেতে দিবে চিন্তা করে পকেটে পুড়ে ফেলে।
সভা শেষ হলে যে যার গাড়িতে চলে যায় আর বাম নেতা লোকাল বাসে ভীরের মধ্যে উঠে। বাসে এতোই ভির যে পা ফেলে দাঁড়ানোর উপায় নেই, তার মধ্যেই সে কোনরকম চাপাচাপি করে দাঁড়িয়েছে। এতো ভীরের মধ্যে চাপ লেগে পাকা কলাটা গলে যেতে পারে বলে সে সযতনে কলাটা ধরে দাড়িয়ে আছে। লোকাল বাস যখন ফার্মগেট আসে তখন তার পাশের দাড়িয়ে থাকা ব্যক্তি বাম নেতাকে বলেন, ভাই অনেক সময় ধরে রাখছেন আমি এখন নামবো আপনি অন্যেরটা ধরেন।
বাংলাদেশে এখন ২ প্রকার বাম আছে, এক প্রকার হলো ক্ষমতাসীনের কলা ধরে সুযোগ সুবিধা নিয়ে বিপ্লব করছে। আরেকপ্রকার হলো আদর্শ সম্মুনত রেখে কারো কলা না ধরে সকল কলার সমালোচনা করে কলাবিশারদ হয়ে বিপ্লব করছে। শুনলাম কলা ধরা এক বিশিষ্ট বাম বর্তমানে তিনি সরকারের মন্ত্রী আগামী ২৮ তারিখে হজে যাবেন বলে নেয়াত করেছেন। প্রথম দিকে তাকে কলা নিয়ে সাধাসাধি করলেও তিনি কলা ধরেন নি, তবে দ্বিতীয়বার আর কলা না ধরে ভুল করেন নি।
ব্যক্তিগতভাবে তাকে তার দলের লোকেরা নাস্তিক হিসেবে জানলেও তিনি হজে যাচ্ছেন শুনে ব্যাপক গুঞ্জন শুরু হয়েছে। বউয়ের পিড়াপিড়িতে তিনি হজে যাচ্ছেন বলে সমালোচকদের অনেকের দাবী। তিনি মনস্থির করেছেন যাবেন, যদিও তা এখনো নিশ্চিত নয়। একথা কেই বা না জানে, বাংলাদেশে একজন কমরেডের থেকে একজন আলহাজ্বের মূল্যায়ন অনেক বেশী। যদিও আমার ব্যক্তিগত মত হচ্ছে, যুক্তিবাদী বামদের বেশী বেশী হজ করা উচিৎ কারণ সৌদি আরবের মতো দেশ থাকতেও তারা সাম্রাজ্যবাদ বলতে শুধু আম্রেকাকেই বুঝে। আপচুচ।
২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪১
নীলমেঘ আমি বলেছেন:
৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৫১
শাহ আজিজ বলেছেন: যাক সোনা ধরার পর্ব পড়ে খুব হাসলাম একচোট ।
ভাল্লাগলো ।
তা হজে কে যাইতাছে? অইখানে আফ্রিকান বড় কলা ধরার জন্য নাকি অন্যকিছু??
৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৫৮
হরিণা-১৯৭১ বলেছেন: ইডিয়ট
©somewhere in net ltd.
১|
১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩১
রক্ত পলাশী বলেছেন: ভাই অনেক সময় ধরে রাখছেন আমি এখন নামবো আপনি অন্যেরটা ধরেন।
ভালোই..ই....লাগলো ।