নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিখার চেষ্টা করছি>>>

নাজিম উদ্দিন রনি

এখনও শিখছি..... নিজের ব্যাপারে বলার মত তেমন কিছুইইইইই নাই তবে জানতে চাইলে ঘুরে আসুনঃ www.facebook.com/nuarony খুজুন:Nazim Rony (নাজিম রনি)

নাজিম উদ্দিন রনি › বিস্তারিত পোস্টঃ

শাহবাগ কারো মন রক্ষার জায়গা নয়!

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৭

শাহবাগে রাজাকারের ফাঁসির দাবীতে আন্দোলনে নিয়া শুরু থেকেই দেখছি কিছু মানুষ তাদের বিভিন্ন রকম প্রতিক্রিয়া দিচ্ছে, যেটা দেশের জন্য ক্ষতির কারণও হতে পারে, অপরাধী বেঁচেও যেতে পারে। তাই আমি তাদেরকে বলতে চাই, শাহবাগতো আপনার নিজের বাড়ি নয় যে আপনার মন মত সব কিছু হবে, এখানে বিভিন্ন দলের মানুষ, বিভিন্ন চিন্তার মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন বয়সের মানুষ একসাথে হয়েছে। কারো সাথে কারো চিন্তার মিল না থাকাটাই স্বাভাবিক।

শুধু একটাই জায়গায় সবার মিল থাকবে সবাই রাজাকার, মানবোতাবিরোধী দের ফাঁসি চাই।

কিছু মানুষ (যারা জামায়েত পন্থী) আমাকে বলে, আমি শাহবাগ যাইতাম যদি সেখানে সবার ফাঁসির দাবি করতো। যেমনঃ ম খা আলমগীর, শেখ হাসিনার বেয়াই সহ আরো অনেকে।

আমি তাদের কি যখন জিজ্ঞাসা করলাম গত ৪ বছর আগেও তো আমি তাদের নাম রাজাকারের তালিকায় শুনি নাই। আচ্ছা যদি সত্যিই তারা রাজাকার হয়ে থাকে তাদের বিরুদ্ধে কেউ কোন মামলা করছে না কেন?

আর আপানারা একটা নতুন ব্যানারে তাদের নাম লিখে ফাঁসির দাবী নিয়া শাহবাগ যান না কেন। আপানাদের কেউ বাধা দিবে না! সত্য বলতে ভয় পান?

আর কিছু মানুষ (বিএনপি পন্থী) ১/২ দিন যাবার পর পর “জয় বঙ্গবন্ধু” শ্লোগান শুনে তারা খুব কষ্ট পাইছে, তাই তারা সিদ্ধান্ত নিছে তারা আর যাবে না। আমি তাদের বলছি, আপনারা ওই একদিন/দুদিন গিয়েছেন একটা ভুল খোঁজার জন্য, একটা পেয়েগেছেন, এবার শুরু করছেন শাহবাগ এর বিরদ্ধে কথা বলা! কারন আপনাদের মন থেকে তো জামায়েত বন্ধু দের প্রতি ভালোবাসা এখনও কমে নাই!

আর যারা (আওয়ামীলীগ পন্থী) তারা বলছে, এখানে সব বাম পন্থী, তাদের নেতাদের বক্তব্য দিতে দেয় না, এখানে তাদের বক্তব্য দিতে হবে, তারা ছাড়া কি আন্দোলন এয় দেশে হইছে?????? তারাই একমাত্র মুক্তিযুদ্ধের স্বপক্ষের দল।

আমি তাদের বলি, ভুলে যান ফালতু কথা, তরুন প্রজন্ম একাই যথেষ্ট এই আন্দোলন কে বেগবান করতে কারন তাদের সাথে আছে সত্যিকারের দেশ প্রেমিক জনগন, যারা টাকার জন্য শ্লোগান দেয়া না। আপনাদের মত চাটুকারি লোকের দরকার নাই।

বি.দ্র. : এখানে পন্থী বলতে আমি দলের লোকদের বুঝাই নাই, তাদের কথা বলেছি, যারা শুধু তাদেরকে নৈতিক সাপোর্ট করে কোন পদে নেই অথবা রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহন করে না।

আবার কিছু মানুষ (নিরপেক্ষ) তারা বলছে, ওখানে অন্য দাবীগুলা(সাগর-রুনি হত্যাকাণ্ড, শেয়ার বাজার, হল মার্ক ইত্যাদি) তোলা হয় না কেন???????? শুনেন ভাইরা, অনেকগুলো হত্যা, খুন, ধর্ষণের মত অপরাধের বিচার করতেই আমাদের ৪২ বছর লাগছে সেখানে এগুলি তো একটু সময়তো নিবেই। আমি আপনাদের বলছি, এই তরুন প্রজন্মরাই এসব এর দাবী নিয়া আবার রাস্তায় নামবে, একটু অপেক্ষা করুন প্লিজ। আর আপনারা যারা শাহবাগ যান নাই তারাই না হয় আন্দোলনের জন্য রাস্তায় নাইমেন, এই তরুন প্রজন্ম আপনাদের হতাশ করবেন না। তারা আপনাদের পাশে তথা দেশের পাশে থাকবেই।

পরিশেষে একটাই কথা বলি শাহবাগ মন রক্ষার জায়গা নয়। যে যাই বলুক যেই আশা নিয়া ওখানে যান না কেন। নিজের ক্ষুদ্র ক্ষুদ্র চাহিদা গুলোকে দেশের স্বার্থে পরিত্যাগ করুন। দেশেকে যদি সত্যিই ভালবেসে থাকেন তাহলে আওয়াজ তুলুন >>> “দাবী একটাই রাজাকারের ফাঁসি চাই”।



আমাকে জানান এখানে: Nazim Rony

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২২

দায়িত্ববান নাগরিক বলেছেন: Valo bolesen.

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫১

নাজিম উদ্দিন রনি বলেছেন: ধন্যবাদ। @ দায়িত্তবান নাগরিক

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৩

রিমঝিমবৃষ্টি বলেছেন: একদম মনের কথাটা বলেছেন +++++

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫২

নাজিম উদ্দিন রনি বলেছেন: কমেন্ট করার জন্য ধন্যবাদ @ রিমঝিমবৃষ্টি

৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৪

বোকামন বলেছেন: “আমি তাদেরকে যখন জিজ্ঞাসা করলাম গত ৪ বছর আগেও তো আমি তাদের নাম রাজাকারের তালিকায় শুনি নাই।”

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫২

নাজিম উদ্দিন রনি বলেছেন: ক্লিয়ার করেন ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.