![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক ছেলেদের দেখি যে
তারা ওদের GF এর জন্য ব্লেড
দিয়ে হাত কাটে। ওদের GF কে
বুঝাতে চায় যে ওকে কত্তটা
ভালবাসে।
এই হাত কাটা দিয়া যদি
ভালবাসা বুঝানো যাইতো
তাহলে তো সবাই তাদের পছন্দের
জনকেই পেয়ে যেত।
এইসব আলতু ফালতু কাজ-কাম করে ,
তারা বোকার বোকা আর কিছু
কইলাম না।
ভালবাসা আসে ভিতর থেকে
,হাত কাটলেই কি প্রকৃত ভালবাসা
প্রকাশ পায় নাকি রে, ভালবাসার
জন্য হাত কাটতে যাবি ক্যান ,
তোদের মধ্যে যদি মনের মিলই
থাকে তাহলে হাত কাটা
লাগবো ক্যান।
আর অনেক মাইয়া আছে ওরাও চায়
যে ওদের জন্য হাত কাটুক তাহলে
বুঝবে যে অই ছেলে ওকে অনেক
ভালবাসে। এইসব মাইয়াগো আর
পোলাগো যে কি করবার মুন চায়
কি আর কইমু ……
©somewhere in net ltd.