![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবাইকে উদ্দেশ্য করে বলছি,
শুধু আওয়ামীলীগ, বিএনপি, জামায়েত বলে নয় আপনি যে দলের বা ধর্মের হোন কেন,
দয়া করে কোন উসকানিমূলক বা উগ্রবাদী কোন লিখা বা কথা বলবেন না। অথবা লিখা পড়ে, কথা শুনে রেগে যাবেন না!
আপনি আপনার বিবেক কে ব্যবহার করুন।
ইতিমধ্যে অনেক গুলো প্রান অকালে ঝরে গেছে,আল্লাহ্ জানে আরও হবে কিনা? কার কাছে চাইবো এর বিচার?
আমরা ইসলাম রক্ষার জন্য, দেশ রক্ষার জন্য আজীবন লড়াই করবো, কিন্তু সেটা হবে শান্তি প্রিয়ভাবে। কাউকে হত্যা বা কারো ঘর, উপাসনালয় পুরিয়ে নয়!
একটি দেশে ভিন্ন মত, ভিন্ন দল, ভিন্ন আদর্শ থাকতেই পারে, সবাইকে একসাথে থাকতে হবে।
আমরা সবাই কারো না কারো পরিচিত জন।
আমরা কেন নিজেদের কে এভাবে হত্যা করবো????????????
দয়া করে কারো কথায় অতি উৎসাহিত হয়ে, না বুঝে, সত্য মিথ্যা যাচাই না করে কিছু করবো না। আপনার জীবনের মূল্য কেউ দিতে পারবে না!
জানতে চাইলে ক্লিক করুন: Nazim Rony
০১ লা মার্চ, ২০১৩ রাত ১২:৪০
নাজিম উদ্দিন রনি বলেছেন: কিউ জামান ভাই আপনি কথা টা একটু অন্যরকম হয়ে গেল না?
মানুষ শান্তির জন্য আন্দোলন করে, ইসলাম, দেশ রক্ষার জন্য আন্দোলন করে, আইন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে, মানুষ মারার জন্য নয়। দয়া করে এসব কথা বলে কারো মনে বিভ্রান্ত ছড়িয়ে দিনে না। যারা মারা গেছে তাদের মাগফিরাতের জন্য দোয়া করুন।
©somewhere in net ltd.
১|
০১ লা মার্চ, ২০১৩ রাত ১২:০৪
কিউ জামান বলেছেন: দুঃখজনক। তবে সাহবাগের ভাইয়েরা এটাই চেয়েছিলেন।