নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আআত্মকেন্দ্রিক, স্বার্থপর, বিশ্বাসঘাতক এবং চরমভাবে বদমেজাজি টাইপের একটা প্রাণী। নিরাপদ দূরত্বে থাকুন।
হেয়ালিপনা তুমি আমাকে করেছ মহান,
ভেঙ্গে দিয়ে নিরবতা করেছ সরব
অনুরোধ করছি তোমায় হে হেয়ালিপনা
সফলতা দাও মোরে ভুলিয়ে যন্ত্রণা ।
হা হা হা হা হা হা হা............
হেয়ালিপনাটা ইদানিং একটু বেশি করছি।
এর পিছনে কারণটাও সুস্পষ্ট নয়।
তবে এতটুকু বলতে পারি আত্মবিশ্বাসের সাথেই ,
“ জীবনে যতবার যাহা কিছুতে সিরিয়াস ছিলাম তাতে অসহায় আত্মসমর্পণ করতে হয়েছে কারণে-অকারণে, কখনও বিনা কারণে আবার কখনোবা কুকারণে।”
হয়তবা তাই এখন আর কোনকিছুই সিরিয়াসলি নেই না, সব কিছুকেই নরমাল ভেবে হেয়ালিপনায় ভাসাইয়া দিই। এতে অনেকেই বিব্রত হয় জানি।
কিন্তু কি করব বলেন?
স্বার্থপর এই দুনিয়ার স্বার্থপর মানুষগুলোই আমাকে স্বার্থপর হতে শিখেয়েছে তাই এখন নিজের স্বার্থের বাইরে নিঃশ্বাস টাও ফেলতে ইচ্ছে করেনা।
©somewhere in net ltd.