![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মায়াবিনী কালসাপিনী
বাউল শিল্পী
মায়াবিনী, কালসাপিনী...
মায়াবিনী, কালনাগিনী..
মায়াবিনী, রাক্ষসীনী...
জগৎ খেয়ে চেয়ে রই...
জগৎ খেয়ে চেয়ে রই...
ওরে পরুষ মরে ব্যভিচারে,নারী কিন্তু দোষী নয়...
খাইয়া নাগিনীর কামড়, অকালেতে প্রাণ হারায়।।
ওরে এক নারী আমায় জন্ম দিলো
হায় রেখে আপন উধরে,
ওরে আরেক নারী প্রেম যুগাইলো
যাইয়া গো বাসর ঘরে।
ওরে ঘরে ঘরে একি নারী
জাহান ব্যাপী একই নারী
নারী চিনা ভীষণ দায়.....
ঐ নারীকে করলে সিজদা আল্লাহ্ নবী পাওয়া যায়।
কত মনিষী, আওলিয়ারা
নারীর প্রেম এ মজিয়া
জীবন কাতাইলো তারা
গাছ তলাতে বসিয়া,
আবার যে পেয়েছে নারীর সন্ধান
জীবনেতে অমর হয়ই
মরনেতে অমর হয়ই
খাইয়া নাগিনীর কামড়
অকালেতে প্রাণ হারায়...
গানের লিঙ্কঃ মায়াবিনী কালসাপিনী
©somewhere in net ltd.