নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আআত্মকেন্দ্রিক, স্বার্থপর, বিশ্বাসঘাতক এবং চরমভাবে বদমেজাজি টাইপের একটা প্রাণী। নিরাপদ দূরত্বে থাকুন।

নাম্ব পেডেস্ট্রিয়ান

আআত্মকেন্দ্রিক, স্বার্থপর, বিশ্বাসঘাতক এবং চরমভাবে বদমেজাজি টাইপের একটা প্রাণী। নিরাপদ দূরত্বে থাকুন।

নাম্ব পেডেস্ট্রিয়ান › বিস্তারিত পোস্টঃ

একজন পুরুষ বেশ্যা

১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৫

মনোরাজ্য এখন নিষিদ্ধ পল্লী।
ভাবনাগুলো পতিতা। এদের একচ্ছত্র আধিপত্য এখানে। যদিও লোকসমাজে এরা অবহেলিত তাতে কি?
স্বপ্নচোরা মানুষগুলো এই পল্লীর খদ্দের।
তারা তাদের প্রয়োজনে নিজের স্বাদ আহ্লাদ মেঠাতে এই পল্লীতে প্রবেশ করে ভাবনাগুলোকে প্রতিনিয়ত বিভিন্নভাবে ধর্ষণ করে নিজেরা ফুর্তি করে অতপর বিনিময়ে দিয়ে যায় চলনা।
খদ্দেরকে খুশি করতে এই পল্লীর পতিতারা আমার চোখের অশ্রু কে লাল পানি হিসেবে ব্যবহার করে চলেছে আর আমার দীর্ঘশ্বাস খদ্দেরের নিকোটিনের চাহিদা মিঠাচ্ছে।
খদ্দেরকে খুশি রাখাই ভাবনা রুপী পতিতাদের একমাত্র লক্ষ্য। কখনো কখনো খদ্দেরের হিংস্র থাবায় চুর্ণ বিচুর্ণ হচ্ছি তবুও মনোরাজ্যে ভাবনারা এই ব্যবসায় মত্ত।
আর তাদেরকে দোষেই কি হবে। কেননা, অনেক আগেই যে এরা প্রপেশনাল ডিগ্রী পেয়ে গেছে।
তাই এখন একটাই চাওয়া রমরমা চলুক এই পল্লীর ব্যবসা।
খদ্দেরেরা খুশি থাকুক আর আমি ???
সেটা ভেবে কি আর হবে?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.